Tuesday, March 16, 2010

উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ২০০০ যখন বারবার নষ্ট হয় কেন?

উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ২০০০ অপারেটিং সিস্টেম মাঝেমধ্যে নষ্ট হয়। আর এই নষ্ট হওয়ার মাত্রা বেড়ে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয় আপনাকে। এর সমাধান জানা থাকলে এই ঝামেলার হাত থেকে বাঁচা যাবে সহজেই।
এফএটি বা এটিএফএস ঝামেলা: কম্পিউটারে যদি একাধিক হার্ডডিস্ক ড্রাইভ এবং প্রতিটিতে বিভিন্ন ধরনের ফাইল ব্যবস্থা থাকে, তবে সবগুলোকে এনটিএফএস ব্যবস্থায় রূপান্তর করে নিতে হবে।
ইউএসবি হাব: কম্পিউটারে ইউএসবি হাব থেকে থাকলে সেটি বিচ্ছিন্ন করে পরীক্ষা করতে হবে এবং খেয়াল রাখতে হবে, অপারেটিং সিস্টেম নষ্ট হওয়া বন্ধ হয় কি না। বিশেষত যদি ব্যবহারকারীর ইউএসবিভিত্তিক পাম ফেডল থাকে এবং ব্যবহারকারী hotsync করলেই যদি উইন্ডোজ নষ্ট হয়, তবে এ কাজটি করতে হবে।
তাপ বেড়ে গেলে (ওভারহিটিং): মাইক্রো প্রসেসর অতিরিক্ত গরম হলে কম্পিউটার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সিপিইউর (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) ফ্যান ঠিকমতো কাজ করছে কি না এবং প্রসেসরের তাপমাত্রা গ্রহণযোগ্য মাত্রায় আছে কি না তা নিশ্চিত করতে হবে।
সাউন্ড কার্ড ড্রাইভার: কম্পিউটার ব্যবহারকারীকে তার সাউন্ড কার্ডের চালক সফটওয়্যার (ড্রাইভার) সরিয়ে ফেলতে হবে বা আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখতে হবে সমস্যা দূর হয় কি না।
মেমোরির সমস্যা: যেকোনো একটি র্যাম সরিয়ে দেখতে হবে সমাধান হয় কি না। প্রতিটি র্যাম একটি একটি করে খুলে যেটি সমস্যা করছে, সেটিকে শনাক্ত করতে হবে। কিছু কিছু র্যামকে জোড়ায় জোড়ায় ইনস্টল করতে হয়।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...