Thursday, June 10, 2010

অপেরা মিনি দিয়ে মুঠোফোনে বাংলা দেখার ব্যাবস্থা

Powered By Plug N Play

যে সব মুঠোফোনে বাংলা লেখা দেখা যায় না,সে সব ক্ষেত্রে অপেরা মিনি ব্রাউজার দিয়ে আপনি বাংলা লেখা দেখতে পারেন।তবে এজন্য আপনাকে কিছু কাজ করতে হবে।

Opera Mini তে গিয়ে address bar-এ লিখুন- opera:config এবং Ok/Enter চাপুন। এরপর "Power user settings" নামে একটা পেজ আসবে। ঐ পেজের একদম নিচের দিকে "Show Bitmap Fonts for complex scripts" অপশনে Yes সিলেক্ট করে Save করুন।

এখন আপনি Unicode ভিত্তিক যেকোন বাংলা ওয়েবসাইট দেখতে পাবেন। তবে আপনার হয়তো লেখাগুলো পড়তে সমস্যা হতে পারে, কারণ এক লাইনের উপর অন্য লাইন লেপ্টে যাওয়ার সম্ভাবনা আছে।

আপনার কাছে অপেরা মিনি সফটওয়্যারটি না থাকলে ডাউনলোড করে এখনই ইন্সটল করে নিন।
ডাউনলোড-- http://mini.opera.com/global/opera-mini-5.0.19693-advanced-en.jad
Plug N Play © 2010 Privacy

1 comment:

  1. http://writebangla.com/ এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা ...

    নির্ভুল বানানে বাংলা লিখতে কয়েকটি Rules এবং Keymap দেখুন এখান থেকে:
    http://writebangla.com/keymap.php
    মোবাইলে বাংলা এবং আমাদের এপ্লিকেশনে বাংলা সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান দেখুন এপ্লিকেশনের FAQ পেজে:
    http://writebangla.com/faq/index.php

    কিভাবে যে কোন মোবাইলে অভ্র ফোনেটিক পদ্ধতিতে বাংলা লিখবেন?

    স্টেপ ১ :
    "OPERA MINI" বা "UC" বা অন্য কোন ব্রাউজার দিয়ে
    http://writebangla.com/
    এই লিংক (এপ্লিকেশন) টি তে প্রবেশ করুন...
    (যেহেতু OPERA MINI তে বাংলা পড়া যায় তাই সম্ভব হলে অপেরা মিনি ব্যাবহার করুন)

    স্টেপ ২ :
    এখন ফেসবুক পারমিশন দিতে বলবে...
    দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন "এলাউ" দিতে বলবে ফেসবুক...
    এলাউ করুন....
    (***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,"এলাউ" হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)

    স্টেপ ৩ :
    "Banglish Input Box" এ ইংরেজি বর্ণে বাংলা ফোনেটিক সিস্টেমে KeyMap অনুযায়ী যা লিখতে চান তা লিখুন (যেমনঃ amar sOnar bangla ami tOmay bhalObasi)...
    তারপর "Convert Banglish To Bangla" তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন...

    স্টেপ ৪ :
    "Bangla Output Box" এ রুপান্তরিত বাংলা মোবাইলে দেখা না ও যেতে পারে... আপনি হয়তোবা বাংলার পরিবর্তে "Bangla Output Box" এ "▯▯▯▯▯▯▯▯" এমন কিছু দেখতে পাবেন...
    সেক্ষেত্রে আপনি বানান ভুল করেছেন কিনা তা বুঝতে পারবেন না ,আর তাই মোবাইলে ভুল বানান ঠিক করার জন্য ব্যাবহার করুন "Check Spelling Before Post" বাটন টি...
    এই বাটনে ক্লিক করলে আপনি মোবাইলে "Bangla Output Box" এ রুপান্তরিত বাংলা টি দেখতে পারবেন এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন...

    সব কিছু ঠিক থাকলে এখন "Post FB Status To Your Wall" এ ক্লিক করুন...
    এখন আপনার ওয়ালে বাংলা স্ট্যাটাস আপডেট টি দেখতে পাবেন...

    .......
    আর "OPERA MINI v6" বা "UC" ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।
    .......

    ReplyDelete

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...