বাংলাদেশ সরকার উন্মুক্ত নিলামের মাধ্যমে তৃতীয় প্রজন্ম (3G) লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বছরের শেষদিকে রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি Teletalk-কে 3G লাইসেন্স প্রদান করা হবে পরিক্ষামুলকভাবে গ্রাহকদের এই সেবা দেয়ার জন্য। এর ছয় মাস পর অন্যান্য মোবাইলফোন কম্পানিকে এর লাইসেন্স প্রদান করা হবে ব্যাবসায়িক ভাবে ব্যাবহারের জন্য।
পরিক্ষামুলক প্রকল্প শেষে Teletalk প্রায় ১৭ লাখ গ্রাহককে এই সেবা প্রদান করতে পারবে। তাছাড়া প্রায় ৪৭ লাখ গ্রাহককে 2.5G-র সেবা প্রদান করতে পারবে।
উল্লেখ্য, বর্তমানে Teletalk-এর গ্রাহক সংখ্যা মাত্র ১২ লাখ। তাই এই প্রকল্প বাস্তবায়ন করতে সরকার প্রায় ১৯শত কোঁটি টাকা বিনিয়োগ করছে, যার ৪২৪ কোঁটি টাকার যোগান দিচ্ছে সরকার নিজেই, ২ শতাংশ লোণ এবং অবশিষ্ট অংশ আসছে চীনের সাহায্য থেকে।
বাংলাদেশের সাধারন জনগনের কাছে এই সেবা পৌছাতে আরও এক বছর সময় লাগতে পারে।
3G ব্যাবহারের মাধ্যমে গ্রাহক কথা বলার পাশাপাশি ছবিও দেখতে পারে। এর মাধ্যমে যোগাযোগ বাবস্থা আরও ত্বরান্বিত হবে। এবং যেকোন জায়গা থেকে দ্রুত গতির ইন্টারনেট ব্যাবহার করা যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment