Sunday, October 30, 2011

ফেসবুক ফেন পেজের লাইক বাড়িয়ে নিন মাগনা

ফেসবুকে ঢুকলেই শুধু পেজের বিজ্ঞাপন আর বিজ্ঞাপন ! বিজ্ঞাপন দেখতে দেখতে মাথা গরম হয়ে যাবার দশা তাই বসে পরলাম এতো বিজ্ঞাপন না দিয়ে কিভাবে আপনি আপনার পেজের মেম্বার বা লাইক বারাবেন সে সম্পর্কে লিখতে । ফেসবুকে আপনার পেজের মেম্বার যত বেশি, আপনি প্রতিদিন ততো বেশী লাইক পেতে থাকবেন । অর্থাৎ সকলের আকর্শন হল বড় বড় পেজ গুলোর প্রতি । সবাই ই কোন পেজে জয়েন করার আগে দেখে নেয় পেজের মেম্বার কত ? যদি বেশী না হয় তাহলে ওই পেজে কেও লাইক করতে আগ্রহী নয় । কারন যত মেম্বার বেশী ততো ফান ততো এক্টিভ পেজ ।

তাই পেজের মেম্বার বা লাইক এর পরিমান বারাতে হলে আপনাকে অন্তত ১,০০০ এর কোঠা ছারাতে হবে । ১,০০০ মেম্বার হয়ে গেলে দেখবেন অন্যান্য পেজের এডমিন রাও আপনার সাথে প্রমোট এক্সচেঞ্জ করতে আগ্রহী হচ্ছে । এবং মেম্বার রাও নির্দিধায় লাইক দিচ্ছে আপনার পেজে। তাই আপনার ছোট বা বড় পেজটিতে প্রতিদিন ২০-১০০ টি বা এর ও বেশী লাইক পেতে সাহায্য করবে "ফেনস্লেভ" নামক একটি সাইট। এরা আপনার পেজের বিজ্ঞাপন দিবে এবং আপনাকে কিছু পেজ লাইক করতে বলবে । আপনি ওদের পেজ গুলো লাইক করলেই পয়েন্ট পাবেন এবং ক্রেডিটও পাবেন । ওই পয়েন্ট বা ক্রেডিট গুলোর বিনিময়ে সকলে আপনার পেজ লাইক করবে । অর্থাৎ গিভ এন্ড টেক বা এক্সচেঞ্জ । আপনি কিছুখন পর পর ওদের পেজ লাইক করে পয়েন্ট বারাবেন আবার ওই পয়েন্টের বিনিময়েন অন্যরা আপনার পেজে লাইক দিতে থাকবে ।

আর হা আপনি ইচ্ছা করলে আপনার এই ক্রেডিট পেজের লাইক এর বিনিময়ে খরচ না করে পে-পাল বা মানি বুকারস এর মাদ্ধমে কেশ আওট করতে পারবেন । যাই হোক এখন কাজের কথায় আসি, চলুন শুরু করা যাক । প্রথমে এখানে ক্লিক করে প্রবেশ করুন। তারপর নিচের ছবিটির মতো "Join Now!" ক্লিক করে রেজিস্ট্রেশন করুন ।

রেজিস্ট্রেশন করা হলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন । লগিন করার পর নিচের ছবিটির মতো Connect ক্লিক করুন । তাহলে এটি আপনার ফেসবুক একাওন্টের সাথে যুক্ত হবে ।



কানেক্ট ক্লিক করার পর যদি আপনার ফেসবুক একাউন্টে সিকিউর ব্রাউজ়িং চালু থাকে তাহলে সিকিউর ব্রাউজিং বন্ধ করার কথা জিজ্ঞেস করবে ওটাতে Continue ক্লিক করে প্রবেশ করুন । তারপর ওদের এপ্লিকেশনটি এলাউ করুন । তারপর কানেক্ট হয়ে গেলে উইন্ডো ক্লোজ করতে বলবে তখন ক্লোজ ক্লিক করে ক্লোজ করে দিবেন ।

এখন হল আসল কাজ । নিচের ছবিটি দেখুন এখানে যেভাবে ১,২,৩ ক্রমানুসারে দেখানো হয়েছে ওইভাবেই আপনি কাজ করুন । আর Add New Fanpage এর উপরে এডিট অপশন পাবেন ওখান থেকে আপনি আপনার পেজের মেম্বার কোন দেশের হতে হবে, সর্বনিম্ন কতজন ফ্রেন্ড সম্বলিত প্রফাইল হতে হবে, বয়স, বা প্রতিদিন কতজন মেম্বের জয়েন করতে পারবে ইত্যাদি এডিট করতে পারবেন ।


আশা করি আপনারা উপক্রিত হবেন । আপনাদের সামান্য পরিমান উপকারে আসলেই টিউন টি করা সার্থক হবে । কেও যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন । আর টিউনে কোথাও কোন ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন । ধন্যবাদ সবাইকে

1 comment:

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...