Thursday, November 25, 2010

বাংলা বই ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় সাইট ‘বাংলাবুকস’

বাংলা বই ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় সাইট ‘বাংলাবুকস’
ওয়েবসাইট সম্পর্কিত তথ্যঃ
এই বছরের মে মাসে চালু হওয়া 'বাংলা বুকস' ওয়েবসাইটটি বর্তমানে বাংলা বই ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় সাইট। সাইটটিতে আপনি ২০ জন লেখকের এবং ১৩ টি ক্যাটাগরীতে ৬০০ এর অধিক বাংলা বই পাবেন। হোম পেজে পাবেন লেখকের নাম অনুযায়ী বই, ক্যাটাগরী অনুযায়ী বই এবং নতুন আপলোড হওয়া বইয়ের লিঙ্ক। প্রিয় কোন বই বা পেজ যদি আপনি ফেসবুকে শেয়ার করতে চান তাহলে ফেসবুকে শেয়ারের বাটন পাবেন একেবারে পেজের নিচ। এছাড়া প্রিয় লেখকের বই খোজার সার্চ অপশন, সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরী এবং ফেসবুক লাইক অপশন আছে ডান সাইডে। গত তিন মাসে এখান হতে ১০০০০০ বই ডাউনলোড করা হয়েছে।

ওয়েবসাইট রাঙ্কিং:
বাংলা বই ডাউনলোডের জন্য ‘মূর্ছনা’ অনেকের কাছে প্রিয়। কিন্তু দেখুন ‘মূর্ছনা’ এবং ‘বাংলাবুকস’ ওয়েবসাইট দুটির এলেস্কা সাইট রাঙ্কিং:
মূর্ছনাঃ- বিশ্ব রেঙ্ক -১৫৭৭১৯ বাংলাদেশে রেঙ্ক - ৬৬৭
বাংলাবুকসঃ বিশ্ব রেঙ্ক - ১৪৬০১৮ বাংলাদেশে রেঙ্ক - ৩১৭

মুলত এখান থেকেই বোঝা যায় সাইট দুটির জনপ্রিয়তা।

ওয়েব সাইটটি নিয়ে প্রতিবেদনঃ
‘বাংলা বুকস’ সাইটটি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ১০ ই অক্টোবর তারিখে দৈনিক যুগান্তরে ওয়েব রিভিউ এবং দৈনিক কালের কন্ঠে সক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া ১৬ই অক্টোবর দৈনিক প্রথম আলোতে আর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মতামত দিনঃ
পাঠকদের চাহিদা দিয়েই যেমন একটি বই জনপ্রিয় হয় তেমনি ভিজিটরদের চাহিদা, পছন্দ দিয়েই একটা সাইটের জনপ্রিয়তা নির্ভর করে। তাই আপনারা ও সাইটটি সম্পর্কে এখানে মতামত দিন এবং সাইটটি সমৃদ্ধ করতে আপনারাও অংশীদার হউন। সাইটটি দেখুন এখান থেকে http://www.banglabooks.tk/

Wednesday, November 24, 2010

১ টাকার সোনালি ধাতব মুদ্রা বেচা কেনা

Powered By plug n play
১ টাকার সোনালি ধাতব মুদ্রা বেচা কেনা
গতকাল থেকেই সারাদেশে ১ টাকার সোনালি ধাতব মুদ্রা অধিক দামে বেচাকেনার গুজব ছড়িয়ে পরে।এর উৎসস্থল খুব সম্ভবত হবিগঞ্জ জেলা[১]।গুজব ছড়ায় যে কৃষিব্যাংক এই মুদ্রা প্রতিটি ১৫০ টাকায় কিনে নেবে। আরেকটি গুজব হল এই কয়েন নাকি গোল্ড-প্লেটিং করা।অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ ব্যাপারটা পরিস্কার করেই জানিয়ে দিয়েছে যে এটা শুধুই গুজব।সরকার থেকেও এ মুদ্রা বাজার থেকে তুলে নেবার সিদ্ধান্ত নেওয়া হয় নি।

আজ সারাদিন ১০ টাকা থেকে ১৫০ টাকায় বিভিন্ন জায়গায় এই বেচা-কেনা চলেছে।কিন্তু এই মুদ্রা দিয়ে আসলে কী হবে তা উদঘাটন করা সম্ভব হয় নি।তবে কোথাও কোথাও এ মুদ্রার দাম ৩০০ থেকে ৫০০ টাকাও উঠেছে।

তবে সরকারের পুলিশ আর RAB গুজব প্রচারণা আর মুদ্রা কেনা-বেচা দমনে মাঠে নেমেছে।দেশের বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত ১০ জন গ্রেফতার হয়েছে[২]।কারো কাছে এ মুদ্রা অতিরিক্ত পেলেই পুলিশ গ্রেফতার করেছে।ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যেন আপনার কাছে থাকলেই হাজত-বাসে যেতে হবে!!
আল্লাহ ই জানে এক টাকার সোনালি ধাতব মুদ্রা দাম আসলে এ কি ডলার আর দাম কে হার মানায় কি না?
Plug N Play © 2010 Privacy

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...