Saturday, August 25, 2012

CYDIA Tweak & Apps !

JAILBROKEN Users.

যারা যারা TWEAK ইউজ করতে চান তাদের জন্য!
repo.biteyourapple.net
www.sinfuliphonerepo.com
cydia.xsellize.com
repo.insanelyi.com
এই REPO গুলো SOURCE'e এড করেন।

তারপর,
সার্চ দেন 3GS, 4 ইউজাররা

# Aero (ইউজ করলেই বুঝবেন কি মজা, তবে iOS 5+ লাগবে!হেভ এ লুকঃ
http://www.youtube.com/watch?v=ygmfu8A-ZnQ)
# BiteSMS (যারা প্রেম করেন বা SMS করতে ভুলে যান তাদের জন্য Schedule অপশন, ডেলিভারি রিপোর্ট, মেসেজ সেন্ডিং ডি-লে, কুইক রি-প্লাই আরো অনেক কিছু.........)
*** ডেলিভারি রিপোর্টের জন্য আরেকটা DEBফাইল লাগবে, আমি আপলোড করে দিছি।
http://www.mediafire.com/download.php?cpxi9ztx53qwoo8
(এই .DEB ফাইলটা ইন্সটল করে সেটিং থেকে সাউন্ড ও সিম্বল সিলেক্ট করেন।)
# Barrel (পুরনো কিন্তু মজার)!
# Zephyr (মাল্টি-টাস্কিং ধারনাই পাল্টে যাবে)
হেভ এ লুকঃ http://www.youtube.com/watch?v=-uiDlxGWe7o
# Springtomize-II (অনেক কিছুই আছে, তবে iOS 5+ লাগবে)
# Graviboard (আমি অনেক মজা পাই)
# ColoredKnob
# LockGestures
# RingerToggle for SBSetting (যাদের silent বাটন কাজ করেনা)
# Infinidock
# Infiniboard
# Infinifolder
# iFile (ফাইল ব্রাওজার)
# MobileLog (ফর <5 iOS. ডিলিট কল লিস্ট ওয়ান বাই ওয়ান) (eg; Get from sinful or bite & version: 4.0.1)
# iBlackList (কল-ব্লকার)
# iProtect (অ্যাপ লকার)
# Tetherme (HotSpot মেকার)
# BootLogo (যারা যারা নিজেদের ইচ্ছা মত ছবি দিতে চান, আমার লগে যোগাযোগ কইরেন)
# CleanStatus (StatusBar নিয়া খেলতে পারবেন। কালার চেঞ্জ, এডিট etc…)
# Adblocker (ব্রাউজার এড-ব্লকার)
# AdBlocker Toggle (যারা কোনো এপস’এ এড দেখতে চান না)
# Zepplin (কাস্টমাইজ অপারেটর সিম্বল)
# SwipeSelection (টেক্সট লিখার সময় সিলেকশন-এর দারুণ ফিচার)
# Swipe Safari (দারুণ সব TWEAK সাফারির জন্য)
*** আরো অনেক আসবে (যখনি নতুন কিছু পাবো, এড করবো এখানেই) .........!!!!

3G অথবা < 5 iOS ইউজাররা,
Aero, Zephyr ছাড়া বাকি বেশিরভাগগুলোই ইউজ করতে পারবেন আশা করি।

ওহ!আরেকটা কাজের জিনিস দিতে ভুলে গেছিলাম :
নিউ এডেড (22nd May 2012):
# iCleaner (CYDIA Source ছাড়া বাকি সব ON করে ক্লিন করতে পারবেন)
# Auto Profiles Manager (যারা প্রোফাইল ইউজ করতে চান)।
#  Pro Tube (ফর YouTube ভিডিও ডাউনলোড ও ওয়াচ!)

### সতর্কতা :বেশি বেশি অপ্রয়োজনীয় TWEAK ইউজ করলে সেট কিছুটা স্লো বা মাঝে মাঝে Respring করতে পারে!তবে ভয়ের কিছু নেই।

*** যারা যারা আগে থেকেই এইসব TWEAK ইউজ করেন, তারা এলোমেলো মন্তব্য না করে অন্যদের সাহায্য করবেন আশা করি। 

@@@ কেউ যদি এই লিখা কপি করে অন্য কোথাও পোস্ট করেন, অন্তত আমার নামটা লিখবেন (আশা করতে পারি কিনা জানিনা)! 

-By SuhasLeLiN (www.facebook.com/suhaslelin)



নতুন আপডেট (২৪শে মে ২০১২) by Aakash Talukdar
(https://www.facebook.com/aakashtalukdar?ref=tn_tnmn)

  • saptap 
  • mobile volumesound ((আইফোনের ডিফল্ট ক্যামেরা এপ এ একটা ঝামেলা আছে। মানুষকে যখন বলি আমার ছবি তুলে দিতে, তার বয়স একটু বেশি হলেই পিচ্চি ক্যামেরা আইকনটা আর দেখেন না। এইটা দিয়ে ভলিউমের আপ ডাউন বাটন দিয়ে ছবি উঠানো যায়))
  • locktopus
  • wi-fi sync (শুয়ে শুয়েও খাট থেকে ওয়াইফাই দিয়ে আইফোন আর পিসিতে সিঙ্ক করা যায়। আইটিউন্সের মাধ্যমে।)
  • spring flash (ফ্ল্যাশ থাকতে হবে। এক বাটনে ফ্ল্যাশ জ্বলে।)
  • covert (প্রাইভেট ব্রাউজিং। হিস্টোরি সেভ হবে না)
  • lockinfo (লক স্ক্রিনে ইচ্ছামত ফিচার এড করা যায়। মেইল, ম্যাসেজ, ওয়েদার সব বাইরে থেকেই দেখা যাবে)
  • resupported 4 (সাধারণ ক্যাবল দিয়েই টিভির সাথে আইফোন/আইপ্যাড কানেক্ট করা যায়)
  • group send (গ্রুপ ধরে পোলাপানকে এসএমএস করা যায়)
  • icontrol (ব্যাটারি সেইভ করার জন্য আইফোন নিজে থেকে ৩জি, ওয়াইফাই, ব্যাকগ্রাউন্ড এপ অফ করে রাখবে। চাইলে প্রোফাইলও তৈরি করে দেয়া যায়।)
  • ipicmycontacts (কনটাক্টের ছবি এক ক্লিকে ত সিলেক্ট হবেই; বাড়তি হিসেবে ওয়েবসাইটেও কনটাক্টের নাম দিয়ে সার্চ করে ছবি সিলেক্ট করে দেয়া যাবে।)
  • Secret sms (এইরকম দুইএকটা এপ চলে বলেই এই জিনিসের নাম আইফোন ! একটা পাসওয়ার্ড দিয়ে ম্যাসেজ এনক্রিপ্ট করা যাবে। সাধারণ যে কোন মোবাইলে এই ম্যাসেজ যাবে একটা লিংক হিসেবে। ঐ লিংকে ক্লিক করলে পাসওয়ার্ড চাবে। ঐ পাসওয়ার্ড দিলে ম্যাসেজ দেখাবে। দারুণ আর খুব কাজের। এক্কেবারে সাধারণ সেটগুলাতেও খুব ভালো কাজ করে।)

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...