দুনিয়ার প্রথম ল্যাপটপ !
প্রযুক্তিগতভাবে এটিই ছিল দুনিয়ার প্রথম ল্যাপটপ কমপিউটার । অন্ততঃ যতদিন ল্যাপটপের কনসেপ্ট না দাঁড়ায় তার আগ পর্যন্ত এটিকেই পোর্টেবল কমপিউটার মনে করা হত । ১৯৭০ সাল থেকে যখন কমপিউটার সাধারণভাবে সহজলভ্য হওয়া শুরু হল , বহনযোগ্য হালকা কমপিউটারের কথাও ভাবা হতে লাগল । এ্যালেন কে ও জিরক্স পার্ক এর মাথায় ১৯৬৮ সালে একটি 'ব্যক্তিগত, বহনযোগ্য তথ্য সন্চালক' মেশিনের আইডিয়া আসে যা ১৯৭২ সালে তাঁদের পেপারে 'ডাইনাবুক' নামে উল্লেখ করেন । 'ডাইনাবুক' কনসেপ্ট আসলে ইউএস মিলিটারীর অর্থায়নে তাদেরই জন্য তৈরি , দুর্গম পাহাড়ি অন্চলে দীর্ঘ ব্যাটারি লাইফসম্পন্ন বহনযোগ্য হালকা কমপিউটারের প্রয়োজন হয়েছিল কারণ একটি সিন্গেল ট্যাংকের যে 'ফিল্ড রিপেয়ার ডকুমেন্টেশন' এর পেপার কপি সাইজ তা একটি ট্যাংকের চেয়ে বড় ছিল ! শিশুদের ডিজিটাল মিডিয়া সম্পর্কে ধারণা দেয়া ছিল এর আরেকটি প্রধান প্রকাশ্য উদ্দেশ্য ।
১৯৭৩ সালে 'আইবিএম স্ক্যাম্প' প্রজেক্ট (Special Computer APL Machine Portable) ডেমোনেস্ট্রেট করে । PALM processor (Put All Logic In Microcode) এর ওপর ভিত্তি করে এর প্রোটোটাইপটি তৈরি হয় ।
পরে ১৯৭৫ এর সেপ্টেম্বর মাসে আইবিএম কোম্পানি এই স্ক্যাম্প প্রোটোটাইপের ওপর ভিত্তি করেই সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বহনযোগ্য কমপিউটার 'আইবিএম ৫১০০' মডেল বাজারে ছাড়ে ।
No comments:
Post a Comment