Monday, September 5, 2011

ডাউনলোড চমৎকার সব ওয়ালপেপার

ডাউনলোড চমৎকার সব ওয়ালপেপার

কথায় আছে- 'আগে দর্শনধারী পরে গুণবিচারী'। অর্থাৎ মানুষ আগে দেখে পরে গুণ বিচার করে।আমাদের কম্পিউটারের ডেক্সটপ যদি হয় সুন্দর কোন বাগান কিংবা চমৎকার কোন প্রাকৃতিক পরিবেশ তাহলে আমাদের যেমন ভালো লাগে তেমনি যারা তা দেখে তাদেরও ভালো লাগে।আর দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকলে চোখে ক্লান্তি আসতে পারে; তখন ডেক্সটপের সবুজ পরিবেশ চোখে দেয় প্রশান্তি, মনে যোগায় আনন্দ।আর এজন্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

নেটে প্রাকৃতিক অর্থাৎ Natural ওয়ালপেপার খুজতে খুজতে হয়রান ।বহু খোজাখুজির পর বাছাইকৃত ৩৫ টি ওয়ালপেপার আপনাদের সাথে শেয়ার করলাম।নিশ্চয়তা দিচ্ছি অন্তত একটা ওয়ালপেপার আপনার ভালো লাগবে।ভালো লাগলে শান্তি পাবো।

এখানে ক্লিকান

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...