Sunday, September 18, 2011

যেভাবে এমপিথ্রি থেকে প্রিয় গানটির ভোকাল রিমুভ ও সেভ করবেন।

ভাবুন তো আপনার প্রিয় গানটির কেবল ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে কোনো গায়কের ভয়েস শোনা যাচ্ছে না তাহলে কেমন হয় !তখন আপনি ইচ্ছা করলেই সে মিউজিকের উপর আপনার নিজের ভয়েস দিয়েই সবাইকে তাক লাগিয়ে দেখিয়ে দিতে পারেন আপনার প্রতিভা।তাই আপনার প্রতিভাকে বিকশিত করার জন্য আমি আপনদের কে জানাবো কিভাবে একটি গান থেকে তার ভয়েস রিমুভ করে তা কারাওকে করতে হয়।তো চলুন দেখে আসি কিভাবে করবেন।

রিমুভ করুন আপনার প্রিয় গানের ভোকাল

আপনারা অনেকে হয়তো এর আগে অনেক এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকতে পারেন।কিন্তু তা অধিকাংশই ফ্রী না।এর জন্য সম্পূর্ণ কাজ হয়তো অনেক সম্পাদন করতে পারেন নাই।অর্থাৎ আপনি গানের ভোকাল রিমুভ করলেও গানটাকে সেভ করে রাখতে পারেন নাই।কিন্তু আজ আমি আপনাদের যে সফ্টা দেব সে শুধু ফ্রী নয় একদম "ওপেন সোর্স"।

এবার আসি মূল কথায় কাজটি করার জন্য আপনার যে সফটওয়ারটা লাগবে তা হলো "Audacity"।ডাউনলোড করুন ৩.১৫ MB সাইজের সফটওয়্যারটি এখান থেকে
এবার ডাউনলোড করার পর zip ফাইলটিকে আনজিপ করুন।এবার ফো্ডারটি ওপেন করে audacity এ ক্লিক করুন।

Open

এবার সফটওয়্যারটি ওপেন হবে।এবার Menu bar থেকে File > Open... এ ক্লিক করুন।

Open

এবার আপনি যে গানটি ভোকাল রিমুভ করতে চান তা সিলেক্ট করে ওপেন করুন।

Select

এবার ফাইলটি Importing হবে।

Incerting

dffg

আগেই বলে রাখে যে এটা কেবল মাত্র Stereo মুডের ফাইলগুলোর ভোকাল রিমুভ করা যায়।

ddd

Importing হবার পর চিত্রে দেখানো স্থানের ড্রপডাউন মেনুতে ক্লিক করুন।

ffff

এবার ওখান থেকে split stereoTrack এ ক্লিক করুন।

gdf

তাহলে ওখানে Left ও right সাইড ওপেন হবে।

gdf

এখনা থেকে কেবল মাত্র নিচের (right সাইড) সিলেক্ট করুন।

dd

এবার সিলেক্টা থাকা অবস্থায় Effect মেনু থেকে Invert এ ক্লিক করুন।

hhhh

ফাইলটি ইনভারট হয়ে গেলে এবার নিচের (right সাইড) এর ড্রপডাউন মেনু থেকে Mono সিলেক্ট করুন।

gg

একই ভাবে উপরের (Left সাইড) ড্রপডাউন মেনু থেকে ও Mono সিলেক্ট করুন।
এবার Play বাটনে ক্লিক করুন আর উপভোগ করুন ভয়েস ছাড়া শুধুমাত্র গানের মিউজিক।

gdhxd

আর গাইতে থাকুন গানের তালে তালে ,সুরে সুরে....।

যেভাবে সেভ করবেন

তো ভয়েস রিমুভ করার হলো কিন্তু সেভ ? হ্যা গানটি নতুন করে সেভ করার জন্য
File মেনু থেকে Export As Mp3.... ক্লিক করুন আর সেভ করে নিন Mp3 ফরমেটে।

gh

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...