Thursday, September 15, 2011

চুলের তৈরি হার

চুল নারীর জন্য তো বটেই, নিঃসন্দেহে পুরুষের সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে। তাই চুল একবার কাটানোর পর আরেকবার কাটাতে বেশ সময় নেন অনেকেই। আর এই চুলের যত্নে কত কিছুই না ব্যবহার করি আমরা! মোট কথা, চুল আমাদের অলংকার। তবে অবাক হতে হয় তখনই, যখন ইংল্যান্ডের ক্যামব্রিজের শিল্পকলার ছাত্রী ২৩ বছর বয়সী কেরি হাউলে মানুষের কাটানো চুল দিয়েই তৈরি করেন চমৎকার সব গলার হার। কেরির চোখজুড়ানো এই হারগুলো তৈরিতে সাহায্য করেছেন তাঁর মায়ের জাপানি এক বান্ধবী। তাঁর চুল ছিল কোমর পর্যন্ত লম্বা আর তিনি সেগুলো কাটাতেন পাঁচ বছরে একবার। মায়ের জাপানি ওই বান্ধবী তাঁর ৩০ সেন্টিমিটার চুল কেটে ফেলার পর তা কেরিকে দিয়ে দেন, যেগুলো দিয়ে তিনি তৈরি করেন আকর্ষণীয় এই হার। ভাঙা হ্যাকস ব্লেড ব্যবহার করে এই হারগুলোর প্রতিটি তৈরিতে সময় লেগেছে ৬০ ঘণ্টারও বেশি সময়। মানুষের চুল দিয়ে কেরি হাউলের তৈরি করা হারের সংগ্রহ ইতিমধ্যে একটি পুরস্কারও জিতে নিয়েছে। প্রদর্শিত হয়েছে লন্ডনের বিজনেস ডিজাইন সেন্টারে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...