Saturday, August 3, 2013

আপনার মোবাইল পানিতে পড়ে গেলে কী করবেন?

আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির আই.সি (IC) নষ্ট যাওয়ার সম্ভবনা তত বেশি। পানি থেকে তোলার সাথে সাথে মুঠোফোনটির পাওয়ার অফ (Power Off) করুন এবং ব্যাটারি টি খুলে ফেলুন। কারণ পাওয়ার অন করা অবস্থায় কোন কিছু করা টা আপনার মুঠোফোনের আই.সি নষ্ট হওয়ার কাজটি ত্বরান্বিত করতে পারে। এবার একটি চাল ভর্তি বলের ভেতর আপনার মুঠোফোনটি পুরোপুরি ঢুকিয়ে দিন! অনুগ্রহ করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন। চব্বিশ ঘন্টা পর আপনার সেটটি অন করুন, আশা করি আপনার মুঠোফোনটি ঠিকমত চলছে!!
*যদি চব্বিশ ঘন্টা পর আপনার মুঠোফোনটি না চলে,তাহলে বুঝতে হবে হয়ত মোবাইলটি ক্ষতিগ্রস্ত হয়েছে । এ ক্ষেত্রে আমি আপনাদের বিশেষজ্ঞ অথবা মোবাইল টেকনিশিয়ান এর সাথে কথা বলতে বলব।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...