Monday, March 15, 2010

হার্ডডিস্ক ড্রাইভ উইন্ডোর পটভূমি বদলে নিন

চাইলে আপনার হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভ যে উইন্ডো বা বক্সে খোলে, তার পটভূমিতে পরিবর্তন আনতে পারেন। এ জন্য আপনাকে প্রথমেই নোটপ্যাডে ছোট একটি প্রোগ্রাম লিখতে হবে।
নোটপ্যাডে যা লিখতে হবে—
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea^Image=Folder name\pic.jpg
এবার একে desktop.ini নামে ডেস্কটপেই সেভ করুন। এখানে লক্ষ করলে দেখা যাবে, IconArea^Image=Folder name\pic.jpg নামের একটি ফাইল আছে। এখানে Folder name নামের ফোল্ডারটিতে যে ছবিগুলো রাখবেন তাই পটভূমি হিসেবে কাজ করবে। পটভূমিতে যে ছবিটি আনতে চান সেটি *.jpg ফরম্যাটে ১০২৪৭৬৮ পিক্সেল আকারে হলে ভালো হয়। আপনার কম্পিউটার মনিটরের রেজ্যুলেশন অনুযায়ীও ছবির আকার হতে পারে। মনিটরের রেজ্যুলেশন কত আছে তা দেখার জন্য ডেস্কটপে মাউসের ডান ক্লিক করে Properties\settings-এ যেতে হবে। ছবিটি pic.jpg নামে Folder name ফোল্ডারে সেভ করুন। যেসব ড্রাইভের পটভূমি পরিবর্তন করতে চান Folder name ফোল্ডা এবং desktop.ini ফাইলটি সেসব ড্রাইভে রেখে Refresh করলেই ছবিটি পটভূমিতে দেখা যাবে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...