Monday, September 19, 2011

আবারো তালেবানি শাসনের দিকে বাংলাদেশ...শেখা হাসিনা দেশে নেই দেখেই তাদের এই আন


কোমরে থাকা অস্ত্র বের করছে এক শিবির ক্যাডার


গুলিবিদ্ধ ছাগু:D

আহত এক ছাগুকে ফিল্মি কায়দায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছেX(



অবরুদ্ধ পুলিশ


পুলিশের গাড়িতে আগুন


ছাগু নৃত্য


কেউ কি বলবে এটা বাংলাদেশের ছবি?

চট্টগ্রামে পুলিশ অফিসার মান্নান আইসিউতে জীবন ম্ররত্যুর স্তাহে পাঞ্জা লড়ছে


শেখ হাসিনা এখন আমেরিকায় আছেন সেটা সবাই জানেন। আজ তিনি দেশে নেই দেখে জামাতি তালেবানি চক্র মাঠে নামার সাহস করেছে। এরা পুলিশকে মেরে আহত করেছে। কুমিল্লায় এরা পুলিশকে গুলি মেরেছে। চট্টগ্রামে আইসিইউতে জীবন ম্ররত্যুর সাথে লড়ছে এক পুলিশ অফিসার। এসব কীসের আলামত। বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্থান বানানোর ষড়যন্ত্র রুখতে আরেকটি ২৮শে অক্টোবর সময়ের দাবী।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...