কোটেশনসোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুকে যোগ হচ্ছে একটি নতুন বাটন। ‘সাবস্ক্রাইব’ নামের এ বাটনটি টুইটারের ফলো বাটনটির মতো কাজ করবে। খবর ম্যাশএবল-এর।
নতুন বাটন যোগ করা বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, ফেসবুকে অ্যাকাউন্ট ফলো করার জন্য সাবস্ক্রাইব বাটনটি যোগ করা হচ্ছে। এই বাটন ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট চালানো এবং নিউজ ফিড দেখার ক্ষেত্রে আরো বেশি নিয়ন্ত্রণ এনে দেবে।
জানা গেছে, কোন অ্যাকাউন্ট ফলো করা হবে, কার নিউজফিড হোম পেজে দেখানো হবে সবই এ বাটনটির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে।
ফেসবুকের ‘মেসেজ’ এবং ‘পোক’ বাটনের পাশেই এ বাটনটির অবস্থান হবে। বাটনটির সাহায্যে টুইটারের মতো কোনো অ্যাকাউন্ট সাবসক্রাইব করা যাবে এবং কোন বন্ধু তালিকায় কারা আপডেট দেখতে পাবে সেটির নিয়ন্ত্রণ এনে দেবে নতুন বাটনটি।
অবশ্য, বাটনটির ব্যবহার করা না করা অ্যাকাউন্টধারীর ইচ্ছার ওপরেই ছেড়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে ‘অল আপডেট’ এবং ‘ওনলি ইমপর্টেন্ট’ অপশন থাকছে। অপশনদুটির মাধ্যমে কোন কোন আপডেট অনুমোদন পাবে তা ঠিক করবেন ব্যবহারকারী নিজে।
কতোজন পোস্ট সাবসক্রাইব করেছে বা কতোজনের পোস্ট সাবসক্রাইব করা হয়েছে সে তথ্য প্রোফাইলে জমা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment