Sunday, September 18, 2011

হয়তো ভূমিকম্প, নয়তো নয়

ভূমিকম্প টা টের পেয়েছি দোকানে বসেই, কিন্তু তখনও জানিনা আরো একটি ভূমি্কম্প হতে যাচ্ছে, আজকে কিউবির মডেমটাও সাথে নিয়ে বের হয়নি তাই আজকের খবরগুলো কিছুই জানিনা। অন্যান্য দিনের মতই হেসে খেলে পার হয়ে যাচ্ছিল আরো এ্কটি দিন, বরাবরের মতই আব্বুর সাথে সন্ধ্যায় দোকানের হিসাব মেলাচ্ছিলাম, শুধু মাত্র ভূমিকম্পটাই কেমন জানি বদলে দিল সব কিছু, রাত আট টার পরিবর্তে সাতটায় দোকান বন্ধ করে দিলাম, এরপর নিত্যদিনের রুটিনের মতো মনিরের চায়ের দোকানের আড্ডা, মিথুন ছাড়া আজকে কেউ ই আসেনাই আড্ডাতে, তাই ১০টা বাজার আগেই বাসায়, গোসল করে টিভি অন করে রাতের খাবার খেতে বসলাম, ব্রেকিং নিউজ এ যা থাকার কথা তা তে দেখলাম ৬ দশমিক আট মাত্রার ভূমিকম্প, সাথে থাকা আরো এটা নিউজ দেখলাম যা কিনা এই ভূমিকম্পের খবর এর থেকেও আরো খারাপ লাগলো, " জালানী তেলের দাম আরো এক দফা বাড়লো, লিটারে ৫টাকা" এখন যা হবে, কাল কে থেকে নিত্য প্রয়োজনীয় জিনিষ গুলোর দাম আরো বাড়বে, তেলের দাম লিটারে ৫টাকা বেড়েছে, কিন্তু প্রত্যেকটি সবজী কেজী তে ১০ টাকা বাড়বে, চাল এর দাম বাড়বে ৩ থেকে ৪ টাকা , আর বাস ভাড়া ......সে তো বাড়বে যাত্রীর চেহারা মেপে। খুব বেশী দিন হয়নি অকটেন এর লিটার প্রতি ৪টাকা বাড়ার। সরকার দাম বাড়াবে তাদের সুবিধা মত আর আ্মরা সাধারন জনগন এর বোঝা নিব শত শত গুনে, বুঝতে পাড়ছি সরকার এই যে তেলের দাম বাড়ালো এতে সরকারের ভর্তুকির পরিমান কমবে, কিন্তু এই ভর্তুকি কি আমাদের নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কমাতে সাহায্য করবে? আমরা কি পারবো এবার এই দাম বৃদ্ধি রোধ করতে? কখনই পারবোনা, মাস শেষের সেই সামান্য কয়টা পারিশ্রমিক দিয়েই চলতে হবে সারা মাস, মাসের শেষের দিকে ধার দেনা করে সামনের মাসের বেতনের অপেক্ষা করা, তারপর আবারও সেই মাসের শেষে নতুন করে কারো কাছে টাকা ধার করা। সেই ভাবেই চলা আবারও নতুন করে তেলের দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করা। এই তো বেশ ভালো আছি, খুব ভালো, আর আপনি?

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...