A BEAUTIFUL MIND- সিমান্তহিন ভালোলাগা।
নিজের অপার চেস্টা আর প্রিয় সঙ্গিনীর ভালবাসায় সে জয় করে তার দুরারোগ্য রোগটিকে। ছবির শেষ দিকে গনিতে অবদান রাখার জন্য তাকে নোবেল প্রাইজ
এ্যাওয়ার্ড দেয়া হয়। সেখানে সে এর সবটুকু ক্রেডিট দেয় তার ভালবাসার মানুষটিকে যে তার ভয়ঙ্কর রোগটির কথা জেনেও তাকে ছেড়ে যায় নি বরং তাকে সবসময় অনুপ্রেরনা দিয়ে পাশে থেকেছে। ছবির ডায়ালগগুলো ভালভাবে বুঝলে আবগে আপ্লুত হয়ে যাওয়া খুব বেশী স্বাভাবিক। ভালোলাগাঃ
রাসেল ক্রোর অভিনয়
মুভির প্লট
খারাপ লাগাঃ
খুজে পাইনি
আমার রেটিং ঃ ৮.৮
মুভিটি রাতে দেখার চেষ্টা করবেন।
ডাউনলোড লিঙ্কঃ
No comments:
Post a Comment