Tuesday, January 24, 2012

গ্রেড সহ পরীক্ষার রেজাল্ট তৈরী করার জন্য ছোট সফটওয়্যার!

আমি এখন আপনাদের সাথে যে সফটওয়্যারটা শেয়ার করছি সেটি দিয়ে আপনারা পরীক্ষার রেজাল্ট দ্রুত বের করতে পারে। যেমন, কোন সাবজেক্টে কত নম্বর পেল, এ+ নাকি এ-, মোট নম্বর কত, গ্রেড কত, এভারেজ কত, পাস করেছে কিনা সব এক চাপেই বের হয়ে আসে। সুবিধা হচ্ছে, আলাদাভাবে রেজাল্ট বের করতে যেমন আপনাকে বারবার ক্যাল্কুলেটর টিপতে হত, এটাতে তা করতে হবে না। শুধু তাই নয়, রেজাল্ট গুলো একটি টেক্সট ফাইলে আপনা আপনিই সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে একটা রেকর্ড থেকে যাবে। সফটওয়্যারটার সাইজ মাত্র 900 কিলোবাইট।

আশা করি সফটওয়্যারটা আপনাদের ভালো লাগবে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...