Powered By Plug N Play
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় অদূশ্য হয়ে যায়।মনে হয় যেন এতে বুঝি কোন ফাইলগুলো মুছে গেছে। কিন্তু propertise গেলে দেখা যায় জায়গা ঠিকই দখল করে আছে।তার মানে ফাইলগুলো সুপার হাইড হয়ে গেছে।আসলে ভাইরাসে কারনেই এই সমস্যা হয়। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনাদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন L: হলে L ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib বলতে attribute এর সংক্ষিপ্ত রুপ বোঝায়।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
Plug N Play © 2010 Privacy
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment