Sunday, September 18, 2011

যে কোন গানের কর্ড গিটারে বাজানোর জন্য বের করতে পারবেন, নিজেই..

অনেকেই আছেন যারা গান শুনলেই বলতে পারেন গানের কোথায় কোন জায়গায় কোন কর্ড হবে। আবার অনেকেই আছেন যাদের গিটারে অনেক কষ্ট করে কর্ড মিলিয়ে মিলিয়ে গান তুলতে হয়। যারা গান শুনলেই গান বাজাতে পারেন তার প্রোফেশনাল দের পর্যায়ে পরে কিন্তু আমরা যারা অল্প অল্প বাজাতে পারি তারা ইন্টারনেট অথবা কোন প্রোফেশনালদের কাছ থেকে কর্ড লিখে নিয়ে বাজাতে হয়। গিটারে কর্ড বের করার জন্য এই সফটওয়্যার টি আমার কাছে বেশ ভাল লেগেছে। আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে এটা ট্রাইল ভার্ষন।

ফিচার সমূহ:

  • এটি mp3, wma, ogg, aac, m4a, wav & CD Audio files সাপোর্ট করে।
  • use interface খুব সহজ।
  • কর্ড এডিট এবং লিরিক লিখতে পারবেন।
  • আপনি এটা প্রিন্টার দিয়ে প্রিন্টও বের করতে পারবেন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...