এখন আমি আপনাদের কিছু মুভির নাম বলবো যে মুভিগুলো আপনাকে অনুপ্ররনা দিবে বেচে থাকার। সামনে যাবার, জয় করার। আপনার জীবনের লুকিয়ে থাকা রাস্তাগুলো সুন্দর করে বের করে দিবে।
এরা কখনো আপনাকে কাদাবে আবার কখনো হাসাবে। কখনো আঘাত করবে আপনাত সাইকোলজিকে। তুলে দেখেবে সমস্যা। দিবে সমাধান। খুব বেশী মুভি জীবনে দেখিনি। যেগুলোই দেখেছি রেকমেন্ড নিয়ে দেখেছি। তাই ভালগুলো বেশী দেখা হয়েছে। অনুপ্ররনা সৃষ্টিকারি মুভিগুলো থেকে সব থেকে যেগুলো ভালো লেগেছে সেগুলোর নাম দিলাম।
@@@@@ Forrest Gump (1994)
@@@@@ A Beautiful Mind (2001)
@@@@@ Pursuit of Happyness
@@@@@ Rudy (1993)
@@@@@ Billy Elliot (2000)
@@@@@ Life Is Beautiful (1997)
@@@@@ The Bucket List (2007)
@@@@@ Braveheart (1995)
@@@@@ Gandhi (1982)
@@@@@ Rain Man (1988)
@@@@@ The Notebook (2004)
@@@@@ Slumdog Millionaire (2008)
@@@@@ Schindler's List (1993)
@@@@@ Remember The Titans (2000)
@@@@@ Ray (2004)
@@@@@ Saving Private Ryan
@@@@@ It's a Wonderful Life
@@@@@ The Green Mile
@@@@@ The Shawshank Redemption
মুভি লাভাদের নিয়ে ফেসবুকে একটা গ্রুপ আছে। যেখানে সদস্য ৭৩০ জন। এবং এই ব্লগের অধিকাংশ মুভি পাগলারা সেখানে আছে। আপনি চাইলে জয়েন করতে পারেন। বেশ উপকার হবে বলে আশা করি। এখানে এসে জয়েন করতে পারেন।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment