Monday, March 26, 2012

Cyberlink Power DVD Ultra 12 ফুলভার্সন ডাউনলোড

আজ আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় একটি প্লেয়ার এর সর্বশেষ ভার্সন Cyberlink Power DVD 12 । যারা পূর্বে এর previous ভার্সন গুলো ব্যাবহার করেছেন তারা এতক্ষনে বুঝে গেছেন এর কার্যকারিতা ।
যারা এর previous ভার্সন গুলো ব্যাবহার করেছেন  তার আশা করি এটি ডাউনলোড করবেন, যদি না এটি সংগ্রহে থাকে, কেননা আমি সবগুলো সফটওয়্যারই মিডিয়াফায়ার এ আপলোড করি।
আসুন এক নজর দেখে নিই কী আছে এই সর্বশেষ ভার্সনটিতে…………
কী কেমন লাগলো ফিচার গুলো, আশা করি সবার ভালো লেগেছে।
আসুন এবার দেখে নিই কী কিভাবে এই 89.95$ ডলারের সফটওয়ারটিকে ফুলভার্সন করতে হয়।
কাজটি খুবই সহজ, নতুন ইউজারদের জন্য আমি একটু সহজ করে দেই…………
১। সফটওয়ারটি Install করা হয়ে গেলে Crack নামে দেখুন একটা ফোল্ডার আছে, ওটাতে প্রবেশ করুন, x86 এবং x64 নামে ফাইল আছে, আপনার কম্পিউটার যদি ৩২ বিটের হয় তাহলে x86 ফাইলে , আর যদি ৬৪ বিটের হয় তাহলে x64 ফাইলে ডাবল ক্লিক করুন> yes > ok করুন।
আপনি চাইলে দুটোতেই ডাবল ক্লিক করতে পারেন কোন সমস্যা নাই।
২। আপনার Crack ফোল্ডারের এর ভিতর দেখুন PowerDVD12.slim নামে একটা ফোল্ডার আছে ওটা copy করে (C:\Program Files\CyberLink\PowerDVD12) তে যেয়ে paste করুন, ব্যাস দেখুন এবার সফটওয়্যারটি ফুলভার্সন হয়ে গেছে আর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে না।
তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, কোন সমস্যা  হলে বা আমার ভুল হলে কমেন্টে জানাবেন………………………………………

ডাউনলোড লিংক

পাসোওয়ার্ডঃ elip

3 comments:

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...