প্রথমে এখানে
ক্লিক করে সাইটিতে যান এর পরে দেখুন ডান পার্শে রেজিষ্টশন লেখা আছে সেখানে
ক্লিক করুন, তাহলে একটি নতুন উইন্ডো খুলে লোড নিবে, এবার অপেক্ষা করুন, এর
পরে যে ফরমটি আসবে সেই ফরমটি সঠিক তথ্য দিয়ে পুরন করুন, এখানে লক্ষনিয়
যেটি আপনি ফরম পূরোন করার সময়ে খেয়াল করবেন একটি সিকোরেটি কোরশেন চায়,
সেখানে আপনি যেটি দিবেন তা কোন এক নিরাপদ যায়গায় সংরক্ষণ করুন করান
পাসওয়ার্ড ভুলে গেলে সেই কোরশেনটির উত্তর চাবে। এখন ফরমটি পূরন হয়ে গেলে
সাবমিট করুন তার পর আপনার ফোনে একটি কোর্ড পাঠাবে সেই কোর্ড (পাসওয়ার্ড) টি
দিয়ে লগইন করুন। লগইন করার সাথে সাথে দেখবেন আপনারকে পাসওয়ার্ড চেইঞ্জ
করার যায়গায় নিয়ে যায়, আপনি চাইলে পাসওয়ার্ড তখন চেইঞ্জ করতে পারবেন, তবে
চেইঞ্জ করাই ভাল আমিও চেইঞ্জ করেছি। লগইন করার সাথে সাথে আপনাকে আবার একটি
নতুন মেসেজ দিবে সেই মেসেজেও কিছু কোর্ড নম্বার থাকবে সেই কোর্ড টি ও দরকার
হবে তাই নিরাপদ যায়গায় সংরক্ষণ করুন।এরপরে ই-মেইল ভেরি……করার পালা তাতে
নিচের ছবি অনুসরন করুন এবং দ্বিতীয় মেসেজে যেই কোর্ড টি দেয়েছে সেই কোর্ডটি
নিচের গড়ে লেখুন (এখানে যে অক্ষরটা বড় হাতে সেটা বড় হাতে লিখতে হবে, এবং
যে অক্ষরটা ছোট হাতের সেই অক্ষরটা ছোট হাতে লিখতে হবে)
এর পরে দেখুন রিচার্জ এবং কল হিষ্টরি দেখতে নিচের ছবি অনুসরন করুন।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment