Thursday, September 22, 2011

ব্ল্যাকহোল আড়াল করে গ্রহপোড়া ছাই

ব্ল্যাকহোল আড়াল করে গ্রহপোড়া ছাই

সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন, দৈত্যাকার ব্ল্যাকহোলের বাইরে অনেক গ্রহ এবং উল্কার মধ্যে সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষ থেকে তৈরি ছাই ঢেকে রাখে ব্ল্যাকহোলের রহস্যকে। গবেষকদের মতে, এই ছাই বিশ্লেষণ করেই হয়তো ব্ল্যাকহোলের তথ্য জানা সম্ভব। খবর নিউসায়েন্টিস্ট-এর।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিস্টারের গবেষকরা জানিয়েছেন, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মতো অনেক গ্যালাক্সির কেন্দ্রেই রয়েছে হাজারো সূর্যের চেয়েও বেশি ভরবিশিষ্ট একটি ব্ল্যাকহোল। মিল্কিওয়ে গ্যালাক্সির ব্ল্যাকহোল এখন নিষ্ক্রিয় হলেও অনেক গ্যালাক্সির ব্ল্যাকহোল এখনও তার চারপাশ থেকে টেনে নিচ্ছে গ্যাস। এক্সরে এবং তেজস্ক্রিয়তায় এ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে নতুন নক্ষত্রও।

তবে নক্ষত্র তার গ্রহগুলোকে ধরে রাখতে পারছে না। এসব লাগামহীন গ্রহগুলোর মধ্যে দ্রুতগতিতে সংঘর্ষ ঘটছে আর তা থেকে তৈরি হচ্ছে ছাই। এই ছাই আড়াল করে রাখছে ব্ল্যাকহোলকে।

গবেষণার ফল প্রকাশিত হবে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক সাময়িকীতে।

গবেষকরা বলছেন, ধ্বংস হয়ে যাওয়া গ্রহের ছাই এবং ধুলা গ্যাসের আস্তরণ ডোনাটের আকার তৈরি করে; যা আড়াল করে রাখে ব্ল্যাকহোলকে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...