Wednesday, November 23, 2011
অ্যান্টিভাইরাস সমস্যা ও তার সমাধান বেপক গবেষণা
অনেকেই Antivirus ব্যবহার করেন ।
কেউ কেউ টাকা দিয়ে Commertial License কিনে ব্যবহার করেন । আবার কেউ কেউ নেট থেকে ট্রায়াল ভার্সন ব্যবহার করে থাকেন ।
Commertial License কিনে ব্যবহার করলে তো ১ বছরের জন্য ঝামেলামুক্ত ।
আর ট্রায়াল ভার্সন ব্যবহার করে থাকলে তো তা একমাস পরে আর কাজ করে না ।
আবার কেউ কেউ ক্রাক করে ব্যবহার করেন ।
আসলে ক্রাকগুলো মূলত কর্মাশিয়ল লাইসেন্সের হয়ে থাকে ।
এখানে আবার জ্বালা আছে । দুদিন পর পর কোম্পানি এই ক্রাক লাইসেন্স গুলো করে দেয় Black Listed
ফলে আবার খুজতে হয় নতুন কার্যকরী লাইসেন্স ।
নেটে আপনি অনেক ধরনের ক্রাকই পাবেন । যা বিভিন্ন মেয়াদের হয়ে থাকে । কোন কোন টা আবার ১০-২০ বছরের ও হয়ে থাকে !
কিন্তু এগুলো ব্যবহারের জ্বালা ঐ একই । মানে কিছু দিন পর পর আবার লাইসেন্স খুজতে হয় ।
অনেকে এটাকে সহজ ভাবেই মেনে নেন ।কারন সে মনে করে আমি বিনে পয়সা দিয়ে Antivirus ব্যবহার করি । টাকা বাচাই ফলে এটুকু ঝামেলা তো স্বীকার করে নিতেই হবে ।
আসলে এই চিন্তাটাই বুদ্ধিমানের চিন্তা ।
তবে আসুন আজকে এই ঝামেলা থেকে আমি মুক্তি দিই ।
আমরা এক্ষেত্রে Antivirus এর Trail reseter ব্যবহার করব ।
আসলে ট্রায়াল হচ্ছে এমন একটা সফটওয়্যার যা আপনাকে কোম্পানি দেয় সীমিত ব্যবহারের জন্য । যদি ভালোলাগে তো আপনাকে তখন পয়সা দিয়ে কিনে ব্যবহার করতে হবে ।
Trail বা ফ্রী দেবার উদ্দেশ্য আসলে এটাই ।
আর আমরা আজকে কোম্পানির এই সুযোগটাকেই কাজে লাগাব ।
Trail reseter আমাদের Antivirus কে একট নির্দিষ্ট Date এ Fixed করে রাখবে ।
ফলে আমরা আজীবন বা পুরো বছরটাই এটা থেকে সুবিধা নিতে পারব ।
এটা পুরো ফুল ভার্সনের মতই কাজ করবে । কিন্তু আপডেট নিতেও ঝামেলা করবে না ।
Pc'র জন্য কোন Antivirus টি আপনি বেছে নিবেন সে ব্যাপারে আমি আগেও পোষ্ট করেছি ।
আপনারা আগ্রহী থাকলে নিচের লিংক থেকে পড়ে নিতে পারেন ।
Antivirus সমগ্র
Kaspersky
যাদের পিসিতে ক্যাসপারস্কি ইন্সটল করা আছে বা ব্যাকআপে আছে তাদের দরকার নেই । আর যাদের নেই তারা নিচের লিংক থেকে Download করে নিতে পরেন ।
Downloading Link
Kaspersky 2012
Kaspersky 2011
Crack লিংক
Kaspersky 2012 Crack
অথবা
Kaspersky 2012 Crack
Kaspersky 2011 Crack
কিভাবে Crack করবেন :
ক্যাসপারিস্ক ২০১২
১. Disable করে দিন Self-Defense.
2. ডান পাশের ট্রে আইকন থেকে Kaspersky কে Exit করুন ।
৩.এবার Trail reseter run করান ।
৪.new trial period Active হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
ব্যাস হয়ে গেল ।
ক্যাসপারিস্ক ২০১১
ক্যাসপারিস্ক ২০১১ ইন্সটল কের শুধু ক্রাক টা
আগের প্রক্রিয়ায় ইন্সটল দিন ।
ESET NOD 32
যাদের পিসিতে ESET ইন্সটল করা আছে বা ব্যাকআপে আছে তাদের দরকার নেই । আর যাদের নেই তারা নিচের লিংক থেকে Download করে নিতে পরেন ।
Downloading Link
ESET 5
Crack লিংক
ESET 5 crack
কিভাবে Crack করবেন :
ESET Install করা থাকলে তো ঝামেলা নেই । আর Install করা না থাকলে Install করে নিন ।
এবার পিসি Safe Mood এ Boot করেন । (PC Restart দিয়ে F8 এ চাপুন)
এবার ক্রাক ফাইলটিতে ডাবল কিক্ল করুন ।
Enable এ চাপুন
পিসি নরমাল ভাবে রান করুন ।
ব্যাস হয়ে গেল ।
জীবনেও এর মেয়াদ(৩১ দিন দেখাবে মেয়াদ ৩১ দিন ই থাকবে) শেষ হবে না ।
NORTON
HOW TO CRACK:
1) নরটন এর যে কোন একটি অর্থাৎ Internet security / Antivirus Install করুন
2) এবার ৩০ দিনের ট্রায়াল এর জন্য আপনাকে রেজিট্রেশন করতে হবে । ৩০ সেকেন্ড সময় লাগবে আপনার কাজটি করতে হলে ।
3) এবার ৩০ দিনের ট্রায়াল পেয়ে গেলে নিচের Screen Shot Follow করুন :
Downloading Link
Norton™ Internet Security 2012 v 19.2.0.10
Norton™ Antivirus 2012 v 19.2.0.10
AVAST
AVAST এর জন্য কিচ্ছু করতে হবে না ।
আগে ডাউনলোড করেন , পরে নিচের নির্দেশাবলী অনুসরন করুন ।
Downloading Link
Avast Internet Security & Avast Pro Antivirus 6.0.128
Internet Connection Disconnect করুন ।
এই লিংকে পাবেন মানে ডাউনলোড করার পর Rar ফাইলের মধ্যে থাকবে
Avast Antivirus Free
Avast Antivirus Pro
Avast Antivirus Internet Security
যেটাকে আপনার পছন্দ হয় সেটা Install করুন ।
Install হয়ে গেলে exit করুন Application [ডান পাশের কোনার ট্রে থেকে ]
ক্রাক ফোল্ডর খুলুন
কোন ধরনের লক বা পাসওয়ার্ড চাইলে ZeNiX ব্যবহার করুন ।
এবার ক্রাক এ ডাবল ক্লিক করুন
আপনার পোডাক্ট মানে একটু আগে যেটা Install দিয়েছেন সেটা Choose করুন ।
Crack it and apply load key
ব্যাস হয়ে গেল
আর না বুঝলেও সমস্যা নাই
ভেতরে Screen Shot দেয়া আছে
AVIRA
ভাইসব
নিচে লিংক দিলাম
ডাউনলোড করেন আর ইন্সটল দেন
ভেতরে কী আছে
সেটা ব্যবহার করেন
দেখেন কি মজা
২০১৪ সাল পর্যন্ত মেয়াদ
Downloading Link
Avira Anti Virus Premium 8.1.0.367 Plus Key Till 2014
MCAFEE
ভাইসব
নিচে লিংক দিলাম
ডাউনলোড করেন আর ইন্সটল দেন
ভেতরে কী আছে
সেটা ব্যবহার করেন
দেখেন কি মজা
Downloading Link
McAfee VirusScan Enterprise 8.8
PANDA
Downloading Link
Panda Cloud AntiVirus Pro 1.4.00(OEM)
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment