Tuesday, September 13, 2011

বাঙ্গালী নেটে কি করে (১৮+)

কোন দেশ থেইকা কোন সব সাইটে মানুষ বেশি যায় এইসব হিসাব রাখে Alexa.com । আসুন আজ দেখি নেটে আমরা বাঙ্গালীরা কোন কোন ওয়েবসাইটে বিচরণ করি।

► ১ নম্বরেই আছে Yahoo! । এইটা গুগোলেরও উপরে। কতো মানুষ এখনো ইয়াহু মেইল ব্যবহার করে এটা তারই প্রমাণ।
► ২ নম্বরে Google.com.bd আর ৪ নম্বরে Google। Google.com.bd এর Google.com থেকে উপরে থাকার কারন অধিকাংশ মানুষ ডিফল্ট হিসেবে Google.com.bd পেইজটা আর পরিবর্তন করে না।
► ৩ নম্বরে Facebook । মাশাল্লাহ্! আর কয়েকদিন পরে হয়তোদেখা যাবে বাঙ্গালী Facebook দখল কইরা ফেলসে। পোলাপাইন এখন এক রুম থেইকা আরেক রুমে গেলে তারও ছবি Facebook এ আপলোড করে। আর কয়েকদিন পর ইনশাল্লাহ........ ;) :D
► ৭ নম্বরে YouTube । বাঙ্গালী ভিডিও দেখে মজা পায়! ;)
► ৮ নম্বরে RapidShare । মারে মা! বাঙ্গালী আইজকাল ধুমাইয়্যা ডাউনলোড করতেসে! :D
► ৯ নম্বরে Blogger.com । বেশিরভাগ পাবলিকই ব্লগস্পটে যায় কোন কিছুর সন্ধান করতে করতে। আর বাকিরা এ্যাডসেন্সের লোভে ব্লগ সাইট খুলে বসে আছে। ;)
Wikipedia আছে ১০ নম্বরে। মানুষ দেখি শিক্ষমুখী হয়া গেলো! নাকি এ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য কপি-পেস্ট কারবারই এর মূল কারন? ;)
► ১১ নম্বরে আছে Prothom Alo । উঁ! :|
► ১৩ নম্বরে আছে Joubonjala.com । ভালো ভালো। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় ;)
► ১৫ নম্বরে আছে Cricinfo । বাঙ্গালী ক্রিকেট লইয়্যা ফাল পারে! :P
► ১৬ নম্বরে আছে Joubonjatra.com । খাইসে! অরে মমিন! এতো যৌবন ক্যান? ;)
► ১৭ নম্বরে Hi5 । মানুষ এখনো Hi5 এ যায়? :-*
► ১৮ নম্বরে Bdnews24.com । বেশ কামের সাইট।
► ১৯ নম্বরে আছে দেবোনায়েরব্লগ.com । হা! হা! হা! হেসে খুন!!! সফট পর্ন ও সেলেব্রিটি স্ক্যাম সাইট। এইতো বাঙ্গালীর আসল রূপ বেরিয়ে আসে.........♂♀ ;)
► ২১ নম্বরে আছে Bdjobs.com । চাকরীর বড্ড অভাব! /:)
► ২২ নম্বরে Exbii.com । হা! হা! হা! বাঙ্গালী মানুষ হইলি না। এটাও একটা ছবিপূর্ন সফট পর্ন সাইট। ♂♀ ;) B-) :D
► ২৪ নম্বরে Somewhere in... blog । মজা পাই!!! B-) :D
► ২৫ নম্বরে আছে http://flickr.com/ । বাঙ্গালী প্রচুর ওয়ালপেপার নামায়। :D
► ২৭ নম্বরে আছে Megashare.com । ভালো ভালো। সবাই আজকাল ধুমাইয়্যা ডাউনলোডায়........B-)
► ৩১ নম্বরে United States । এই সাইটটায় এতো ভিসিটের মূল কারন ডিভি লটারি ফর্ম পূরণ। বাঙ্গালীর আম্রিকা যাইতে মঞ্চায়! B-) ;)
► ৩২ নম্বরে আছে এডাল্ট ফ্রেইন্ড ফাইন্ডার.com। অর্থাৎ "প্রাপ্তবয়স্ক বন্ধু খোঁজক"। খ্যাঁক খ্যাঁক। অবদমিত ইচ্ছা........খ্যাঁক খ্যাঁক.........♂♀ ;) :D
► ৩৫ নম্বরে MediaFire । উফফ! বাঙ্গালীর নেট স্পিডতো হেভ্ভি বাইড়া গেসে। এতো ডাউনলোডায়!! X(
► ৩৬ নম্বরে Metacafe । এইটা YouTube এর মতো একটা সাইট। কিন্তু এখানে YouTube এর চাইতে অনেক বেশি এ্যাডাল্ট ভিডিও পাওয়া যায়। ;)
► ৩৭ নম্বরে Amaderforum.com । ডাউনলোডের জন্য ভালো সাইট।
► ৩৮ নম্বরে আছে Tribalfusion.com । ওয়েবে কিছূ ভুয়া নজরকাড়া বিজ্ঞাপণ থাকে। ওগুলায় কয় যে আফনে ১০ লাখ টাকার লটারী জিতসেন অথবা আপনার লাইগা ২ টা মেইল অপেক্ষা করতেসে। ওগুলারই ধান্দা করে Tribalfusion। বুঝেন তাইলে কত মানুষ এই ফাঁদে পা দেয়। ;) B-)
► ৪৩ নম্বরে আছে The Internet Movie Database (imdb) । যাক ভালো ম্যুভির বোদ্ধার সংখ্যা নেহায়েত কম নয় দেখে ভালো লাগছে।
► ৪৫ নম্বরে আছে Aiub.edu । একটা প্রাইভেট ভার্সিটির ওয়েবসাইটকে এতো উপরে দেখে অবাক হলাম। কারনটা বোধগম্য হলো না।
► ৪৮ নম্বরে আছে Songs.pk । বাঙ্গালী mp3 ডাউনলোডায়.........:D
► ৫০ নম্বরে Bollywoodhungama.com । আহা! বলিউডের নায়িকাদের ওয়ালপেপার নামিয়ে বড়ই সুখ! :D ;) B-)
► ৫৪ নম্বরে আছে Prothom-aloblog.com । ভুল দেখলাম নাতো? রেটিং দেখি কমসে! দুঃসংবাদ! ছাগুরা সব সামুতে ফিরতেসে। উঁ! :((
► ৫৭ নম্বরে আছে সবিতা ভাবী.com। খিক খিক! নাম দেখে হেসে খুন! বুইঝা লন কিয়ের সাইট ♂♀ ;) :D B-)
► ৬১ নম্বরে Doridro.com । দেশি জিনিসপত্তর ডাউনলোডের জায়গা এইডা.......
► ৬৫ নম্বরে আছে Grameen Phone । এইখানে ঢুকতে আবার টাকা লাগে নাতো? কত? মিনিট প্রতি ৩০/- নাতো? X((
► ৬৮ নম্বরে আছে Megaupload । উফফ! এতো কি ডাউনলোডায় পাবলিকে? ;)
► ৭১ নম্বরে আছে ইন্ডিয়ান সেক্স স্টোরিজ.com । ভারতীয় গল্পে এতো মজা? ♂♀ ;) :P
► ৭২ নম্বরে আছে Adobe । এটার প্রধান কারন বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও দেখতে গেলে যাগো পিসিতে Adobe Flash Player নাই তারা Adobe এর ওয়েবসাইটের লিংকে যায় ডাউনলোড করতে।
► ৭৩ নম্বরে Santabanta.com । মাইনষে বলিউডের নায়িকাগো ওয়ালপেপার নামায়। খিক খিক.........;) :D
► ৭৫ নম্বরে GSM Arena । মানুষ মোবাইল সম্বন্ধে জানতে চায়।
► ৭৮ নম্বরে আছে Google UK । আজিব কান্ড তো! এইটা এইখানে কি করে? বাংলাদেশ থেইকা কারা গুগোলের ব্রিটিশ পেইজে ঢুকে? :-*
► ৮০ নম্বরে Rediff.com । অনেকেই রেডিফের ইমেইল সার্ভিস ব্যবহার করে।
► ৮২ নম্বরে আছে ইয়োর পর্ণ.com। দেখতে তো YouTube এর লাহানই। মাগার ভিডিও........আস্তাগফিরুল্লাহ্........ ♂♀ ;) B-) :D
► ৮৪ নম্বরে আছে টিউব এইট.com। ইহাও দেখতে YouTube এর মতোই এবং ইহাও যথারীতি.......আস্তাগফিরুল্লাহ্........ ♂♀ ;) B-) :D
► ৮৫ নম্বরে হট ইন্ডিয়া.info । যথারীতি আরেকটি পর্ণ সাইট। বাঙ্গালী ভালো হইয়্যা যা! ♂♀ X((
► ৮৮ নম্বরে ফ্রি সেক্সি ইন্ডিয়ানস.com। হায়রে বাঙ্গালী! ♂♀ :(
► ৯১ নম্বরে পর্ণ হাব.com। হায় বাঙ্গালী! তোগো কি হইবো! ♂♀ /:)
► ৯২ নম্বরে আছে Dhaka University । যাক! অবেশেষে সুস্থ কিছু।
► ৯৪ নম্বরে আছে Amar Natok । মানুষ নাটক ভালোবাসে।
► ৯৫ নম্বরে আছে Myspace । এটার আরো উপরে থাকা উচিৎ ছিলো। মানুষ এটার মর্ম এখনো বুঝতে পারে নাই।
► ৯৬ নম্বরে Geocities । বাঙ্গালী ফ্রি ওয়েবসাইট বানায়। :D
► ৯৮ নম্বরে আছে Esnips.com । বাঙ্গালী গান ভালোবাসে! ;)
► ১০০ নম্বরে আছে Co.cc । বাঙ্গালী ফ্রি ফ্রি ওয়েবসাইট বানায়। :D

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...