Monday, April 30, 2012

ICONIA TAB W501 (3G)

1JHW5003G

ICONIA TAB W501 (3G)

• AMD Dual-Core Processor C-60 (1.0GHz with TurboCORE Technology up to 1.33GHz) • 3G WAN • Genuine Windows® 7 Home Premium 32-bit • Integrated Bluetooth 3.0+HS • 10.1” HD Multi-Touch LED LCD • 2GB RAM, 32GB Solid State Disk (SSD) • Wi-Fi 802.11 b/g/n • MicroSD Expansion Slot, HDMI output • Dual 1.3MP webcam • Adobe® Flash® Player support • USB 2.0 port with host function • Dolby® Advanced Audio® v2 • Battery life: 6 hours Internet browsing, 4 hours 720p HD video playback • Keyboard Dock with full-size Acer FineTip keybard...

Technical Specification

• AMD Dual-Core Processor C-60
(1.0GHz with TurboCORE Technology up to 1.33GHz)
• Genuine Windows 7 Home Premium
• AMD Radeon HD 6250 Graphics (256MB dedicated)
• 10.1” HD Acer CrystalBrite LED_Backlit TFT with integrated multi-touch screen, supporting finger touch and image auto rotation
• 2GB DDR3 RAM, 32GB Solid State Drive
• 2-in-1 card reader (SD™, MMC)
• 802.11 b/g/n WiFi
• MicroSD Expansion Slot
• HDMI output
• Dual 1.3MP Webcam
• Adobe Flash player support
• USB 2.0 port with host function
• Integrated Bluetooth 3.0+HS
• Battery life: 6 hours for Internet browsing; 4 hours for 720p HD video playback
• Keyboard Dock with full-size Acer FineTip keyboard and Acer FineTrack™ with two FineTrack™ button
• Optimized Dolby® Advanced Audio® v2 audio enhancement
• One year limited warranty
• MRP: Tk. 52,800

Sunday, April 29, 2012

প্রেমের প্রতি আপনি কতটুকু দুর্বল বাংলাতে বলে শোনাবে এই বাংলাদেশী সফট্ওয়ারটি

যে কারও মনে কতটুকু ভালবাসা আছে তা বাংলা ভাষার মাধ্যমে আপনাকে বলে দেবে । তাছাড়া যারা অতি সহজে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে পারেন না কিংবা প্রেমের সম্পর্ক  বেশি দিন টিকিয়ে রাখতে পারে না,  কেন পারেন না কিসের জন্য পারেন না এই সফট্ওয়ারটি আপনাকে বলে দেবে ।
এই সফট্ওয়ারটির নাম হল View Love.
সফট্ওয়ারটির কয়েকটি স্কিনসর্ট দিয়ে দিলাম ।


সফট্ওয়ারটি নিশ্চয় আপনাদের মনে অনেক আনন্দ দিবে ।সফট্ওয়ারটি ভাল লাগলে প্লিজ কমেন্টস করবেন ।
সফট্ওয়ারটি ডাউনলোড করতে ক্লিক করুন

বেশ কিছু মোবাইল গেমস সত্যিই চমৎকার দেখেনতো

আমি মোবাইল ডাউনলোড নিয়ে বলব|হাতে সময় থাকার কারণে আজ গেমস জোনের নতুন পর্ব দিতে পারেছি
আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্নধরমি গেম।এবার কয়েকটি screenshot দেখুনঃফ্রীতে ডাউনলোড করে নিতে পারেন|

LamentIsland_Hack_Pack_v1.01_s60v2.sis
Click here download LamentIsland_Hack_Pack_v1.01_s60v2.sis
Ninja Turtles.sis
Click here download Ninja Turtles.sis
Major_Pain
Click here download Robot2.Jar
Mission_Impossible_III
Click here download navy strike fighter.sis

এই সকল গেমস ডাউনলোড করার জন্য প্রতিটি ছবির নিচে লিংক দেওয়া হল | আশা করি আপনাদের পছন্দ হবে।

Wednesday, April 25, 2012

মুভি ডাউনলোডের সময় Cam, R5, BDRip এসব কী? আসুন জেনে নিই বিস্তারিত মুভি ট্যাগ!

আমরা বেশিরভাগ মানুষই মুভি খোর। পুরোপুরি পাগল না হলেও অনেক মানুষই মুভি দেখতে ভালবাসেন। আর আমরা এসব মুভি ইন্টারনেট থেকে মাংনায় ডাউলোড করি। কিন্তু ডাউনলোডের সময় আমরা সবাই দেখেছি মুভির শেষে PDVDRip, BRRip, TS ইত্যাদি লেখা থাকে। আমাদের অনেকেরই এসব সম্পর্কে জ্ঞান নেই। তাহলে আসুন একটু জেনে নেয়া যাক। আমার এই ছোট্ট প্রয়াস হয়ত আপনাদেরকে ভবিষ্যতে আরো ভালভাবে মুভি ডাউনলোড দিতে সাহায্য করবে। মূলত মুভির শেষে যে লেখাগুলো থাকে তা রিপিং (Ripping) স্টাইল চিহ্নিত করে।

CAM Rip

মুভি যখন প্রথম রিলিজ হয় তখন এই রিপের ফাইলগুলো ইন্টারনেটে ছাড়া হয়। দেখেই বোঝা যায়, এটি হল Cam অর্থাৎ ক্যামেরা দ্বারা রিপ করা।
সিনেমা হলের প্রিন্টই হল ক্যাম রিপ যাকে আমরা বলে থাকি Hall Print. এ ধরনের রিপের কোয়ালিটি নিম্নমানের হয়। একটি পাওয়ারফুল ক্যামেরা দিয়ে হলে বসেই স্ক্রিন ভিডিও করা হয়। সাউন্ড নেয়া হয় ক্যামেরার সাথের স্পিকার দিয়ে অথবা হলের স্পিকারের লাইন থেকে। অনেক ক্ষেত্রেই হাঁত কাপার কারনে স্ক্রিনও কেঁপে যায়, আবার সামনে দিয়ে যদি কোন লোক হেঁটে যায় তবে তাকেও দেখা যায়। বসার জায়গা সঠিক না হলে রিপিং এর সময় স্ক্রিনের চারদিকের বর্ডারটি স্পষ্ট হয়ে ওঠে (অর্থাৎ সিনেমা হলের পর্দার বর্ডার)। আবার অনেক সময় একটি কোনা থেকে বসে রেকর্ড করলে সিনেমা অনেকটা বাকা বলে মনে হয়।
আমাদের এই উপমহাদেশে যে সকল Cam Rip হয় সেগুলো খুব নিম্নমানের। তবে পশ্চিমা দেশের হলের পর্দা স্পষ্ট এবং সেখানে রিপিং সম্পর্কিত প্রতিভা ভাল হওয়ায় সেখানকার ক্যাম রিপ একটু ভাল কোয়ালিটির হয়।

PDVD Rip

এর পুরো অর্থ সম্পর্কে ইন্টারনেটে মতভেদ আছে। কেউ বলেন এর অর্থ Pre DVD Rip আবার কেউ বলেন Pirated DVD Rip. তবে যেটাই হোক না কেন, এটা কিন্তু এই আমাদের এশিয়া মহাদেশ সম্পর্কিত। প্রি ডিভিডি রিপ বলতে বুঝায় সিনেমার অফিশিয়াল রিলিজ হওয়ার আগেই যে রিপ করে সিনেমা ইন্টারনেটে রিলিজ করা হয়। আর এসব ডিস্ক সাধারনত সিলভার ডিস্ক হয় যা কিন্তু সস্তা।
আমরা বাজারে যেগুলো কিনি সেগুলোর বেশিরভাগই PDVD রিপ।

DVD Rip

এটি হল PDVD এর যমজ ভাই। একই জিনিস। এটি সরাসরি DVD থেকে রিপিং করে Xvid/DivX (ইনকোডিং ফরম্যাট) ইনকোডিং ফরম্যাটে এনে ইন্টারনেটে রিলিজ করা হয়। এটি হল ফাইনালি রিলিজড ডিভিডির রিপ। কোয়ালিটি বেশিরভাগ ক্ষেত্রেই ভাল হয়।

TV Rip

টিভি হল বর্তমানে আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। অনেকের কম্পিউটারে টিভি কার্ড লাগানো থাকে এবং তা দিয়েই আমরা পিসিতে টিভি দেখতে পারে। কিছু উন্নতমানের কার্ড হলে সরাসরি টিভি থেকেই রেকর্ড সম্ভব হয়। তবে কোয়ালিটি কেমন হবে তা নির্ভর করে আপনার টিভি স্ক্রিন কত পরিষ্কার এবং চ্যানেল কত স্বচ্ছ। Television থেকে যেসব রিপিং করে ইন্টারনেটে ছাড়া হয় সেগুলোই হল টিভি রিপ।
মূলত মুভি TVRip হয় না। কোন টেলিফিল্ম, নাটক ইত্যাদি TVRip হয়ে থাকে। আমাদের দেশে এর প্রচলন কম কেননা আমাদের দেশের লোকাল ক্যাবল নেটওয়ার্কের কোয়ালিটি ভাল নয়।

BRRip OR BDRip

Blue Ray Disk এর নাম আপনারা সবাই শুনেছেন। এগুলো ডিস্কের দাম অনেক বেশি এবং আমাদের দেশে পাওয়া যায় কিনা সে সম্পর্কে আমি বলতে পারব না। Blue Ray ডিস্ক থেকে রিপিং করে যে সব ইন্টারেনেটে ছাড়া হয় সেগুলোই হল BR অথবা BD রিপ। এগুলোর কোয়ালিটি খুবই ভাল, দেখতে পুরোপুরি পরিষ্কার। একে আমরা Original Master Print বলতে পারি।
এগুলোর ভিডিও কোয়ালিটি ৭২০-১০৮০ পিক্সেল পর্যন্ত হয়ে থাকে। নিম্নে BDRip এবং BRRip এর পার্থক্য দেয়া হলঃ
BDRip: এই রিপ Xvid এনকোডিং এর মাধ্যমে সরাসরি ব্লু রে ডিস্ক থেকে রিপিং করা হয়।
BRRip: ইতোমধ্যে ফাইল আকারে রিলিজ হয়েছে, এরকম অংশ থেকে আবার নতুন ভাবে ইনকোডিং এর সাহায্যে রিপ করাকে BRRip বলে।
বিঃদ্রঃ BRRip এবং BDRip – DVDRip থেকে অনেক ভাল। কিন্তু ব্লু-রে ডিস্কের কোয়ালিটি ১০৮০ পিক্সেলের হয়, কিন্তু আমরা যে রিপগুলো দেখে সেগুলো ৭২০ পিক্সেলের হয়। তাই BRRip বা BDRip কে আসল ব্লু-রে কোয়ালিটি বলে ভুল করবেন না।

TS Rip

TS এর সম্পূর্ণ অর্থ হল Tele Sync। এটি প্রায় CAM রিপ এর মতই। তবে মূল পার্থক্য হল – একটি এক্সটার্নাল সোর্স থেকে অডিও সরবরাহ করা হয়। যদি ডাইরেক্ট সাউন্ড সিস্টেম থাকত, তাহলে দর্শকদের মুখের কথা শোনা যেত। আবার কমেডি সিনেমা হলে হো হো করে হাসির শব্দ শুনলেও অবাক হওয়ার কিছু ছিল না।
কিন্তু আনন্দের বিষয়, TS রিপ এ এমন বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না। এ রিপ গুলো অনেক সময়ই ফাকা সিনেমা হলে উন্নত ক্যামেরা দ্বারা করা হয়। প্রজেক্টর অনেক উন্নত করা হয় এর ফলে পিকচার কোয়ালিটিও ভাল আসে।
তাই বলা যায়, TS Rip এর কোয়ালিটি CAM রিপ এর চেয়ে একটু ভাল। তবে কোয়ালিটি বেশি নির্ভর করবে প্রযুক্তির উপর।
স্ক্রিনের Aspect Ratio হয় 4:3

TC Rip

TC এর সম্পূর্ণ অর্থ হল TeleCine। এটি শুধু আমাদের দেশে নয়, প্রায় সব দেশেই একেবারে Uncommon. কারনটি একটু পরে বলছি।
TC রিপ এ সিনেমার রিল (Reel) থেকে সরাসরি সিনেমা কপি করা হয়, এরপর ডিস্ক থেকে রিপ করে ইন্টারনেটে ছাড়া হয়। সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি অত্যন্ত উন্নতমানের হয়। কিন্তু এ রিপিং পদ্ধতিতে খরচ বেশি হওয়ায় এটি অনেকটাই আন-কমন।

SCR Rip

পুরো অর্থ Screener। অনেক মুভির প্রচারের জন্য VHS Tape বিভিন্ন দোকানে পাঠানো হয়। এসবের মূল বৈশিষ্ট্য হল, স্ক্রিনে শুরুতে কোম্পানির নাম এবং কপিরাইট সম্পর্কিত টেক্সট ভাসতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসকল টেক্সট পুরো সিনেমার সময় ধরে এক কোনায় ভাসতে থাকে। এসকল Tape থেকে যে সকল রিপ করে ইন্টারনেটে ছাড়া হয় সেগুলো SCR Rip নামে উল্লেখ করা হয়।
এসকল ছবির মান কেমন হবে তা নির্ভর করবে এনকোডারের আর টেপের উপর। যদি সরঞ্জমাদি ভাল হয় তবে কোয়ালিটিও ভাল হতে বাধ্য।

DVD SCR

এটি হল Screener এর মামাত ভাই। পার্থক্য হল, VHS Tape এর বদলে DVD থেকে এর রিপিং করা হয়। তবে খুশি হয়ে লাভ নেই, এতেও বিশেষ ধরনের টেক্সট ভাসতে থাকে। বরং এখানে টেক্সট যদি মাঝখানেও ভাসে তাহলে করার কিছু নেই।

R5 Rip

R5 হল একটি বিশেষ ধরনের ডিভিডি ফরম্যাট যা Region 5 হিসেবে রিলিজ হয়। (সূত্রঃ ইন্টারনেট/গুগলিং)। এর জন্ম সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে। ইন্টারনেটের চোরাকারবারিরা R5 Rip রিলিজ করে (অবশ্য এখনো তো তারাই করে)। এসকলের কোয়ালিটি খুবই উন্নতমানের। উল্লেখ্য আমি একটা মুভি ডাউনলোড করেছিলাম R5 রিপের, কোয়ালিটি বলতে পারেন Full HD. (অথচ সাইজ ৪৫০ মেগা)
মূলত, মুভি পাইরেসির সঙ্গে কোম্পানি গুলো পাল্লা দেয়ার জন্য আলাদা ফরম্যাটের ডিভিডি রিলিজ করত। এটি অনেক সময় ডাইরেক্ট টেলিসিন ট্রান্সফার করা হয় ডিভিডির মত আলাদা কোন ইমেজ সম্পাদনা ছাড়াই। এর ফলে যখন PDVD বা DVDSCR রিলিজ হয়, তখনই এই বিশেষ ফরম্যাট রিলিজ হয়। এই বিশেষ ফরম্যাটের সাথে কোয়ালিটির কারনে PDVD বা পাইরেটেড কিছু টিকতে পারে না। এই বিশেষ কোয়ালিটি থেকেও আমাদের পাইরেট ভাইয়ারা রিপ করে থাকে।
*আর এই রিপ হল R5 Rip. R5 রিলিজ অনেক সময় কোন ইংলিশ অডিও ট্রাক ছাড়াই রিলিজ হতে পারে। এর ফলে চোরদের মুভির অফিশিয়াল রিলিজের অডিও ব্যবহার করতে হয় আলাদাভাবে কাট করে
Because there is no scene release standard for pirated R5 releases, they were variably tagged as Telecines, DVD Screeners, or even DVD rips. In late 2006, several release groups such as DREAMLiGHT, mVs, and PUKKA began tagging R5 releases with “.R5″ or r5 line (the line meaning it has direct english line audio) and suggesting that other groups do the same.
* = ইন্টারনেট (সূত্র)

WorkPrint (WP)

এ রিপ দিয়ে ডাউনলোড দেবেন না। এই রিপগুলোতে সিনেমা রিলিজ হওয়ার আগেই বের হয়। এসব কে চোরাই রিপ না বললেও চলে, কেননা ইন্ডাস্ট্রি নিজ স্বার্থে এটি ব্যবহার করে। এ ক্ষেত্রে অনেক সিন নাও থাকতে পারে, সাউন্ড না থাকতে পারে। একে আমরা অনেকটা Movie Trailer এর সাথে তুলনা করতে পারি।
এখন আমি একটি সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। প্রশ্নটি হল, ডাউনলোড করব কোনটি?
আপনারা ডাউনলোডের জন্য DVDRip, BR/BDRip, R5 Rip বেছে নেবেন। এগুলোর কোয়ালিটি খুবই ভাল হয় (বেশিরভাগ ক্ষেত্রে)। কোন সাইট থেকে মিডিয়াফায়ার মুভি ডাউনলোড করা যায় এ সম্পর্কে অনেক পোস্ট টিটিতে আগেই করা হয়েছে। তবে তারা গাদা গাদা সাইট এনেছিলেন, আপনাদেরকে আমি কয়েকটি ভাল সাইট দিচ্ছি। যেখানে কিনা বেশিরভাগই ভাল মানের মুভি পাওয়া যায়।

১। www.getmediafire.com
২। www.mediafire4u.com
৩। www.mediafirehbo.com
৪। www.hatemtai.com

আর হ্যাঁ, আপনারা হয়ত অনেক সময় দেখেন যে মিডিয়াফায়ার থেকে ফাইল ডিলিট হয়ে যায় অথবা লিংক ডিলিট হয়ে যায়। আমি আপনাকে এমন সাইট দেব যেখানে কোনদিন কোন ডিলিটেড ফাইল পাবেন না। লিংক সবসময় জীবন্ত। সাইটটির নামঃ
www.hnmovies.com
সবাই ভাল থাকবেন।

পছন্দের যত মুভি ডায়ালগ – ৩ 2012

#ডায়ালগ: Why so serious?
চরিত্র: The Joker
অভিনেতা: Heath Ledger
মুভি: The Dark Knight
#ডায়ালগ: Why don’t you pass the time by playing a little solitaire?
চরিত্র: Mrs. Iselin
অভিনেতা: Angela Lansbury
মুভি: The Manchurian Candidate
#ডায়ালগ: Forget about it
চরিত্র: Donnie Brasco
অভিনেতা: Johnny Depp
মুভি: Donnie Brasco
ডায়ালগ: You belong to me

চরিত্র: Sonny Black
অভিনেতা: Michael Madsen
মুভি: Donnie Brasco
#ডায়ালগ: Plastics!!

চরিত্র: Mr. McGuire
অভিনেতা: Walter Brook
মুভি: The Graduate
ডায়ালগ: Because Ben, you will never be young again
চরিত্র: Mr. Brooks
অভিনেতা: Murray Hamilton
মুভি: The Graduate
#ডায়ালগ: Nobody fucks with the Jesus.
চরিত্র: Jesus Quintana
অভিনেতা: John Turturro
মুভি: The Big Lebowski
ডায়ালগ: Fuck it, Dude, let’s go bowling.
চরিত্র: Walter Sobchak
অভিনেতা: John Goodman
মুভি: The Big Lebowski
#ডায়ালগ: Mr. Pink: Hey, why am I Mr. Pink?
Joe: Because you’re a faggot.
চরিত্র: Mr. Pink and Joe
অভিনেতা: Steve Buscemi and Lawrence Tierney
মুভি: Reservoir Dogs
#ডায়ালগ: You know somethin’, Utivich? I think this just might be my masterpiece.
চরিত্র: Lt. Aldo Raine
অভিনেতা: Brad Pitt
মুভি: Inglourious Basterds

৫ মিনিটের পূর্ণদৈর্ঘ্য ডিজিটাল বাংলা সিনেমাঃ

৫ মিনিটের পূর্ণদৈর্ঘ্য ডিজিটাল বাংলা সিনেমাঃ  8)
রাস্তা দিয়ে হাঁটছিল আমাদের কমন :thinking: (কেউ কমন জেন্ডার পড়বেন না দয়া করে :P ) নায়ক শাকিব খান। বলাবাহুল্য তার চলাচলের সব রাস্তা গুলো কেন যেন গার্লস স্কুলের সামনে গিয়ে শেষ হয় 8O (এই রহস্য সাহারা খাতুন ৪২০ ঘন্টার আল্টিমেটাম দিয়েও সল্ভ করতে পারে নি :( )। এই বিগ বাজেটের মুভির কাহিনি অনুসারে আমাদের হিট,গুডলুকিং,ট্যালেন্টেড নায়ক :babymonkey: (নালায়েক) শাকিব খান একজন উঠতি প্লেবয়। মানে প্লেবয় হওয়ার বৃথা চেষ্টায় রত :(
এই বিষয়ে নায়ক শাকিব খান আমাদের গুণীজন এরশাদ চাচারে ফলো করে থাকে  8O
শাকিব খানের নিয়মাবলীঃ :nono:
১। যে নারীর আশেপাশে মাঝারী হতে শুরু করে পূর্ণদৈর্ঘ্য পুরুষ মানুষ দেখা যায় তার দিক হতে নাউজুবিল্লাহ বলে নজর সরিয়ে নিতে হবে। :(
২। যারা গ্রুপ করে হাঁটে তাদের থেকে দূরে থাকতে হবে।(এক গ্রুপ মেয়েদের হাতে মাইর খাওয়ার চরম অভিজ্ঞতা শাকিব খানের আছে :crying:।
তো হঠাত সে দেখে এক ললনা তার দিকে এগিয়ে আসছে  8O । কিন্তু না তার দিকে না,কলেজের দিকে :wallbash: । তখনি তার জাফরউল্ল্যাহ শারাফতের একটি ডায়ালগ মনে পড়ে গেল :neutral: – ছয় হবে বলে মনে হচ্ছে কিন্তু শর্টে ক্যাচ :( ।  তখনি সে বিশাল ভাব নিয়ে মেয়েটির কাছে এসে বলে আপু,আপ্নার জুতাটা খুব সুন্দর :P
-কেন? খুলব? :fire:
শাকিব ঢোঁক গিলে বলে, না মানে, আপনার জামাটাও খুব সুন্দর :P
শাকিব খান(খান ফ্রম এপিগ্লটিস) বিস্ফোরিত নয়নে :oops: দেখে যে মেয়ের হাতে সত্যিকারের জুতা :slap: উঠে এসেছে :brokenheart: । তারে আর পায় কে। উসাইন বোল্টের চেয়ে দ্বিগুণ গতিতে শাকিব খান রাজধানীর ব্যাস্ত ফুটফাত দিয়ে দৌড়াতে শুরু করে :crying: । আর মনে মনে ভাবে এই মাইয়া যদি আমার সাথে অলিম্পিকে যায় তাইলে তো আমি নিশ্চিত  সোনা পেয়ে :happy: -আর ভাবার অবকাশ পায় না হিরো শাকিব :( । কারণ তার ভাবনা অন্য দিকে মোড় নিয়েছে। সে ভাবতে লাগ্ল উসাইন বোল্ট আবার হাইজাম্প কখন থেকে দেয়া শুরু করল :neutral: । আড়াই সেকেন্ড পরে বিশাল ভুড়ি সহ শাকিব খান মর্ত্যে নেমে আসে এবং পশ্চাৎদেশে হাত রেখে কোঁকাতে কোঁকাতে বলে-মাগো। :crying:
বিঃদ্রঃ(১ম পর্ব) শাকিব খান ছাড়া ঢালিউডে কোন মুভি হিট হয় না। তাই পোষ্ট হিট করার লক্ষ্যে ব্যায়বহুল হিরো শাকিব খানের আগমন। :P

Tuesday, April 17, 2012

কঠিন Twist/Climax এর ধাক্কায় বিস্ময়ে হতবাক করে দেয়া ২০টি মারাত্মক মুভি

Shutter Island

Teddy একজন U.S. marshall। নির্জন এক দ্বীপ। সেখানে রাখা হয় মারাত্মকভাবে মানসিকভাবে অসুস্থ ভয়ংকর সব রোগীদের। সেখান থেকেই একজন ভয়ংকর অসুস্থ খুনী পালিয়ে যায়। Teddy সেই দূর দ্বীপে আসে তদন্তের জন্য। জটিল ঘটনা আরো দারুণভাবে জটিল হতে থাকে। দিশেহারা হয়ে পড়ে Teddy। বুঝতে পারছে ভয়ংকর অন্য কিছু ঘটছে এখানে। কিন্তু কি ??

হা হা হা........এরকম মজার মুভি খুব কমই হয়। টুইস্টটা একদম থ করে দিয়েছিলো। এরকম বাড়ি যে খাবো সেটা টেরই পাইনাই। হতভম্ব হয়ে গিয়েছিলাম।
Torrent Download Link

Oldboy

একজন লোকের গল্প। এক বৃষ্টির রাতে তাকে অপহরণ করে নেয়া হয়। আটকে রাখা হয় ১৫বছর। কারা তাকে অপহরণ করেছিলো এবং কেনই বা করেছিলো কিছুই সে জানে না। মুক্তি পাবার পর সে তাদেরকে খুজতে থাকে কারণটা জানার জন্য এবং প্রতিশোধ নেয়ার জন্য। মুভিটি আস্তে আস্তে একসময় এমনদিকে মোড় নেয় যে.......!!!!!

টুইস্ট মুভির আরেকটি রাজা। মাথা খারাপ করে দিয়েছিলো শেষে এসে। যতটা অবাক হয়েছিলাম তার সাথে ঘৃণায় শিউড়ে উঠেছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আর যাইহোক কোন কোরিয়ানের সাথে লাগতে যাবো না। পুরাই অস্থির মুভি।
Torrent Download Link

Matchstick Men

Roy এবং Frank এই দুজন একইসাথে কাজ করে। পার্টনার বলা যায় একে অপরের। হঠাৎ একদিন Royএর সাথে অনেক আগে আলাদা হয়ে যাওয়া তার প্রাক্তন স্ত্রীর মেয়ের সাথে দেখা হয়। প্রথমে বিরক্ত হলেও আস্তে আস্তে সন্তানের প্রতি ভালোবাসা সে বেশ উপভোগ করতে থাকে। হঠাৎ একদিন এক বড় বিদজনক কাজে সে মেয়েকে নিয়ে ফেসে যায়। তার মেয়ের জীবন হুমকির মুখে পড়ে শুধু তারই জন্য। তারপর!!!!!

সিম্পল-সুন্দর মুভি হিসেবে চলছিলো বেশ। ধাম করে এরকম টুইস্ট সামনে এসে হাজির হবে কল্পনাও করি নাই। একদম বেকুব করে দিয়েছে।
Torrent Download Link

The Prestige

দুজন চিরপ্রতিদন্ধী যাদুকরের গল্প। কোনাভাবেই একে-অপরকে দেখতে পারেনা। সবসময় একজন আরেকজন থেকে এগিয়ে থাকতে চায়। সেটা যেভাবেই হোক। অবশেষে আলাদা আলাদাভাবে দুজনই তাদের সেরা যাদু নিয়ে একে-অপরকে ঘায়েল করার সিদ্ধান্ত নেয়।

মাস্টারপিস। অসাম। শুরু থেকেই হিসাব মেলাতে চেষ্টা করছিলাম। পারছিলাম না দেখে খুব অস্বস্হি লাগছিলো নিজের কাছে। শেষে এসে বলতে পারেন একেবারেই হতভম্ব !! কেমনে কি !!! সেরা একটা মুভি।
Torrent Download Link

The Sixth Sense

এক বালকের গল্প। তার ধারণা সে আত্মাদের দেখতে পায় এবং তাদের সাথে কথা বলতে পারে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায়না। শেষমেষ একজন মনোরোগ বিশেষজ্ঞ তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়।

এই মুভির টুইস্টটা এতই মারাত্মক ছিলো যে আমি পুরা হা হয়ে গিয়েছিলাম। একেবারেই হতভম্ব বানিয়ে দিয়ে গেছে। অল্প কথায় বলা সম্ভব না কি টাইপের মুভি এটা। দেখে ফেলুন।
Torrent Download Link

The Usual Suspects

অপরাধ জগতের কয়েকজনের গল্প। খুব বড় একটা কাজ করতে গিয়ে তারা বিপদে পড়ে যায়। মারাও যায় কয়েকজন। ধরা পড়ে পুলিশের জেরার মুখে পড়তে হয় তখন। একদম শুরু থেকে পুরো ঘটনা আবার মিলাতে থাকে পুলিশ। আসল ঘটনাটা কি ?? কোনটা সত্যি ??

এমন বাড়ি খেয়েছিলাম শেষে এসে প্রথমে বুঝতেই পারি নাই কি ঘটে গেলো !!! আবার কিছু অংশ টেনে দেখা শুরু করতে হয়েছিলো। অসাম ফিনিশিং।
Torrent Download Link

Angel Heart

কোন এক কারণে Harry, Johny নামের একজনকে খুজতে থাকে। কিন্তু কাজটা যত সোজা ভেবেছিলো তত সোজা না। আস্তে আস্তে ঘটনা চরমভাবে প্যাচাতে থাকে। সুন্দর-সাধারণ ঘটনাগুলো একসময় চরম খারাপ এবং ভয়ংকর দিতে রূপ নিতে থাকে। তারপর ??

চরম ধাক্কা খেয়েছিলাম এই মুভির টুইস্টে এসে। একেবারেই হতবাক করে দিয়েছিলো। মাস্ট সি। অদ্ভূত এক পরিবেশে চলে গিয়েছিলাম দেখার সময়। ভয়াবহ মুভি।
Torrent Download Link

Donnie Darko

Donnie নামের এক তরুণের গল্প। কারো সাথেই কেন জানি সে মিশতে পারে না। কিন্তু তারপরেও তার অদ্ভূত বন্ধু জুটে যায়। মানসিকভাবে সে কিছুটা অসুস্হ বলা যায়। যাইহোক এমন সময় খুব অদ্ভূত রকমের এক দূর্ঘটনা ঘটে যায়। সব হিসাব এলেমেলো হয়ে যায়। ব্যাখ্যা মিলানো যাচ্ছে না যার। তারপর হঠাৎ !!!!

আমার দেখা সেরা একটা মুভি। কি জটিল কাহিনী !!! এক জায়গায় তো প্রায় খেই হারিয়ে ফেলেছিলাম। সত্য যখন সামনে আসে তখন আমি পুরা বেকুব !!! মাস্ট মাস্ট সি। না দেখলে পস্তাবেন। ক্লাসিক পিস।
Torrent Download Link

Memento

একজন লোকের গল্প। স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে যে হত্যাকারীকে খুজে বেড়াচ্ছে। কিন্তু তার খুব অদ্ভূত এক রোগ আছে। “শর্ট টার্ম মেমোরি লস”। কিছুক্ষণ পরেই সে সব ভুলে যায়। তারপরও সে সামনে এগুতে থাকে। অনেক চরিত্রের সাথে পরিচয় হয়। তাদের কি সে আগে চিনতো ?? কে হত্যা করলো তার স্ত্রীকে ??

টুইস্ট মুভির রাজা। সব মুভির সাধারণত শেষে এসে টুইস্ট থাকে। আর এই মুভির টুইস্ট কিছুক্ষণ পরপর। আর শেষের কথা নাই বা বললাম। আপনার স্বল্পসময়ের মেমোরিও লস করে দিতে পারে!!!
Torrent Download Link

Dark City

John নামের একজন হঠাৎ একদিন এক হোটেল রূমে নিজেকে আবিস্কার করে। পুরনো স্মৃতির কিছুই সে মনে করতে পারছে না। আবিস্কার করে তাকে খুনের কারণে সবাই খুজছে। স্ত্রী আছে মনে পড়ছে কিন্তু তাকেও পুরোপুরি মনে করতে পারছে না। সব ঘটনা যখন সে জোড়া দিতে থাকে তখন এক অদ্ভূত রহস্যময় জগতে সে প্রবেশ করে। ঘটনা আরো জটিল হয়ে পড়ে।

অদ্ভূত রকমের জটিল একটা মুভি। মনোযোগ দিয়ে না দেখলে মাথার উপর দিয়ে যাবার সম্ভাবনা আছে। এক অন্যরকম কালো জগতে নিয়ে যাবে আপনাকে। বিস্ময়ে হতবাক হতেই হবে আপনাকে।
Torrent Download Link

Fight Club

দুজন লোকের গল্প নিয়ে পুরো মুভি। রাস্তায় তারা এক নতুন ধরণের খেলার আয়োজন করে। যা ফাইট ক্লাব নামে পরিচিত। সেই ক্লাব থেকেই তারা একসময় এক বিপ্লবের দিকে এগিয়ে যেতে থাকে। এক বড় পরিবর্তনের দিকে তারা এগিয়ে যেতে থাকে। সেজন্য নিজেদের বড় একটি দলও বানায় তারা। অন্যরকম ঘটনা এবং অন্যরকম আয়োজন নিয়ে সামনে চলতে থাকে তারা।

সেরা এবং সেরা একটি মুভি। তবে টুইস্টে এমন বাড়ি খেয়েছিলাম যে সাথে সাথে মুভিটা শেষ করার পর আবার প্রথম থেকে দেখা শুরু করলাম। মাথা খারাপ অবস্হা তখন। ক্লাস মুভি।
Torrent Download Link

The Orphanage

এক মহিলা তার পরিবার নিয়ে তার পুরনো বাসায় ফিরে আসে। সেখানে সে বাবা-মা হারানো ছেলেমেয়েদের জন্য আশ্রয় গড়ে তুলে। হঠাৎ তার ছেলে আত্মাদের দেখতে পায়। প্রথমে বিশ্বাস না করলেও একসময় সেই মহিলাটিও বাসায় অশরিরী কিছুর উপস্থিতি টের পেতে থাকে। ঘটনা খুব জটিল দিকে মোড় নিতে থাকে।

সুপার্ব মুভি। এই মুভির টুইস্টে হতবাক হবেন না সেটা অসম্ভব। দারুণ একটা বাড়ি দিয়েছিলো মনে। চিন্তাভাবনাই উলট-পালট করে দিয়েছিলো কিছুক্ষণের জন্য। গা হিম করা মুভি।
Torrent Download Link

The Illusionist

আরেক যাদুকরের গল্প। ছোটবেলার পছন্দের মানুষকে বড় হয়ে ভিয়েনা শহরে এসে সে খুজে পায়। কিন্তু ততদিনে মেয়েটি অনেক ক্ষমতাশালী পরিবারের সদস্য হয়ে পড়েছে। কিন্তু তারা দুজন একে অপরকে খুব পছন্দ করে। যাদুকর একসময় তার যাদু দিয়েই সব সমস্যা সমাধান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সময় খুন হয় !!!! তারপর !!!

খুনের পর অস্থির হয়ে পড়েছিলাম। কিভাবে কি মিলাবে শেষে সেটা না বুঝতে পেরে অস্ব:স্থি লাগছিলো দারুণ। ফিনিশিং দেখে একেবারেই থ !!! পুরাই বেকুবস!!!
Torrent Download Link

Lucky Number Slevin

মুভি শুরু হয় এক এয়ারপোর্টে একজনের মুখ থেকে। একজন তরুণের গল্প। ভুল বুঝাবুঝির কারণে তাকে গ্যাংস্টাররা ধরে নিয়ে আসে। সেই শহরে আবার দুটি চিরপ্রতিদন্ধী গ্যাংস্টার দল। একদল আরেকদলকে দেখতেই পারে না। সেই তরুণ দুদলেরই সাথে জড়িয়ে পড়ে। পুরনো এক খুনের ঘটনা সামনে আসে। ঘটনা জটিল হয়ে পড়ে।

সুন্দর-সাধারণ শুরু এই মুভির। আস্তে আস্তে যত সামনে যেতে থাকে ততই জটিল হতে থাকে সব। টুইস্টটা দারুণ। বিশাল অবাক করে দিবেই আপনাকে। আপনার চিন্ত নিয়ে খেলে যাবে একটু।
Torrent Download Link

Arlington Road

Michael স্ত্রী হারা একজন লোক। পেশায় সে একজন প্রফেসর। তার স্ত্রী একজন FBI অফিসার ছিলো। একটি অভিযানে কিছু ভুলের কারণে স্ত্রীকে সে হারায়। একদিন তার বাসার কাছেই বাসায় নতুন প্রতিবেশী এসে উঠে। প্রথমদিকে তাদের সাথে তার ভালোই খাতির হয়ে যায়। কিন্তু এরপর ঘটনা বদলে যেতে থাকে। সেই প্রতিবেশীকে কোন এক কারণে টেররিস্ট বলে সন্দেহ করা শুরু করে দেয় সে। তারপর আসল ঘটনা !!!!!

বস মুভি। চূড়ান্ত মজা নিয়ে দেখলাম। ফিনিশিং এ এসে এরকম ঘটনা সামনে আসবে সেটা ভাবতেই পারি নাই। হুজুগের এক উদাহরণ। দারুণ মুভি। মাস্ট সি।
Torrent Download Link

The Others

একজন সাধারণ মহিলার গল্প। নিজের দুসন্তান নিয়ে সে পুরনো একটি বাসায় থাকে। সুন্দরভাবেই চলছিলো তাদের জীবন। হঠাৎ সেই বাসায় অদ্ভূত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে কিছুই বুঝতে পারছিলো না কেউই। পরে ধারণা করতে থাকে এই বাসায় আত্মার আনাগোণা আছে। জটিল হতে থাকে ঘটনা। তারপর !!!

অসাম একটা মুভি। শেষের টুইস্টে এত অবাক হয়েছিলাম যে বলার মতো না। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম পুরো। ক্লাস এবং মাস্ট সি মুভি।
Torrent Download Link

Se7en

শহরে একেরপর এক খুন হতে থাকে। ২জন ডিকেটটিভ তা তদন্ত করতে এবং খুনীকে ধরতে মাঠে নামে। একটি খুনের সাথে অপরটির অদ্ভূত মিল খুজে পায় তারা। সাধারণ খুনী-পুলিশ মুভি অন্যদিকে জটিলভাবে মোড় নিতে থাকে। যা ভেবেছিলো তার কিছুই ঠিক না। সত্য একেবারেই অন্যরকম।

সবাই মনে হয় দেখে শেষ করে ফেলেছেন। না দেখা থাকলে মেজাজ খারাপ করে দিলেন। তাড়াতাড়ি দেখেন। ফিনিশিংটা বুঝতে পারলে মাথা খারাপ হতে বাধ্য। একেবারেই অস্থির ফিনিশিং।
Torrent Download Link

Identity

এক চরম বৃষ্টির রাতের গল্প। বৃষ্টির কারণে বাধ্য হয়ে ১০জন মানুষ একটি নির্জন মোটেলে এসে আশ্রয় নেয়। একেঅপরকে কেউই চিনে না। হঠাৎ তাদের মধ্যে থেকে একজন একজন করে খুন হতে থাকে। সবার ঘটনা বুঝতে একটু সময়ই লাগে প্রথমে। একেঅপরকে সন্দেহ করা শুরু হয় তারপর। কিন্তু খুন হওয়া থামে না।

আগাধা ক্রিস্টির গল্প থেকে নির্মিত মুভি। বুঝতেই পারছেন কেমন হবে। আসল খুনী কে সেটা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে গিয়েছিলো আমার। শেষের ধাক্কাটা মারাত্মক। জটিল ফিনিশিং।
Torrent Download Link

The Ghost Writer

ব্রিটেনের প্রাক্তন প্রেসিডেন্ট। তার আত্মজীবনী লেখার জন্য একজন লেখককে ঠিক করা হয়। সেই লেখক যখন প্রেসিডেন্টের সাথে দেখা করে লেখার কাজ শুরু করতে যায় তখনই সেই প্রেসিডেন্ট বিশ্বজুড়ে একটি ব্যাপার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সেই লেখক ঘটনাগুলোর সাথে জড়িয়ে যায়। অসম্ভব সব সত্য তার সামনে হাজির হতে থাকে।

থ্রিলার এই মুভিটি এককথায় দারুণ। শেষ অংশটুকু দেখার জন্য দমবন্ধ করে দেখে গেছি পুরোটা। ফিনিশিংটা একেবারেই মারাত্মক। আপনাকে দারুণ অবাক করে দিবে। হতবাক হয়ে গিয়েছিলাম আমিও। ক্লাস মুভি।
Torrent Download Link

The Secret in Their Eyes

একজন অবসর প্রাপ্ত লিগ্যাল অফিসার Benjamin। অবসরের পর সে তার পুরনো এবং আলোচিত একটি সমাধান হওয়া কেস নিয়ে একটি বই লিখতে যায়। কিন্তু একটু গভীরে যাবার পর বুঝতে পারে এতদিন সবাই যা জানতো সেটা হয়তো ভুল!!!! কি আসতে থাকে সামনে এসব!!!

মাথা খারাপ করা টুইস্ট এবং ফিনিশিং। ক্লাসিক একখান পিস। ফিনিশিং এ এসে একেবারেই বেকুব হয়ে গিয়েছিলাম। হতবাক। মাস্ট এবং মাস্ট সি।
Torrent Download Link

এই তালিকায় আমার কাছে সবচেয়ে সেরা মুভি...
The Shawshank Redemption

নিজ স্ত্রীকে খুন করার অপরাধে একজন ব্যাংকারের শাস্তি হিসেবে জেলে পাঠানো হয়। সেই জেলে এসে কয়েকজন আসামীর সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। জীবন সম্পর্কে অন্যরকম কিছু ধারণা পায় সে। ঘটনা এগিয়ে যেতে থাকে। তারপর একসময়........

যেকোন ধরণের মুভির তালিকায় আমার কাছে সেরা মুভি সবসময় এটা। এত মারাত্মক টুইস্ট আর পাই নাই। একবারেই অন্যরকম অনুভূতি। যেন আমিও এই মুভির কোন এক চরিত্র। আশা করি সবার দেখা।
Torrent Download Link


** কে জানে কোনটা বাদ গেলো !!! এটা কোন সেরা তালিকা নয়। শুধুই মারাত্মক টুইস্ট দিয়ে ফিনিশিংসহ কিছু মুভির তালিকা। যেসব দেখেছিলাম এবং লেখার সময় নাম মনে এসেছিলো সেসবই দিলাম।
*** কিছু মুভি অতি কমন হওয়ার পরও বাদ দিতে পারলাম না। তাহলে এই লিস্টের অপমান হবে সেটা।
**** এসব মুভি একবার দেখলে কেন জানি হজম হয়না। ২বার দেখা লাগেই। ২বার ২রকম মজা পাই।
***** মুভির কাহিনী নিয়ে বেশী আলোচনায় গেলাম না। যদি কিছু বুঝে ফেলেন!!! চাইনা কারো মজা নষ্ট হোক। টুইস্ট মুভির মজাই আলাদা।
****** ১/২টা মুভির ক্ষেত্রে জটিল টুইস্ট এর চেয়ে জটিল ক্লাইমেক্স কথাটাই বেশী প্রযোজ্য।

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...