Jim Carrey নাম শুনলেই যাদের হাসির মুভিগুলার কথা মনে হয় তাদের বলছি। এই মুভিটা দেখুন আপনার ধারণা পাল্টে যাবে গ্যারান্টি দিচ্ছি।
রবার(Eraser) আমরা সবাই চিনি যা দিয়ে পেন্সিলের লেখা মুছা যায়। Clementine (Kate Winslet) সম্পর্কের তিক্তার কারণে রবারের মত তার বয়ফ্রেন্ড Joel (Jim Carrey)র সব স্মৃতি মুছে ফেলে। তাই দেখে রাগের বসে Joel ও চায় Clementine এর সব স্মৃতি মুছে ফেলতে। কিন্তু প্রসীজার চলার সময় সে বুঝতে পারে Clementine কে সে কতখানি ভালবাসে। কিন্তু তখন কি সম্ভব ফিরে আসা?? ব্রেইন যে ততক্ষণে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর ওইদিকে Clementineও তো সবকিছু সম্পূর্ণ ভুলে বসে আছে। তাকে কি কখনও সম্ভব হারানো স্মৃতি ফিরিয়ে দেয়া?? নাহ বাংলা সিনেমার মত মাথায় বাড়ি দিয়ে এখানে স্মৃতি ফিরানো সম্ভব না। তাহলে??? তাহলে আর কি দেখেই ফেলুন মুভিটা। ৮/১০
**শুরুতে বুঝতে না পারলেও দেখে যান, শেষ করুন সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
"why do I fall in love with every women I see... who shows me the least bit of attention??"
মুভির নামঃ Eternal Sunshine of the Spotless Mind (2004)
http://www.imdb.com/title/ tt0338013/
রিভিউ করেছেনঃ Borson Bayzid
ডাউনলোড করুনঃ m-HD 400MB
http://www.mediafire.com/ ?n4nt9204uecsjs5
http://www.mediafire.com/ ?x1urnwxo99vs4s1
http://www.mediafire.com/ ?6equ57kus75ufch
পাসওয়ার্ড:300mbfilms.com
সিঙ্গেল লিঙ্কঃ http://www.fileserve.com/ file/X7999CD/ esotsm_ThePecko.rar
রবার(Eraser) আমরা সবাই চিনি যা দিয়ে পেন্সিলের লেখা মুছা যায়। Clementine (Kate Winslet) সম্পর্কের তিক্তার কারণে রবারের মত তার বয়ফ্রেন্ড Joel (Jim Carrey)র সব স্মৃতি মুছে ফেলে। তাই দেখে রাগের বসে Joel ও চায় Clementine এর সব স্মৃতি মুছে ফেলতে। কিন্তু প্রসীজার চলার সময় সে বুঝতে পারে Clementine কে সে কতখানি ভালবাসে। কিন্তু তখন কি সম্ভব ফিরে আসা?? ব্রেইন যে ততক্ষণে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর ওইদিকে Clementineও তো সবকিছু সম্পূর্ণ ভুলে বসে আছে। তাকে কি কখনও সম্ভব হারানো স্মৃতি ফিরিয়ে দেয়া?? নাহ বাংলা সিনেমার মত মাথায় বাড়ি দিয়ে এখানে স্মৃতি ফিরানো সম্ভব না। তাহলে??? তাহলে আর কি দেখেই ফেলুন মুভিটা। ৮/১০
**শুরুতে বুঝতে না পারলেও দেখে যান, শেষ করুন সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
"why do I fall in love with every women I see... who shows me the least bit of attention??"
মুভির নামঃ Eternal Sunshine of the Spotless Mind (2004)
http://www.imdb.com/title/
রিভিউ করেছেনঃ Borson Bayzid
ডাউনলোড করুনঃ m-HD 400MB
http://www.mediafire.com/
http://www.mediafire.com/
http://www.mediafire.com/
পাসওয়ার্ড:300mbfilms.com
সিঙ্গেল লিঙ্কঃ http://www.fileserve.com/
No comments:
Post a Comment