Thursday, September 22, 2011

গুগল প্লাস ফেসবুক দ্বৈরথ

গুগল প্লাস ফেসবুক দ্বৈরথ

মাত্র ১২ সপ্তাহ সময় পার করেই সার্চ জায়ান্ট গুগল তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মাত্র আড়াই কোটি ব্যবহারকারী নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দিতায় নামতে তড়িঘড়ি এ সিদ্ধান্ত নিয়েছে গুগল। খবর রয়টার্স-এর।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন চাইলেই গুগল প্লাসে সরসারি সাইন আপ বা অ্যাকাউন্ট খোলা যাবে। এতোদিন অ্যাকাউন্ট খুলতে কোনো গুগল প্লাস ব্যবহারকারীর কাছ থেকে আমন্ত্রণ পেলে তবেই অ্যাকাউন্ট খোলা যেতো।

গুগল প্লাস সাইটটিকে আরো জনপ্রিয় এবং উন্নত করতে নতুন অনেক ফিচার যোগ করা হবে। এটি গুগল প্লাসের বিটা সংস্করণ। এর মধ্যে সহজে সব কিছু বের করার জন্য সার্চ অপশন যোগ করা হয়েছে। এ ছাড়াও ভিডিও চ্যাটিং সুবিধার জন্য হ্যাংআউট ফিচারটিও চালু হচ্ছে।

এদিকে, সবার জন্য গুগল প্লাস উন্মুক্ত করে দেবার দিনেই ফেসবুক কর্তৃপক্ষও ফেসবুকে নতুন অনেক ফিচার যোগ করেছে।

বিশ্লেষকরা আশা করছেন ৭৫ কোটি ব্যবহারকারীর ফেসবুক এবং আড়াই কোটির গুগল প্লাসের মধ্যে ইঁদুর দৌড়ে আদতে উন্নতি হবে সোশ্যাল নেটওয়ার্কিংয়েরই।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...