বর্তমান সময়ে প্রতিদিনের অন্যতম অনুষঙ্গ মোবাইল ফোন । কিছুদিন পরপরই
আসছে নতুন নতুন মডেল সাথে নিয়ে অভিনব ফিচার। আসছে ঈদ কে কেন্দ্র করেও
বাজারে নতুন ডিজাইনের মোবাইল আনছে মোবাইল ফোন বিক্রেতা কোম্পানী গুলো। চলুন
জেনে নেয়া যাক নতুন মডেলের মোবাইল ফোনের হালহকিকত।
সনি:
বর্তমান বাজারে যে ফোনটির জন্য সবার অধীর আগ্রহে অপেক্ষা তা হলো xperia z মোবাইলটি। 2GB RAM ইন্টারনাল মেমোরি, মাইক্রো এসডি ব্যবহার 64 GB পর্যন্ত। এর ক্যামেরা 13.1 MP, সাথে আছে MP3, রেডিও সহ সব সুবিধা। 4G পর্যন্ত সাপোর্ট করা এন্ড্রয়েড 4.1 জেলিবিনের মোবাইলটির ওয়ারেন্টি ১ বছরের, দাম পড়বে ৫৪৯০০/-।
এছাড়া নানা সুবিধা নিয়ে সামনে আসছে xperia z ট্যাবলেট! যার দাম পড়বে প্রায় ৭৪৯০০/-। এছাড়া বর্তমানে xperia সিরিজের আরো কিছু মোবাইল! xperia E, xperia U, xperia L, xperia SL, xperia ION মোবাইল গুলো বাজারে চলছে বেশ, দামের রেঞ্জ ১৫৫০০/- থেকে ৩৫০০০/-।
নোকিয়া:
বাংলাদেশে সবচেয়ে বাজিমাত করা মোবাইল কোম্পানী নোকিয়া। বাজারে এখন নোকিয়ার আশা সিরিজের মোবাইল গুলো। ASHA 201 , 301, 301 , 205 মোবাইল গুলোর দাম পড়বে ৫৩০০/- থেকে ৫৯৯০/-।
নোকিয়া লুমিয়া সিরিজের ফোন গুলো বাজারে চলছে বেশ, উইন্ডোজ সাপোর্টেড লুমিয়া 920 সেটের 8 মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালিটি সাউন্ড সিস্টেম, রেডিও ওয়াইফাই, এল সি ডি টাচ স্ক্রীণ ইত্যাদি নানা সুবিধা সহ দাম পড়বে ৪৬৮৫০/-, এছাড়া লুমিয়া সিরিজে আছে 520, 620, 720, 820 যাদের দাম পড়বে ১৪৯৫০/- থেকে ৩০৭৫০/-।
স্যামসাং:
বর্তমানে বাজারে আছে স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের মোবাইল গুলো। প্রিয়জন কে উপহার দিতে বেছে নিতে পারেন গ্যালাক্সি S4 মোবাইল দাম পড়বে ৬৭৫০০/-। ৩জি সাপোর্টেড, টাচস্ক্রীণ, ৬৪ জিবি মাইক্রো এসডি, ২জিবি RAM, আছে 13 MP ক্যামেরা আর ব্যাটারী স্ট্যান্ডবাই 370h । এছাড়া ঈদ উপলক্ষ্যে বাজারে আসছে গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি S4 mini এবং গ্যালাক্সি core, দাম পড়বে যথাক্রমে ২৫০০০/এবং ৪৫০০০/- ।
ওয়াল্টন:
বাংলাদেশের মোবাইল প্রেমীদের অন্যতম পছন্দ ওয়াল্টনের PRIMO সিরিজের এন্ড্রয়েড মোবাইল গুলো। বর্তমানে বাজারে আছে X-1 যার দাম ১৮৬৯০/-, N1 যার দাম ১৫৬৪০/-, G-1 এর দাম ১১৪৯০/-, H-2এর দাম ১৪৯৯০/-, G-2 এর দাম ১১৯৯০/-, H-1 এর দাম ১৩৯৯০/-, R-1 এর দাম ১১৯৯০/-, C-1 এর দাম পড়বে ৪৯৯০।
সনি:
বর্তমান বাজারে যে ফোনটির জন্য সবার অধীর আগ্রহে অপেক্ষা তা হলো xperia z মোবাইলটি। 2GB RAM ইন্টারনাল মেমোরি, মাইক্রো এসডি ব্যবহার 64 GB পর্যন্ত। এর ক্যামেরা 13.1 MP, সাথে আছে MP3, রেডিও সহ সব সুবিধা। 4G পর্যন্ত সাপোর্ট করা এন্ড্রয়েড 4.1 জেলিবিনের মোবাইলটির ওয়ারেন্টি ১ বছরের, দাম পড়বে ৫৪৯০০/-।
এছাড়া নানা সুবিধা নিয়ে সামনে আসছে xperia z ট্যাবলেট! যার দাম পড়বে প্রায় ৭৪৯০০/-। এছাড়া বর্তমানে xperia সিরিজের আরো কিছু মোবাইল! xperia E, xperia U, xperia L, xperia SL, xperia ION মোবাইল গুলো বাজারে চলছে বেশ, দামের রেঞ্জ ১৫৫০০/- থেকে ৩৫০০০/-।
নোকিয়া:
বাংলাদেশে সবচেয়ে বাজিমাত করা মোবাইল কোম্পানী নোকিয়া। বাজারে এখন নোকিয়ার আশা সিরিজের মোবাইল গুলো। ASHA 201 , 301, 301 , 205 মোবাইল গুলোর দাম পড়বে ৫৩০০/- থেকে ৫৯৯০/-।
নোকিয়া লুমিয়া সিরিজের ফোন গুলো বাজারে চলছে বেশ, উইন্ডোজ সাপোর্টেড লুমিয়া 920 সেটের 8 মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালিটি সাউন্ড সিস্টেম, রেডিও ওয়াইফাই, এল সি ডি টাচ স্ক্রীণ ইত্যাদি নানা সুবিধা সহ দাম পড়বে ৪৬৮৫০/-, এছাড়া লুমিয়া সিরিজে আছে 520, 620, 720, 820 যাদের দাম পড়বে ১৪৯৫০/- থেকে ৩০৭৫০/-।
স্যামসাং:
বর্তমানে বাজারে আছে স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের মোবাইল গুলো। প্রিয়জন কে উপহার দিতে বেছে নিতে পারেন গ্যালাক্সি S4 মোবাইল দাম পড়বে ৬৭৫০০/-। ৩জি সাপোর্টেড, টাচস্ক্রীণ, ৬৪ জিবি মাইক্রো এসডি, ২জিবি RAM, আছে 13 MP ক্যামেরা আর ব্যাটারী স্ট্যান্ডবাই 370h । এছাড়া ঈদ উপলক্ষ্যে বাজারে আসছে গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি S4 mini এবং গ্যালাক্সি core, দাম পড়বে যথাক্রমে ২৫০০০/এবং ৪৫০০০/- ।
ওয়াল্টন:
বাংলাদেশের মোবাইল প্রেমীদের অন্যতম পছন্দ ওয়াল্টনের PRIMO সিরিজের এন্ড্রয়েড মোবাইল গুলো। বর্তমানে বাজারে আছে X-1 যার দাম ১৮৬৯০/-, N1 যার দাম ১৫৬৪০/-, G-1 এর দাম ১১৪৯০/-, H-2এর দাম ১৪৯৯০/-, G-2 এর দাম ১১৯৯০/-, H-1 এর দাম ১৩৯৯০/-, R-1 এর দাম ১১৯৯০/-, C-1 এর দাম পড়বে ৪৯৯০।
No comments:
Post a Comment