Tuesday, September 27, 2011

ফেইসবুকের কোন ফিচারটি বাস্তব জীবনে কে পেলে লাভবান হতো!



প্রতি মুহূর্তে বাস্তব জীবন আর ফেইসবুকের তফাতটা ভুলে যাচ্ছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। আসুন তফাতটা আরেকটু কমিয়ে দেই... দেখে নেই ফেইসবুকের কোন ফিচারটি বাস্তবেও থাকলে কে লাভবান হতো.... ;) :)

Wall Post: নিঃসন্দেহে চিকা মারা পার্টি। রাত্রি জেগে সবার অলক্ষ্যে না, বরং নির্বাচনী প্রচারণা, অমুক-তমুক ভাইয়ের মুক্তি চাই বা কোন বিজ্ঞাপণ আঁকআঁকির কাজটি করে ফেলা যেতো মাত্র কয়েকটি বাটন চেপেই... কি-বোর্ডের ছোঁয়ায় রঙিন হয়ে উঠতো আপনার-আমার বাড়ির দেয়াল। :D



Event: বিয়ের আগে আত্মীয়স্বজনের বাড়ি গিয়ে গিয়ে বিয়ের কার্ড বিলি করার অভিজ্ঞতা যার আছে সেই শুধু জানে এর কষ্ট। আর তাই ফেইসবুক Event হতে পারে ভবিষ্যতে বিয়ের কার্ডের বিকল্প... কেন নয়? হতেই পারে... :)



Ticker ফেইসবুকের ইতিহাসে সাম্প্রতিকতম এই ফিচারটির সংযোজন আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। কে কার প্রোফাইলে গিয়ে কি করলো না করলো তার সবই এক-এক করে নোটিফিকেশন আকারে আসতে থাকে একটি বক্সে। অনেকেই এই ফিচারটিকে দেখছেন গোয়েন্দাগিরি ফলানোর যন্ত্ররূপে। আর তাই এর হতে পারে বহুবিধ ব্যবহার। ;)

পাড়া-বেড়িয়ে খবর নেয়া ও ছড়ানোর অভ্যেস যে ভাবি বা বুয়াদের তারা খুব সহজেই লাভবান হতে পারেন বাস্তবের Ticker ফিচারটি থেকে -



কাজে আসবে স্বামীর পরকীয়া আছে বলে সন্দেহ করেন এবং স্ত্রীদেরও -



অফিসের বসদের জানার অপরিসীম ইচ্ছে, কে অফিসে তাকে নিয়ে কি বললো... অফিসে তাকে নিয়ে কি আলোচনা হয়। জানার তেষ্টা মেটাবে Ticker -



Question: ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমেতো তাও বুথে গিয়ে বাটন চাপা লাগে। কিন্তু ফেইসবুকের Question ফিচারটি দিয়ে ঘরে বসেই জাতীয় নির্বাচনে ভোট দেয়া যাবে। অবশ্যই একটি আইডি থেকে মাত্র একটিই ভোট দেয়া যাবে। ;)



Chatting: অনলাইনে কে কে আছে তা দেখ খুব সহজেই স্কুল আর কলেজে নাম ডাকার কাজটি করে ঠেলা যেতো... ;)



Status, Logout: নিঃসন্দেহে আত্মহত্যা করতে যাচ্ছে এমন কেউ। জীবন থেকে লগ আউটের ঠিক আগে আগে স্ট্যাটাস আকারে সে রেখে যেতে পারবে একখানা Suicide নোট! ;)

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...