Tuesday, September 13, 2011

গঞ্জিকা সেবনকারী বিপ্লবীদের পতনের গল্প।




বিপ্লবী এক নেতা ছিল ইনোভার্সিটির পিছে-
গাঞ্জাখেয়ে থাকতো পড়ে ওভারব্রীজের নীচে।

সর্বহারার নামে তারা করত মানুষ খুন-
বক্তৃতাতে আদর্শবাদ সাজতো লাখো গুন।

ফিদেল কাস্ত্রো, চে-গুয়েভারার গেঞ্জি গায়ে দিয়ে-
ইয়াবা খেয়ে যুদ্ধ করে নাইট ক্লাবে গিয়ে।

কথায় কথায় ছাড়তো বুলি মার্কস লেলিনের-
জেগে জেগে স্বপ্ন দেখতো বিশ্ব বিপ্লবের।

প্রেম জীবনে ব্যার্থ হয়ে সদস্য হতো যারা-
বিশেষ মানের, বিশেষ কালার ড্রিংস পেতো তারা।

শ্রমিক রক্তের টাকা দিয়ে কিনল নতুন গাড়ী-
বছর খানেক পরে এবার ভাঁঙ্গলো হাটের হাড়ী।

স্বার্থবাদের বিপ্লবীরা খন্ড হবার পর
নেতায় এখন খুঁজে পায়না তার আপন ঘর।

সুর্য ডুবার আগেই এখন বাড়ী ফেরে নেতা-
সামনা সামনি দেখা হলে মুখটা করে বাঁকা।

মাঝে মাঝে বলে আমায় অতিত কাব্য বাণী-
বিপ্লবীরা কখন পালায় সবই আমি জানি।

সমাজতন্ত্র, গণতন্ত্র, স্বার্থ শুধুই টাকা-
স্বার্থ পেলেই ঘুরবে আবার নতুন তন্ত্রের চাকা।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...