অনলাইনে ইসলাম
বিজ্ঞান ও প্রযুক্তির উত্কর্ষের ফলে হাতের মুঠোয় চলে এসেছে বিশ্ব।সবকিছুতেই ঢুকে পড়ছে ইন্টারনেটের ব্যবহার।কোন কিছু জানার সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায় এখন ইন্টারনেট।তথ্য প্রযুক্তির এই যুগে তাই ইসলাম প্রচার ও ইসলামী চর্চায় ইন্টারনেট ব্যাপক ভূমিকা রাখতে পারে।সহজেই ইসলামকে জানার ও ইসলামের প্রসারে নতুন এক দিগন্তের সূচনা করে দিয়েছে ইন্টারনেট।একসময় পৃথিবীর অনেক দেশেই ইসলাম সম্পর্কে সঠিক ও বিস্তারিত কোনো তথ্য পেতে অনেক কাঠখড় পোড়াতে হত কিন্তু বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের বিধর্মীরাও ইন্টারনেটের মাধ্যমেই ইসলামকে জেনে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে।কিন্তু আফসোসের বিষয় এদেশের খুব কম মানুষ-ই ইন্টারনেটকে ইসলামী জ্ঞান চর্চায় ব্যবহার করে।অন্যান্য ওয়েবসাইটের তুলনায় ওয়েবে ইসলামী ওয়েবসাইটের সংখ্যা কম হলেও বাংলা ভাষায় ইসলাম প্রচার এবং ইসলামী জ্ঞান চর্চায় বেশ কিছু ওয়েবসাইট প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে।পবিত্র রমজানমাসে ইচ্ছে করলেই ঘুরে দেখতে পারেন এসব ওয়েবসাইট।আসুন জেনে নেইকোরআন-হাদিস,ইসলামী প্রবন্ধ-নিবন্ধ,ইসলামী বই, ইসলামী অডিও-ভিডিও,ইসলামিক
বিভিন্ন প্রশ্ন-উত্তর ইত্যাদি নিয়ে সাজানো তেমনি কিছু ওয়েবসাইট সম্পর্কে।
মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্হ কোরআন শরীফ নাজিল হয় এই রমজান মাসে ।ইচ্ছে
করলে অনলাইনে বসেও আপনি পড়তে পারেন পবিত্র কুরআন শরীফ ।অনলাইনে কোরআন শরীফ পড়ার সুবিধা নিয়ে বেশ কিছু ওয়েবসাইট প্রকাশিত হয়েছে।তাদের মধ্যে একটি ভালো সাইট হলো www.quraanshareef.org।এখানে কোরআন শরীফের প্রতিটি সুরা আলাদাভাবে সাজানো রয়েছে।রয়েছে মূল আরবিসহ কোরআন শরীফের বাংলা ও ইংরেজীতে অনুবাদ।মূলত সৌদিআরবের বাদশাহ ফাহাদ কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য অনুদিত পবিত্র কোরআন শরীফের অনলাইন সংস্করণ এটি।এধরনের আরেকটি ওয়েবসাইট হলো www.ourholyquran.com।মূল আরবিসহ কোরআন শরীফের বাংলা
ও ইংরেজী অনুবাদ ছাড়াও এতে আরো রয়েছে তাফসির,হাদিস,কুরআন শিহ্মা,নামায
শিহ্মা এবং বিভিন্ন ইসলামী প্রশ্ন-উত্তর ইত্যাদি ।
ফ্লাসে তৈরি করা চমত্কার আরেকটি ই-কোরআন শরীফের ওয়েবসাইট www.quranflash.com
এছাড়াও www.islamdharma.com সাইটটিতেও পড়তে পারবেন পবিত্র কোরআন শরীফ।
কোরআন শরীফের বাংলায় অনুবাদ পাবেন www.qurantoday.com সাইটটিতে।এখানে রয়েছে ডঃ জহুরুল কর্তৃক অনুদিত কোরআন শরীফের বাংলা অনুবাদ।এখানে প্রতিটি সুরা pdf ফাইল আকারে রাখা হয়েছে । তাই অফলাইনে পড়তে চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন।
একটি ছোট্ট এপ্লিকেশন ব্যবহার করে আপনার মুঠোফোন দিয়েই অনলাইনে বাংলায়
অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ পড়তে পারেন।জাভা সমর্থিত মোবাইল ফোনসেটে
ব্যবহারের জন্য এই এপ্লিকেশনটিতে রয়েছে মূল আরবিসহ ২০টি ভাষায়
অনুবাদ।আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকলে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন http://m.binu.com এই ঠিকানা থেকে।
কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চান?
এমপিথ্রি ফরমেটে অডিও ফাইল ডাউনলোড করতে পারবেন www.freequranmp3.com এই ওয়েবসাইট থেকে।
অনলাইনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী সাহেবদের কণ্ঠে কুরআন
তেলাওয়াত শোনার একটি সুন্দর ওয়েবসাইট হলো www.tanzil.net। এখানে বাংলা
ইংরেজিসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় কোরআন শরীফের অনুবাদ পড়ার সুবিধাও রয়েছে।
এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারীদের
কন্ঠে কোরআন শরীফের তেলাওয়াত ডাউনলোড করতে পারবেন
http://www.islamhouse.com/pg/9739/quran/1 এই ঠিকানা থেকে।
হাদিস শরীফ গ্রন্হসমূহ এবং বিভিন্ন ইসলামী বই নিয়ে সাজানো হয়েছে
www.banglakitab.com ওয়েবসাইটি।ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (রহঃ)
রচিত প্রসিদ্ধ হাদিস গ্রন্হ বুখারী শরীফের বাংলা অনুবাদ ডাউনলোড করতে
পারবেন http://www.banglakitab.com/BukhariShareef.htm এই ঠিকানা
থেকে।হাদিস শরীফ নিয়ে আরেকটি ওয়েবসাইট হলো www.hadithshareef.org
এছাড়াও বিভিন্ন ইসলামিক বই এর সংগ্রহ নিয়ে কিছু ওয়েব ঠিকানা হল
http://www.islamicbook.ws/bengali
http://ohilibrary.blogspot.com
http://www.islamhouse.com/pg/9739/books/1
বিভিন্ন ইসলামিক আলোচনা,ইসলামী প্রবন্ধ নিবন্ধ,ইসলামী অডিও ভিডিও ইত্যাদি
নিয়ে প্রকাশিত হয়েছে বেশ কিছু ইসলামিক ব্লগ এবং ওয়েবসাইট।তেমনি একটি
চমত্কার ওয়েবসাইট www.islamhouse.com।
বাংলা ভাষায় ইসলামিক জ্ঞানের উপকরণ আকিদা,কোরআন,
সুন্নাহ,তাজকিয়া,মানহায ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে বাংলা ইসলামিক ব্লগ
www.bnislam.com ওয়েবসাইটটি ।
অন্যদিকে ইসলামিক ই-বুক, ইসলামিক-ইতিহাস,নির্বাচিত ইসলামিক
প্রকাশনা,বিধি-বিধান,হাদিস ,হামদ না'ত ইত্যাদি নিয়ে প্রকাশিত হয়েছে
www.sorolpath.com সাইটটি।এরকম আরো কিছু বাংলা ইসলামিক ব্লগ এবং ওয়েব সাইট হলো
www.islam.net.bd
www.quraneralo.com
www.islamibd.com
www.ourislam.org
নামাজ ,হজ্জ ,যাকাত ইত্যাদি বিষয়ের উপরও প্রকাশিত হয়েছে কিছু ওয়েব সাইট
।নামাজ রোজার নিয়ম ও পদ্ধতি জানতে www.intsbanglabook.com সাইটটি ঘুরে আসতে পারেন।অন্যদিকে যাকাত সম্পর্কিত তথ্য এবং যাকাত আদায়ের নিয়ম কানুন নিয়ে সাজানো www.zakatguide.org ওয়েবসাইটি।হজ্জ সম্পর্কিত তথ্য নিয়ে বাংলাদেশ সরকার খুলেছে www.hajj.gov.bd সাইটি।
অনলাইনে বিভিন্ন ইসলামিক সফটওয়্যার,ইসলামিক সার্ভিস ও তথ্যাবলী,আরবি
ডিকশনারী,ইসলামিক নাম,ইসলামিক টিভি ইত্যাদি পাওয়া যাবে
www.searchtruth.com সাইটটিতে।
ইসলামী ক্যালিগ্রাফি নিয়েও ওয়েবে প্রকাশিত হয়েছে কিছু ওয়েবসাইট।তেমনি
কিছু ওয়েব ঠিকানা হলো
www.calligraphyislamic.com
www.artislamic.com
www.islamicart.com
www.sakkal.com
www.islamicity.com ইত্যাদি।
No comments:
Post a Comment