ঘটনাবহুল ২০০৯ সালকে পেছনে ফেলে আমরা ২০১০ এ পা দিয়েছি আরো তিন মাস আগে। কিন্তু তাই বলে তো আর ২০০৯ কে ভুলে গেলে চলবে না। তাই আসুন আজকের টিউনে জানার চেষ্টা করি আইটি ক্ষেত্রে কেমন গিয়েছে ২০০৯ সাল।
ইমেইল
* ২০০৯ সালে মোট ৯০ ট্রিলিয়ন ইমেইল পাঠানো ও রিসিভ করা হয়।
* গড়ে প্রতিদিন ইমেইল পাঠানো হয় ২৪৭ বিলিয়ন।
* বিশ্বে মোট ইমেইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৪০ কোটি।
* মোট ইমেইলের ৮১ ভাগই ছিলো স্পাম বা অবাঞ্চিত মেইল।
* ২০০৮ সালের তুলনায় ২০০৯-তে স্পামের সংখ্যা বৃদ্ধি পায় ২৪ শতাংশ।
* প্রতিদিন গড়ে স্পাম মেইল পাঠানো হয় ২০০ বিলিয়ন।
ওয়েবসাইট
* ডিসেম্বর ২০০৯ পর্যন্ত ওয়েবসাইটের সংখ্যা ছিলো ২৩ কোটি ৪০ লক্ষ।
* ২০০৯ সালে মোট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে মোট ৪ কোটি ৭০ লক্ষ নতুন ওয়েব সাইট যুক্ত হয়।
ওয়েব সার্ভার
* ২০০৯ সালে অ্যাপাচি সার্ভারে চলা সাইট বৃদ্ধি পায় ১৩.৯ শতাংশ।
* আই.আই.এস সার্ভারে চলা সাইট কমে যায় ২২.১ শতাংশ।
* গুগল জিএফই সার্ভারে চলা সাইট বৃদ্ধি পায় ৩৫ শতাংশ।
* এনজিংক্স সার্ভারে চলা সাইটের সংখ্যা বৃদ্ধি পায় ৩৮৪.৪ শতাংশ।
* লাইটপিডি সার্ভারে চলা সাইট কমে যায় ৭২.৪ শতাংশ।
ডোমেইন নাম
* ২০০৯ এর শেষ নাগাদ .com সংযুক্ত ডোমেইনের নামের সংখ্যা ছিলো ৮ কোটি ১৮ লক্ষ।
* .net ছিল ১ কোটি ২৩ লক্ষ।
* .org ছিল ৭৮ লক্ষ।
* কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনের সংখ্যা ছিল ৭ কোটি ৬৩ লক্ষ।
* ২০০৮ এর তুলনায় ডোমেইনের নামের সংখ্যা বাড়ে ৮ শতাংশ।
ইন্টারনেট ব্যবহারকারী
* ২০০৯ এর সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ পৃথিবীতে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৭৩ কোটি।
* ২০০৮ এর তুলনায় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায় ১৮ শতাংশ।
* এশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল- ৭৩,৮২,৫৭,২৩০
* ইউরোপে- ৪১,৮০,২৯,৭৯৬
* উত্তর আমেরিকা- ২৫,২৯,০৮,০০০
* দক্ষিণ আমেরিকা/ ক্যারিবিয় অঞ্চল- ১৭,৯০,৩১,৪৭৮
* আফ্রিকা- ৬,৭৩,৭১,৭০০
* মধ্যপ্রাচ্য- ৫,৭৪,২৫,০৪৬
* ওশেনিয়া/অস্ট্রেলিয়া- ২,০৯,৭০,৪৯০
সোশ্যাল মিডিয়া
* মোট ব্লগের সংখ্যা ছিল- ১২ কোটি ৬০ লক্ষ।
* সামাজিক যোগাযোগ সাইটগুলোর শতকরা ৮৪ ভাগেরই পুরুষ ব্যবহারকারীর চাইতে নারী ব্যবহারকারীর সংখ্যা ছিল বেশী।
* নভেম্বর,২০০৯ পর্যন্ত টুইটারে মোট টুইট হয়েছে ২ কোটি ৭৩ লক্ষ।
* ২০০৯-এ ফেসবুকের মোট ব্যবহারকারী ছিল ৩৫ কোটি।
* ফেসবুক ব্যবহারকারীর মোট ৫০ ভাগই প্রতিদিন একবার হলেও লগইন করেছেন।
* ফেসবুকের অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের সংখ্যা ছিল ৫ লক্ষ।
ছবি শেয়ারিং
* অক্টবর,২০০৯ পর্যন্ত ফ্লিকারে সংরক্ষিত ছবির সংখ্যা ছিল ৪০০ কোটি।
* ফেসবুকে প্রতিমাসে আপলোড করা হয়েছে ২৫০ কোটি।
* প্রতিমাসে ২৫০ কোটি হিসেবে বছরে মোট আপলোডকৃত ছবির সংখ্যা ৩০০০ কোটি!
ভিডিও শেয়ারিং
* দিনে ইউটিউবে মোট ভিডিও দেখা হয় ১০০ কোটি।
* নভেম্বর,২০০৯ পর্যন্ত প্রতিমাসে কেবলমাত্র যুক্তরাষ্ট্রে দেখা ইউটিউব ভিডিওর সংখ্যা ১২০০ কোটির বেশি।
* একজন ইন্টারনেট ইউজার প্রতিমাসে গড়ে ৮২ টি অনলাইন ভিডিও দেখেন।
* যুক্তরাষ্ট্রের অনলাইন ভিডিওর বাজারে ইউটিউবের অংশীদারিত্ব ছিল ৩৯.৪ শতাংশ।
ওয়েব ব্রাউজার
* ওয়েব ব্রাউজারের জগতে এক্সপ্লোরার এখনো রাজত্ব করলেও ফায়ারফক্স তার অগ্রযাত্রা ধরে রেখেছে।
* অন্যদিকে ক্রোম বয়সে নবীন হলেও ধীরে ধীরে বাজারে তার শেয়ার বাড়াচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment