ফটোফানিয়া
যারা ফটোশপের কাজ পারেন না সেই সব মানুষ ইচ্ছে করলেই তাদের ছবিকে করে তুলতে
পারেন আকর্ষণীয় । চমত্কার সব ডিজাইন দিয়ে আপনিও পারেন আপনার ছবিকে সুন্দর করতে । একটা নয় দুইটা নয়, মোট ১৯৫টা ডিজাইনে আপনি আপনার ছবিকে ডিজাইন করতে পারবেন । যা আশা করি
আপনাদের সকলেরই কাজে লাগবে। ফটোফানিয়া নামের ওয়েবসাইটটিতে প্রথমে গেলেই দেখতে
পাবেন মোট ১৯৫টি ডিজাইন এখানে পরিবেশন করা হয়েছে । যাতে বিভিন্ন ডিজাইনের আউটপুট দেওয়া আছে । এর মধ্যে বিভিন্ন ধরনের ফটো এক্সটেন্সান সাপোর্ট করে এবং আউটপুট দেয় যেগুলো হলো— পিএনজি(পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স) এবং জেপিইজি (জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ) । আর ফাইলটা মানে ছবিটা বা ভিডিওটা
১০ মেগাবাইটের ভিতরে হতে হবে । ডিজাইনটির ডানপাশে চুজ ফাইল অপশন বা ছবি নির্বাচন
অপশন আছে, সেখান থেকে ছবি বা স্টিল পিকচার হলে ব্রাউজ চাপুন আর তা না হলে যদি
ভিডিওকে ডিজাইন করতে চান তাহলে ভিডিও-এর চিহ্নটা ডানেই আছে ক্লিক করতে হবে।
তবে এখানে ছবি আপলোডের জন্য কিছু লিমিটেশন আছে। এখানে সাইজ লিমিট করে দেওয়া
আছে । তাহলে এখনই বন্ধুরা চেষ্টা করে দেখতে পারেন ।
ওয়েবসাইটের ঠিকানা হল- http://photofunia.com/
Tuesday, September 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment