লিনাক্স ভালো না উইন্ডোজ, এটা নিয়ে আমি সাধারণত তর্ক করিনা, কারণ
দুইটার environment আলাদা; উইন্ডোজ এ একরকম ফিচার, লিনাক্সে আরেকরকম। যারা
লিনাক্স ইউস করেন, তারাই বুঝেন যে কেন এটা ইউস করা উচিত।
তবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে, কোনটা ইউস করবেন, আমি বলি দুইটাই করেন তবে লিনাক্সটা বেশি ইউস করেন। কারণ আমার কাছে মনে হয়েছে গ্রাফিক্সের কাজ করার জন্য উইন্ডোজটা লিনাক্সের থেকে বেশি ইউসার ফ্রেন্ডলি। যেই environment টা সাধারণত লিনাক্স ইউসাররা পান না, সেটা উইন্ডোজ এ খুব সহজে পাওয়া যায়।
আবার লিনাক্সে সিকুরিটির যে ব্যবস্থা তা উইন্ডোজ এ একেবারেই নেই, ইভেন কিছু লিনাক্স disrto তে বাই ডিফলট অনেক সিকুরিটি টুল থাকে। যা উইন্ডোজ এ নেই।
তবে যাই হোক, নিজে ইউস না করে থাকলে এর মজা সাধারণত কাউকে বুঝানো যায় না।
লিনাক্সের সবচেয়ে পরিচিত ভার্সন হচ্ছে উবুন্টু, এর নতুন একটা distro এসেছে , নাম Satanic Edition / SE [শয়তান শয়তান একটা ভাব আছে ]
এটা Debian GNU/ Linux বেসড ওএস, সফটওয়্যার ইন্সটল করা অনেক সহজ ও advanced package আছে এর ভিতরে। যারা উবুন্টু ইউস করছেন তারা আপগ্রেড করতে পারবেন সহজেই । অফিসিয়াল সাইট এ অনেক তথ্য পাবেন, সেখান থেকেই সবকিছু জেনে নিন।
তবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে, কোনটা ইউস করবেন, আমি বলি দুইটাই করেন তবে লিনাক্সটা বেশি ইউস করেন। কারণ আমার কাছে মনে হয়েছে গ্রাফিক্সের কাজ করার জন্য উইন্ডোজটা লিনাক্সের থেকে বেশি ইউসার ফ্রেন্ডলি। যেই environment টা সাধারণত লিনাক্স ইউসাররা পান না, সেটা উইন্ডোজ এ খুব সহজে পাওয়া যায়।
আবার লিনাক্সে সিকুরিটির যে ব্যবস্থা তা উইন্ডোজ এ একেবারেই নেই, ইভেন কিছু লিনাক্স disrto তে বাই ডিফলট অনেক সিকুরিটি টুল থাকে। যা উইন্ডোজ এ নেই।
তবে যাই হোক, নিজে ইউস না করে থাকলে এর মজা সাধারণত কাউকে বুঝানো যায় না।
লিনাক্সের সবচেয়ে পরিচিত ভার্সন হচ্ছে উবুন্টু, এর নতুন একটা distro এসেছে , নাম Satanic Edition / SE [শয়তান শয়তান একটা ভাব আছে ]
এটা Debian GNU/ Linux বেসড ওএস, সফটওয়্যার ইন্সটল করা অনেক সহজ ও advanced package আছে এর ভিতরে। যারা উবুন্টু ইউস করছেন তারা আপগ্রেড করতে পারবেন সহজেই । অফিসিয়াল সাইট এ অনেক তথ্য পাবেন, সেখান থেকেই সবকিছু জেনে নিন।
No comments:
Post a Comment