Friday, June 25, 2010

নোটপ্যাডের সাহায্যে ফোল্ডারে আইকন ও পিকচার যোগ করা

Powered By Plug N Play
প্রথমে ফোল্ডারে পিকচার যোগ করার পদ্ধতি বলি। প্রথমে নোটপ্যাড চালু করুন এবং নিচের লাইন গুলো লিখুন।

[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Picture.JPG

এবার যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ছবি যোগ করতে চান সে ফোল্ডারে লেখাগুলো desktop.ini নামে সেভ করুন এবং ঐ ফোল্ডারে Picture.jpg নামে একটি JPEG ফরমেটের পিকচার ফাইল রাখুন। এবার F5 দিয়ে ফোল্ডার রিফ্রেস করলে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে আপনার দেয়া ছবি দেখতে পাবেন।
ফোল্ডারে আইকন যোগ করতে প্রথমে নোটপ্যাড চালু করুন এবং নিচের লাইন গুলো লিখুন।

[.ShellClassInfo]
IconFile=Icon.ico
IconIndex=0

এবার যে ফোল্ডারের আইকন যোগ করতে চান সে ফোল্ডারে লেখাগুলো desktop.ini নামে সেভ করুন এবং ঐ ফোল্ডারে Icon.ico নামে একটি আইকন ফাইল রাখুন। এবার F5 দিয়ে ফোল্ডার রিফ্রেস করলে ফোল্ডারের আইকনের পরিবর্তন দেখতে পাবেন।
ফোল্ডারে আইকন ও পিকচার একসাথে যোগ করতে চাইলে প্রথমে ফোল্ডারে দেয়া কোডগুলো লিখে আইকনে দেয়া কোড গুলো লিখতে হবে। তারপর desktop.ini নামে সেভ করে পিকচার ও আইকন ফাইল দুটি ঐ ফোল্ডারে দিতে হবে।
বোনাস হিসেবে কিছু আকর্ষনীয় আইকন এখানে দেয়া হল।
http://www.ziddu.com/download/10415123/Icon.rar.html

Plug N Play © 2010 Privacy

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...