প্রশ্ন-১ বাসায় ফ্রিজ না থাকলে মাছ-মাংস কোথায় রাখা উচিত?
প্রশ্ন-২ স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকে কখন?
প্রশ্ন-৩ মেয়েদের ওজন কমানোর সহজ উপায় কী?
প্রশ্ন-৪ শীতপ্রধান দেশের পাখিরা শীতকালে দক্ষিণে উড়ে যায় কেন?
প্রশ্ন-৫ মেয়েরা আমার দিকে তাকিয়েও দেখে না। তাদের দৃষ্টি আকর্ষণের উপায় কী?
প্রশ্ন-৬ রবিনহুড ধনীদের সম্পদ লুট করত কেন?
প্রশ্ন-৭ মুদ্রাস্ফীতি কী?
প্রশ্ন-৮ বিয়ের সঙ্গে লটারির তুলনা করা যায় কি?
প্রশ্ন-৯ তোতাপাখি এবং পত্রবাহক কবুতরের সংকর করলে কী হবে?
প্রশ্ন ১০ ড্রাগস আমদানি নিষিদ্ধ কেন?
প্রশ্ন ১১ স্ত্রীর দিকে একেবারেই নজর না দিয়ে স্বামী যদি সারাক্ষণ টিভিতে ফুটবল দেখতে থাকে, সে ক্ষেত্রে স্বামীর মনোযোগ আকর্ষণের জন্য স্ত্রীর কী করা উচিত?
প্রশ্ন ১২ মানুষ কি অ্যাপেনডিক্স ছাড়া বাঁচতে পারে?
প্রশ্ন ১৩ মেয়েরা রহস্য উপন্যাস কম লেখে কেন?
প্রশ্ন ১৪ প্রৌঢ়ত্বের সবচেয়ে বড় সমস্যা কী?
প্রশ্ন ১৫ কোন সাঁতারু সাঁতার কাটলে চুল ভেজে না?
প্রশ্ন ১৬ বিদ্যুৎ চমকালে কোনো কোনো লোক হাসে কেন?
প্রশ্ন ১৭ মানুষের বিভিন্ন ধরনের রক্তের গ্রুপ হয় কেন?
প্রশ্ন ১৮ দাঁত থাকলেও খেতে পারে না কে?
প্রশ্ন ১৯ : ব্রেকফাস্টের আগে কোন জিনিসটা এই জীবনে আমরা কখনোই খেতে পারব না?
প্রশ্ন ২০ : কোন জিনিস কাটলে বড় হয় ?
প্রশ্ন ২১ : কী টানলে ছোট হয় ?
প্রশ্ন-২২ : ও এত কালো কেন ?
প্রশ্ন-২৩ : কোন জোক-এ কেউ হাসে না ?
প্রশ্ন-২৪ : মানুষ রাতে কেন বিছানায় যায়?
প্রশ্ন-২৫ : অষ্ট্রেলিয়া আবিষ্কারের আগে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি ছিল?
প্রশ্ন-২৬ : কোন প্রানীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে ?
প্রশ্ন-২৭ : গন্ডারকে কাতুকুতু দিলে গন্ডার কতদিন পরে হাসে ?
উত্তর গুলো মিলিয়ে নিনঃ
উত্তর১: উত্তর মেরুতে গিয়ে রেখে আসুন। দরকার পড়লেই নিয়ে আসবেন।
উত্তর২: যখন স্বামী শোনে না স্ত্রী কী বলে এবং স্ত্রী দেখে না স্বামী কী করে।
উত্তর৩: প্রসাধনী ভালো করে ধুয়ে ফেলতে হবে।
উত্তর৪: হেঁটে গেলে বহুদিন লাগবে বলে।
উত্তর৫: গ্যাস-মুখোশ পরে রাস্তায় বের হোন।
উত্তর৬ : গরিবদের ঘরে লুট করার কিছু ছিল না বলে।
উত্তর৭ : যখন আপনার পকেট টাকায় স্ফীত, কিন্তু আপনি ধনী নন।
উত্তর৮ : অবশ্যই না। লটারিতে তবু একটা চান্স থাকে।
উত্তর৯ : এমন এক পাখি, যা চিঠি পৌঁছে দিতে গিয়ে বাড়ি খুঁজে না পেলে লোকজনকে জিজ্ঞেস করে নিতে পারবে।
উত্তর১০ : অভ্যন্তরীণ উৎপাদনকারীদের স্বার্থ রক্ষার জন্য।
উত্তর১১ : স্বামীর প্রিয় দলের জার্সি পরে তার সামনে ঘোরাঘুরি করলে ফল হতে পারে।
উত্তর১২ : পারে, কিন্তু ডাক্তাররা পারে না।
উত্তর১৩ : বয়ের শেষ পর্যন্ত রহস্য চেপে রাখতে পারে না বলে।
উত্তর১৪ : তখন চাইলেও তরুণ বয়সের ভুলগুলো করার ক্ষমতা থাকে না।
উত্তর১৫: টেকো সাতারু।
উত্তর১৬: কারণ তারা ভাবে, এইমাত্র তাদের ছবি তোলা হলো।
উত্তর১৭: মশারা যাতে বিভিন্ন ফ্লেভারের স্বাদ গ্রহণ করতে পারে।
উত্তর১৮: চিরুনি।
উত্তর১৯ : লাঞ্চ আর সাপার।
উত্তর২০: পুকুর।
উত্তর২১ : সিগারেট।
উত্তর২২ : লোডশেডিঙের সময় ওর জন্ম হয়েছিল।
উত্তর২৩ : যেই জোক-এর উপর একটা চন্দ্রবিন্দু আছে।
উত্তর২৪ : কারন রাতে বিছানা তার কাছে আসে না।
উত্তর২৫ : অস্ট্রেলিয়া।
উত্তর২৬ : জিরাফ।
উত্তর২৭ : তিন দিন পরে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment