Microsoft Word 2007 এর docx এক্সটেনশনযুক্ত ফাইল নিয়ে ঝামেলা পড়েননি এরকম খুব কম লোকই আছেন। যারা এখনো ঝামেলায় পড়েননি তাদের উদ্দেশ্যে বলছি, সাধারনত Microsoft Word 97, 2000, xp, 2003 ইত্যাদি ভার্শনগুলোতে কোন ডকুমেন্ট সেভ করলে তার এক্সটেনশন হয় doc। এবং উল্লেখিত সব ভার্শনেই একটায় তৈরী করা ফাইল অন্যটাতে খোলা যায়। কিন্তু Microsoft Word 2007 এবং এর পরবর্তী ভার্শনগুলোতে তৈরী ফাইলগুলোর এক্সটেনশন হয় docx। যা পূর্ববর্তী ভার্শনগুলোতে সাধারনত খোলা যায় না(মাইক্রোসফ্টের ওয়েবসাইট থেকে একটা প্যাচ ডাউনলোড করে ইনস্টল করার পর অবশ্য খোলা যায়)। তবে Microsoft Word 2007 এ সরাসরি doc এক্সটেনশনে সেভ করার ব্যবস্থা ও আছে যা পূর্ববর্তী ভার্শনে খোলা যায়। কিন্তু সমস্যা হল, আপনি বাসায় Word 2007 ব্যবহার করেন সেখানে একটা জরুরী ফাইল তৈরী করে কোন একজনের কাছে নিয়ে গেলেন দেখা গেল তার কাছে আবার মাইক্রোসফ্ট অফিসের পুরনো ভার্শন আপনার হাতে অতটা সময় ও নেই যে প্যাচ-পুচ ডাউনলোড করবেন। কিংবা উল্টোটা ভাবুন আপনিই পুরনো ভার্শন ব্যবহার করেন কেউ একজন আপনাকে docx এক্সটেনশনের ফাইল পাঠালো যা এক্ষুনি প্রিন্ট দিতে হবে। এইসব সমস্যার ক্ষেত্রে আপনার উপকারে আসতে পারে একটা ওয়েবসাইট। এটি একটি Online docx to doc converter। এবং এটি সম্পূর্ন ফ্রি সার্ভিস। ইন্টারনেটে আবার কোন কিছু ফ্রি দিলে তার জন্য এটা কর সেটা কর বলে আপনার চৌদ্দগুষ্টি উদ্দার করে নেবে। এই সাইটটা তার ব্যাতিক্রম। এই লিংকে ক্লিক করে
http://doc.investintech.com/
সাইটটিতে প্রবেশ করুন। browse বাটনে ক্লিক করে আপনার docx ফাইলটি দেখিয়ে দিন। convert বাটনে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। ব্যাস নিচেই দিয়ে দেবে doc এ কনভার্ট করা ফাইলটার লিংক। ডাউনলোড করে ব্যবহার করুন। আশা করি সাইটটি আপনাদের কাজে লাগবে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment