Tuesday, May 3, 2011

নকিয়া এবং উইন্ডোজ উভয় সেটের জন্যই ডাউনলোড করুন CorePlayer

একটি অসাধারণ মাল্টিমিডিয়া প্লেয়ার। আমরা অনেক সময়ই বিভিন্ন মিডিয়া ফাইলগুলো নিজেদের হ্যান্ডসেটে রান করাতে পারি না। এর প্রধান কারন হলো বিল্ট-ইন মিডিয়া প্লেয়ার সেই ফাইলগুলোর কোডেক সমর্থন করে না। তাই প্রয়োজন হয় থার্ড-পার্টি সফটওয়্যার। কিন্তু সেগুলো কিছুদিন ব্যবহার করেই রেজিস্টার্ড করতে হয়। এখানে সেটারই সমাধান দেওয়া হয়েছে। আপনার মোবাইল হ্যান্ডসেটটি যদি নকিয়া কিংবা উইন্ডোজ হয়ে থাকে তাহলে এখান থেকে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে উপভোগ করতে পারেন হাই কোয়ালিটির মাল্টিমিডিয়া।

অডিও ফরমেট
MP3, MP2, AAC, MKA, WMA, Midi*, WAV, OGG, Speex, WAVPACK, TTA, FLAC, MPC, AMR, ADPCM, ALaw, MuLaw, G.729, GSM
ভিডিও ফরমেট
H.264 (AVC), AVCHD, MKV, MPEG-1, MPEG-4 part 2 (ASP), DivX, XviD, WMV*, Theora*, Dirac*, MJPEG, MSVIDEO1
ইমেজ ফরমেট
JPEG (420, 422, 440, EXIF Headers)*, BMP, GIF, PNG, TIFF, MJPEG
কন্টেইনার ফরমেট
Flash/FLV, Matroska, ASF, ASX, AVI, PS, M2TS, TS, 3GPP, MOV, MPEG-4, OGM, NSV*
স্ট্রিমিং ফরমেট
HTTP, UDP, UDP Multicast, UDP Unicast, RDP, RTP. RTSP, RTCP (keep alive), ASX, ASF, Multicast, HTTP Tunneling

http://www.6ybh-upload.com/475j80zn7ec3/Core_Player_for_Nokia_Windows_Mobile.rar

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...