Wednesday, March 10, 2010

জীবনের সংগা কি ?

রাতের শেষ প্রহরে পিসি'র মনিটরের দিকে তাকাতে তাকাতে চোখ জ্বালা পোড়া করছে তারপরও মনিটরের পর্দা থেকে চোখ সরাতে ইচ্ছা করছেনা, আধো চোখে তাকিয়ে আছি অপলকে; কেউ কি নতুন কিছু দিলো ? হ্যা এইতো দুটো নোটিফিকেশন আর একটি মেইলের লাল আলোরা আমার অপেক্ষায় জ্বলে আছে। প্রথমে মেইলটা খুললাম অপরিচিত একজন মেইল করে অবিনীত ভাবে জানতে চাইলো জীবনের সংগা কি ? এই ছোট্ট একটা প্রশ্ন করে বেচারা হয়তো নাক ডেকে ঘুমুচ্ছে কিন্তু আমার মস্তিষ্কে যে প্রশ্নটা ঢুকিয়ে দিলো তার উত্তর বের করতে করতে ক্লান্ত রাতের ছুটি। সত্যিইতো জীবনের সংগা কি ? আমার প্রতিদিনের কাজ কর্মটাই কি জীবন নাকি এর বাহিরেও কিছু আছে যাকে জীবন বলে ? চোখের দুটি পাতার সহবাসে বাস্তবতাকে বিচ্ছিন্ন করে যে সাদা-কালো কিংবা আংশিক রঙ্গীন সময় টুকু বের হয়ে আসে সেটাই কি জীবন ? জানালার ফাঁক গলে ভোরের হিমেল বাতাসের সাথে স্বাস্থ্যকর সূর্যের রশ্মি আমার ছোট্ট কামরাটা ভরিয়ে দিলো আমি নবজাতক দিনটাকে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম সেটাই কি জীবন ? একটা ভালোবাসা ছিলো, আমার হাতের দশটি আঙ্গুলের ভাজে আরো দশটি আঙ্গুলের শক্ত বাঁধন!! কথা ছিলো আমৃত্যু এই বাঁধন থাকবে অটুট আর এই সম্পর্ক ইতিহাস হয়ে অনুপ্রেরণা যোগাবে অনুজদের; বাঁধনের কথা তুলতে চাইনা তবে ইতিহাস তার কথা রেখেছে সম্পর্কটা ইতিহাস হয়েই গেছে !! কোন একটা বুকের আশ্রয়ে সম্পর্কটা আজ ইতিহাস হয়ে নামতা শেখায়। কখনো বেশ আয়োজন করে স্বপ্ন দেখি, কিছু স্বপ্ন পূরণ হয় আর কিছু থেকেই যায় সেই থেকে যাওয়া স্বপ্নটাও জীবন ? প্রযুক্তির কল্যাণে অজানাকে জানার অদেখাকে দেখার যথেষ্ট সুযোগ হয়েছে এইটাই প্রযুক্তির আশির্বাদ। প্রযুক্তির স্পর্শে থাকার সুবাদে অনেক দূরের মানুষরা খুব কাছে চলে এসেছে আবার খুব কাছের মানুষকে সময়ের ফারাকে দূরে চলে যাচ্ছে তাহলে এটাই কি জীবন ? সময়ের সঠিক সমন্বয় হয়না বলে প্রাণ প্রিয় বন্ধুদের সাথে সামনা সামনি বসে তেমন একটা প্রাণ খুলে কথা বলার সুযোগ ঘটেনা। হঠাৎ যদি ফুসরত মিলে তবে তাদের সাথে দেখা করতে যাওয়ার প্রাক্কালে বাবার ফোন, দরাজ কন্ঠে নির্দেশ দিলেন এক্ষুণি এই কাজটা করে দিতে হবে। যাওয়া হলোনা বন্ধুদের মিলন মেলায়। বাবার নির্দেশ উপেক্ষা করার সাধ্য আমার নেই তবে কি এই অসাধ্যটাই জীবন ? এরকম হাজারো বাক্যের সন্ধিতে জীবনের সংগা খুজে বেড়াই। কোনটাই মনঃপূত হয়না। তবে কি জীবনের কোন সংগা নেই ? জীবনটা কি সংগা বিহীন ? নাকি সময়ের সাথে সাথে জীবনের সংগা পাল্টে যায় ? ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাঃস ফেলি... কে জানে হয়ত এই ফেলে দেয়া দীর্ঘশ্বাসটাই জীবনের সংগা !!!

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...