Wednesday, April 25, 2012

৫ মিনিটের পূর্ণদৈর্ঘ্য ডিজিটাল বাংলা সিনেমাঃ

৫ মিনিটের পূর্ণদৈর্ঘ্য ডিজিটাল বাংলা সিনেমাঃ  8)
রাস্তা দিয়ে হাঁটছিল আমাদের কমন :thinking: (কেউ কমন জেন্ডার পড়বেন না দয়া করে :P ) নায়ক শাকিব খান। বলাবাহুল্য তার চলাচলের সব রাস্তা গুলো কেন যেন গার্লস স্কুলের সামনে গিয়ে শেষ হয় 8O (এই রহস্য সাহারা খাতুন ৪২০ ঘন্টার আল্টিমেটাম দিয়েও সল্ভ করতে পারে নি :( )। এই বিগ বাজেটের মুভির কাহিনি অনুসারে আমাদের হিট,গুডলুকিং,ট্যালেন্টেড নায়ক :babymonkey: (নালায়েক) শাকিব খান একজন উঠতি প্লেবয়। মানে প্লেবয় হওয়ার বৃথা চেষ্টায় রত :(
এই বিষয়ে নায়ক শাকিব খান আমাদের গুণীজন এরশাদ চাচারে ফলো করে থাকে  8O
শাকিব খানের নিয়মাবলীঃ :nono:
১। যে নারীর আশেপাশে মাঝারী হতে শুরু করে পূর্ণদৈর্ঘ্য পুরুষ মানুষ দেখা যায় তার দিক হতে নাউজুবিল্লাহ বলে নজর সরিয়ে নিতে হবে। :(
২। যারা গ্রুপ করে হাঁটে তাদের থেকে দূরে থাকতে হবে।(এক গ্রুপ মেয়েদের হাতে মাইর খাওয়ার চরম অভিজ্ঞতা শাকিব খানের আছে :crying:।
তো হঠাত সে দেখে এক ললনা তার দিকে এগিয়ে আসছে  8O । কিন্তু না তার দিকে না,কলেজের দিকে :wallbash: । তখনি তার জাফরউল্ল্যাহ শারাফতের একটি ডায়ালগ মনে পড়ে গেল :neutral: – ছয় হবে বলে মনে হচ্ছে কিন্তু শর্টে ক্যাচ :( ।  তখনি সে বিশাল ভাব নিয়ে মেয়েটির কাছে এসে বলে আপু,আপ্নার জুতাটা খুব সুন্দর :P
-কেন? খুলব? :fire:
শাকিব ঢোঁক গিলে বলে, না মানে, আপনার জামাটাও খুব সুন্দর :P
শাকিব খান(খান ফ্রম এপিগ্লটিস) বিস্ফোরিত নয়নে :oops: দেখে যে মেয়ের হাতে সত্যিকারের জুতা :slap: উঠে এসেছে :brokenheart: । তারে আর পায় কে। উসাইন বোল্টের চেয়ে দ্বিগুণ গতিতে শাকিব খান রাজধানীর ব্যাস্ত ফুটফাত দিয়ে দৌড়াতে শুরু করে :crying: । আর মনে মনে ভাবে এই মাইয়া যদি আমার সাথে অলিম্পিকে যায় তাইলে তো আমি নিশ্চিত  সোনা পেয়ে :happy: -আর ভাবার অবকাশ পায় না হিরো শাকিব :( । কারণ তার ভাবনা অন্য দিকে মোড় নিয়েছে। সে ভাবতে লাগ্ল উসাইন বোল্ট আবার হাইজাম্প কখন থেকে দেয়া শুরু করল :neutral: । আড়াই সেকেন্ড পরে বিশাল ভুড়ি সহ শাকিব খান মর্ত্যে নেমে আসে এবং পশ্চাৎদেশে হাত রেখে কোঁকাতে কোঁকাতে বলে-মাগো। :crying:
বিঃদ্রঃ(১ম পর্ব) শাকিব খান ছাড়া ঢালিউডে কোন মুভি হিট হয় না। তাই পোষ্ট হিট করার লক্ষ্যে ব্যায়বহুল হিরো শাকিব খানের আগমন। :P

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...