১। The SHAWSHANK REDEMPTION
যাদের ধৈর্য্য কম তারা এই মুভি দেখার পরে ধৈর্য্যশক্তি বেড়ে যাবে। ছবিটির মুল চরিত্র করা এন্ডি একজন ব্যাংক কর্মকর্তা।মিথ্যা মামলায় যাবজ্জীবন জেল হওয়ার পরও বিভিন্ন সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকার পরও জেলার এর কারণে সে সুযোগগুলো পায় না।পরে একসময় জেল থেকে পালিয়ে যাওয়ার ফন্দি করে।একটানা ১৯ বছর ধরে প্রতিদিন রাতে ছোট্ট একটা শাবল আর একটি চিজেল দিয়ে সুড়ঙ্গ খুড়ে একদিন সে পালিয়ে যায়।এই ১৯ বছরে জেলে আরো অনেক ঘটনা ঘটে বা বললে ছবি দেখে আর মজা পাবেন না।
ছবিটির পরিচালক ফ্র্যাঙ্ক ডেরবন্ট এবং এন্ডি চরিত্রে অভিনয় করেছেন টিম রবিন্স।এছাড়া অস্কারজয়ী মরগ্যান ফ্রিমান আছেন সাথে।ছবিটি আই.এম.ডি.বি.’র সেরা ২৫০টা ছবির মধ্যে সেরা ছবির অবস্থানে আছে।
২।The Count of Monte Cristo
ছবিটির কাহীনির সাথে আগের মুভিটির কাহীনি অনেক মিল আছে।ছবিটি সম্পর্কে রিভিউ পড়তে এখানে ক্লিক করুন।
৩।The Pursuit of Happyness
আরেরিকাতে ৯০ এর দশকে অর্থনৈতিক মন্দার সময় চাকুরি হারানো এক লোকের করুন কাহিনী নিয়ে এই ছবি বানানো।একসময় সংসার চালানোয় ক্লান্ত হয়ে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়।শুরু হয় সন্তানকে নিয়ে তার পথচলা।প্রতি পদে পদে রোমাঞ্চকর সব অনুভুতি পাবেন এই ছবি দেখলে। ছবিটির মুল চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ।সাথে তার ছেলে জাদেন স্মিথ ও অভিনয় করেছে ছেলের ভুমিকায়।মুভিটির রিভিউ পড়তে এখানে ক্লিক করুন।
৪।Hachiko: A Dog’s Story
ছোট থাকতে কষ্টের কোন মুভি দেখলে চোখে পানি চলে আসত। সে সময়ের কথা মনে পড়লে এখনো হাসি পায়।কিন্তু এই মুভিটির শেষের দিকে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। একটি সত্য ঘটে যাওয়া প্রভু ভক্ত এক কুকুরের গল্প নিয়ে এই ছবিটি বানানো।মুনিব মরে যাওয়ার পরেও যতদিন সে বেঁচে ছিল ততদিন অপেক্ষা করেছে রেলস্টেশনে,কবে তার মুনিব ফিরবে আর সে একসাথে বাড়ি ফিরবে।এটি সত্যিকার ঘটনার আদলে করা মুভি।সত্যিকারের ঘটনাটি অনেক বছর আগে জাপান এ শিবুয়া স্টেশানের।আজও কুকুরের আদলে তৈরি করা একটি মুর্তি দারিয়ে আছে রেলস্টেশনের ধারে।
৫। Crash (ক্র্যাস মুভি)
আমেরিকায় কালো-সাদাদের মধ্যে দন্ধ,ভুলবোঝাবোঝি এবং একে অপরের উপর নির্ভরশিলতা নিয়ে করা অনন্য একটা মুভি।ছবিটিতে পরিচালক খুব সুন্দরভাবে জিনিষগুলো ফুটিয়ে তুলেছেন।আই এমডিভি রেটিং ৮।
No comments:
Post a Comment