অনেককে দেখলাম দেখলাম '' হুমায়ূন স্যার নাস্তিক , কাফির হেন তেন , তার শিরচ্ছেদ করা উচিত , এইটা ওইটা কইয়া চিল্লাইতেসে ___
নিজেদের মনের মত কেউ না হওয়াতে যাকে তাকে কাফের অথবা বাতিল ফিরকা ফতোয়া দেয়া আর যাই হউক ইসলামী কাজ নয়।
কে কাফির আর কে কাফির না সেটাতো ঠিক করবেন আল্লাহ । কিন্তু যেই মানুষ ঘোষণা দিচ্ছেন যে, হুমায়ুন আহমেদ কাফির, তার বুঝা উচিত সকল বিচারের খমতা শুধুই আল্লাহর হাতে তাই বিচার আল্লাহর বিচার নিজের হাতে তুলে নেয়াতে শিরক গুনাহ হতে। তাই আমাদের উচিত আল্লাহর বিচার আল্লাহর হাতে ছেড়ে দেয়া। ইসলাম, শুধু মুসলিম নয় বরং প্রতিটি ভালো মানুশকে মূল্যয়ন করতে শিখায়।
একজন মানুষ মারা গেলে সে জাগতিক সকল দেনা পাওনার উপরে চলে যায় __ কে স্বর্গে যাবে আর কে দোযখে যাবে আল্লাহ ছাড়া কেউ যানেন না _________
উনাকে নিয়ে এই সব ফালতু কথা বলা বন্ধ করা উচিত
নিজেদের মনের মত কেউ না হওয়াতে যাকে তাকে কাফের অথবা বাতিল ফিরকা ফতোয়া দেয়া আর যাই হউক ইসলামী কাজ নয়।
কে কাফির আর কে কাফির না সেটাতো ঠিক করবেন আল্লাহ । কিন্তু যেই মানুষ ঘোষণা দিচ্ছেন যে, হুমায়ুন আহমেদ কাফির, তার বুঝা উচিত সকল বিচারের খমতা শুধুই আল্লাহর হাতে তাই বিচার আল্লাহর বিচার নিজের হাতে তুলে নেয়াতে শিরক গুনাহ হতে। তাই আমাদের উচিত আল্লাহর বিচার আল্লাহর হাতে ছেড়ে দেয়া। ইসলাম, শুধু মুসলিম নয় বরং প্রতিটি ভালো মানুশকে মূল্যয়ন করতে শিখায়।
একজন মানুষ মারা গেলে সে জাগতিক সকল দেনা পাওনার উপরে চলে যায় __ কে স্বর্গে যাবে আর কে দোযখে যাবে আল্লাহ ছাড়া কেউ যানেন না _________
উনাকে নিয়ে এই সব ফালতু কথা বলা বন্ধ করা উচিত
শাওন কে নিয়ে অনেক কথা উঠেছে দেখলাম, মিডিয়া তাঁকে মোটামুটি ভাবে ভিলেন করে ছেড়েছে,
কথা হল তিনি নাকি মৃত লাশের ছবি তুলতে দেন নি, সাঙ্গাদিকের ক্যামেরা কেঁড়ে ছবি ডিলিট করেছেন,
আচ্ছা একটা মেয়ের স্বামী মারা গিয়েছে কিছুক্ষণ আগে, এই অবস্থায় তার মানসিক অবস্থা কি খুব উৎফুল্ল হওয়া উচিত?? এসময় তার সাক্ষাৎকার নিতে চাইলে কি ধরনের ব্যাবহার আশা করা উচিত তার কাছ থেকে?? এটা জাস্ট বিবেকের কাছে প্রশ্ন রইল,
আর একটা খবর উঠেছে যে উনি নাকি বিজনেস ক্লাস ছাড়া যেতে পারেন না এ জন্য একদিন নাকি পিছিয়ে যেতে হয়েছে দেশে আসা...
আচ্ছা একজন স্ত্রী তার ২ পুত্র কে নিয়ে কি স্বামীর লাশ এর সাথে আশা করাটা পাপ??
আর উনি একজন সদ্য বিধবা হওয়া মানুষ, একজন লেখক পত্নী, বাংলাদেশ দুতাবাসের দুত এর স্ত্রী, বিশিষ্ট অভিনেত্রী, উনি নরমাল ক্লাসে বাচ্চাদের আসবেন, নানা মানুষ নানা প্রশ্ন করে তাকে বিরক্ত করবে, এমনিতেই তার মানসিক অবস্থা খারাপ,
মিডিয়ার এ হেন আচরনে আমি আসলেও অবাক, একটা মৃত মানুষ আর তার স্ত্রী কে এভাবে অপদস্থ আর মিথ্যে ঝামেলায় ফাঁসানোর কোন মানে হয় না।
কথা হল তিনি নাকি মৃত লাশের ছবি তুলতে দেন নি, সাঙ্গাদিকের ক্যামেরা কেঁড়ে ছবি ডিলিট করেছেন,
আচ্ছা একটা মেয়ের স্বামী মারা গিয়েছে কিছুক্ষণ আগে, এই অবস্থায় তার মানসিক অবস্থা কি খুব উৎফুল্ল হওয়া উচিত?? এসময় তার সাক্ষাৎকার নিতে চাইলে কি ধরনের ব্যাবহার আশা করা উচিত তার কাছ থেকে?? এটা জাস্ট বিবেকের কাছে প্রশ্ন রইল,
আর একটা খবর উঠেছে যে উনি নাকি বিজনেস ক্লাস ছাড়া যেতে পারেন না এ জন্য একদিন নাকি পিছিয়ে যেতে হয়েছে দেশে আসা...
আচ্ছা একজন স্ত্রী তার ২ পুত্র কে নিয়ে কি স্বামীর লাশ এর সাথে আশা করাটা পাপ??
আর উনি একজন সদ্য বিধবা হওয়া মানুষ, একজন লেখক পত্নী, বাংলাদেশ দুতাবাসের দুত এর স্ত্রী, বিশিষ্ট অভিনেত্রী, উনি নরমাল ক্লাসে বাচ্চাদের আসবেন, নানা মানুষ নানা প্রশ্ন করে তাকে বিরক্ত করবে, এমনিতেই তার মানসিক অবস্থা খারাপ,
মিডিয়ার এ হেন আচরনে আমি আসলেও অবাক, একটা মৃত মানুষ আর তার স্ত্রী কে এভাবে অপদস্থ আর মিথ্যে ঝামেলায় ফাঁসানোর কোন মানে হয় না।
Do you know Joy News BD helps you for finding any important News like all district news, customs news - import and export, business news, share bazar news, exclusive feature news, special news. You get this this information with in a secound when the things happen. Right now JoynewsBD covers whole Bangladesh from the latest chittagong news to Chittagong city news
ReplyDeleteChittagong port news
Chittagong hill news
Coxsbazar news
Bangladesh customs news
Bangladesh business news
Bangladesh share bazar news