"
"
"
ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ
১. আজ আমার মন টা খুব খারাপ তোমাদের কি খবর বন্ধুরা??
২. আহ ছেলেরা এত খারাপ কেন হয়?কেউ কি বলতে পার??
৩. বুঝিনা সব ছেলেরা আমাকে এত লাইক করে কেন?
৪. আমি সব ছেলে কে চিনি একটাও ভাল না একটাও না (এহ নিজে মনে হয় খুব ভাল
৫. উহ কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে রে আর ভাল লাগে না (সব বেকুব গো
৬. আম্মু খুব বকা দিসে এখন আমি কান্না করতাসি ,ভ্যা ভ্যা ভ্যা
ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ
১. উহহ মেসি ছেলেটা কত্ত সুইট! উম্মাহ হ ♥ (মাগার তর ভাগ্যে নাই
২. আচ্ছা বন্ধুরা আমি কি মোটা হয়ে যাচ্ছি ?(জিরো ফিগার ছিল কবে ?
৩. আমার কোনো বান্ধবী প্রেম করে সুখি হয় নাই তাই আমিও প্রেম করব না (আসলে কেউ এর দিকে তাকায় না
৪. মন খারাপ, আমার কিছু ভাল লাগেনা কিন্তু কেন??
৫. আজ বান্ধবীরা মিলে চটপটি আর ফুচকা খাইসি কত মজা লাগলো রে!!!!! (তর আমরা কি করমু
৬. ছেলেরা কেন বুঝতে চায় না প্রেম করাই জীবনের সব কিছু না (থার্ড টাইম ছ্যাকা খাওয়া মাইয়া
৭. না না না!! আমার বিড়ালের জ্বর হইসে তোমারা সবাই দুয়া কর প্লিজ (তর নিজের হইল মিলাদ দিতে কইতি তাইনা ?
ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ
১. আচ্ছা ছেলেরা নিজেদের কি ভাবে ?? টম ক্রুজ ? অসহ্য লাগে এদেরকে দেখলে (এহ নিজে মনে হয় কেট হোমস
২. আজ দুজন ছেলেকে ব্লক মারলাম আমার এইসব একটুও ভাল লাগে না ছেলেরা এত খারাপ কেন? (
৩. গুড মরনিং ফ্রেন্ডরা নাশতা করেছ?? (তরে কমু ক্যা
৪. আমাদের নতুন টিচার তা যা ভালো না দেখতে সো সুইট ♥ (এত খুশি হইছ না , শ্যাষে আরেকটা পরিমল হইব
৫. ফেছবুক ডিএক্টিভ করতেছি । ভাল লাগে না আর এসব বাজে ছেলেদের ঝামেলা (কয়েক ঘন্টা পরই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে নিজের প্রোফাইলে
৬. হাই ফ্রেন্ডরা কেমন আছ? অনেক দিন পর ফেসবুকে আসলাম (তো আমরা কি করমু
৭. আজ একজন বলল আমি নাকি কালো হয়ে গেছি আচ্ছা ফ্রেন্ডরা আমি কি সত্যি কালো হয়ে যাচ্ছি ? (ঐশ্বরিয়া আছিলি কবে
১. এখন আমি আচাঁর খাইতেসি আমার নিজের হাতে বানানো খাবা তোমরা?? (কাহিনী কেমুন জানি লাগে
২. আমার এক কাজিন কে ওর বয় ফ্রেন্ড ধোঁকা দিসে ছেলে গুলোকে জুতা মারা উচিত (পোলাটারে স্যালুট
৩. দিল্ কে আরমান আশুমে বাহে (এই জাতিয় আউল ফাউল মাথা খারাপ করা হিন্দী গান)
৪. আচ্ছা বন্ধুরা হৃদয় খানের গান তোমাদের কেমন লাগে আমি ওকে দেখলেই পাগল হয়ে যাই (সর্দি খানরে ভালা পাইনা
৫. আমার এক ফেসবুক ফ্রেন্ডের চাচাতো বোনের নানির পেট খারাপ তোমরা সবাই প্লিজ দোয়া করতে থাক প্লিজ প্লিজ প্লিজ!!
৬. ঘুম থেকে ওঠেই দেখি কারেন্ট নেই । উফ এত্ত গরম । মেজাজটা বিগরাই গেল । বাই দ্য ওয়ে ফ্রেন্ডজ তোমরা কেমন আছ ??
৭. আজ আমার এক বান্ধবী এক চেঙরা ছেলেকে লাইক করে বসেছে । কি ডিসগাস্টিং । মেয়েরা কেন ছেলেদের পছন্দ করবে , ছেলেরাই মেয়েদের পেছনে ঘুরবে (হ এর জন্যই তরে কোন পোলা বেইল দেয় না
(বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি পোলাদের আতেল মারকা কমেন্ট থাকা বাধ্যতামূলক)
No comments:
Post a Comment