Friday, September 23, 2011

আইনস্টাইনের আলোর গতিতত্ত্ব ভূলঃ আলোর চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ সম্ভব নয়!

আমরা আলোর গতিকে পরম ধরি, তবে এটা প্রমাণ করা সহজ হবে, আলোর গতিকে অতিক্রম করা তো পরের কথা, আলোর গতিতেই ভ্রমণ করা সম্ভব নয়। ধরি, আইনস্টাইন বিস্ময়কর রকম গতিসম্পন্ন একটি রকেট নির্মাণ করলেন। এবং পরীক্ষামূলকভাবে সেটিতে চড়লেন। শীঘ্রই আইনস্টাইন সাধারণের চেয়ে কল্পনাতীত গতিতে চলতে শুরু করলেন। এবং এরপর তিনি রকেটকে সেকেন্ড গিয়ারে চালাতে লাগলেন। এরফলে, আইনস্টাইন অন্থীনভাবে তাঁর রকেটের গতি বাড়াতে লাগলেন। এখানে প্রশ্ন হ’ল, আইনস্টাইন কি তাঁর রকেটের গতি আলোর গতির চেয়ে দ্রুত গতিতে উত্তীর্ণ করতে পারবেন? এ প্রশ্নের জবাবের আগে বলতে চাই, সব গতিই আপেক্ষিক। এরপর এরেকটি প্রশ্ন এসে যায়, কোন্‌ প্রসঙ্গ কাঠামোতে আইনস্টাইনের রকেটের গতি পরিমাপ করা হবে? এবার তাহলে, আইনস্টাইনের প্রসঙ্গ কাঠামোতে আসা যাক্‌।

ধরি, আইনস্টাইন তাঁর রকেটের হেডলাইট জ্বালালেন। যেহেতু, আলোর গতি চরম, ফলে আইনস্টাইন লক্ষ্য করবেন তাঁর রকেটের হেডলাইটের আলোক রশ্মি তাঁর থেকে ৩,০০,০০০ কি.মি./সে. বেগে চলছে। আইনস্টাইন তাঁর প্রসঙ্গ কাঠামোয় রকেটের হেডলাইটের গতিকে অতিক্রম করতে পারবেন না। ভিন্ন প্রসঙ্গ কাঠামোতে আবস্থিত কেউ কি বলবেন, আইনস্টাইন আলোর চেয়ে দ্রুত গতিতে ছুটছেন? ভিন্ন প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষক নিশ্চই আইনস্টাইনের গতিকে ভিন্নভাবে পরিমাপ করবেন। কিন্তু সব পর্যবেক্ষক দু’টো বিষয়ে একমত হবেন। যথা-

1. আইনস্টাইন রকেটের হেডলাইটের আলোক রশ্মি তাঁর (আইনস্টাইন) থেকে এগিয়ে চলতে থাকবে।

2. এই আলোক রশ্মি ৩,০০,০০০ কি.মি./সে. গতিতে ছুটছে। সুতরাং আইনস্টাইন যেখানে তাঁর রকেটের হেডলাইটের পেছন পেছন ছুটছে, এবং হেডলাইটের আলোক রশ্মি গতি যেখানে ৩,০০,০০০ কি.মি./সে. সেখানে আইনস্টাইনের রকেটের গতি আবশ্যই আলোর গতির চেয়ে কম। বস্তুত এটা মুখ্য বিষয় নয় যে, কে কোন্‌ প্রসঙ্গ কাঠামোতে অবস্থান করে আইনস্টাইনের গতি পর্যবেক্ষণ করলেন। মূলকথা, কেউ-ই আইনস্টাইনকে আলোর সমান গতিতে ভ্রমণ করতে দেখবে না।

পরিশেষে বলা যায়, বর্তমান প্রাযুক্তিক অগ্রগতিতে আলোর সমান গতিসম্পন্ন মহাকাশযান বানানো শুধু চ্যালেঞ্জের নয়, রীতিমত অসম্ভব!

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...