নেদারল্যান্ডসে ঘটেছে এক অবাক ঘটনা। ৬২ বছর বয়সী এক পুরুষ এক নারীর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ৪২ বছর বয়সী ওই নারী গত বছর তাঁকে ৬৫ হাজার বার ফোন করেছেন। দৈনিক হিসাবে তা ১৭৮ বার। ওই নারীর বিরামহীন ফোনে তাঁর জীবন এখন অতিষ্ঠ। এ পরিস্থিতিতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
অভিযোগকারী পুরুষ পুলিশকে জানিয়েছেন, ওই নারীর ফোন, খুদেবার্তা এবং ই-মেইলে তাঁর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ কারণেই তিনি ওই নারীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছেন।
মামলার আইনজীবীরা জানিয়েছেন, অভিযুক্ত নারী দাবি করেছেন, ওই পুরুষের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে। তবে ওই পুরুষকে অতিমাত্রায় বিরক্ত করার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
এদিকে অভিযোগকারী পুরুষ ওই নারীর সঙ্গে কোনো ধরনের প্রেমের সম্পর্কের কথা নাকচ করেছেন।
ওই পুরুষের অভিযোগের পরপরই পুলিশ অভিযুক্ত নারী রটারডামের বাসায় অভিযান চালায়। তারা সেখান থেকে ওই নারী মোবাইল ও বেশ কয়েকটি কম্পিউটার জব্দ করেছে।
প্রাথমিক শুনানির পর মামলার বিচারক শর্ত সাপেক্ষে রটারডামের জামিন মঞ্জুর করেন। শর্তে বলা হয়, তিনি ওই পুরুষকে আর বিরক্ত করবেন না এবং একাকী থাকতে দেবেন।
কিন্তু মুক্তির কয়েক ঘণ্টা পরেই অভিযুক্ত রটারডাম ওই পুরুষকে আবারও ফোন করেছেন বলে অভিযোগ করা হয়। এরপর তাঁকে আবার আটক করা হয়। শুনানির নতুন তারিখ নির্ধারণ করে ওই নারীকে আদালতে বিচারকের সামনে উপস্থাপন করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment