Tuesday, September 20, 2011

সাঈদী অসুস্থ, শুনানি হয়নি

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ থাকায় তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি হয়নি। বুধবার শুনানির পরবর্তী দিন ঠিক হয়েছে।

মঙ্গলবার নির্ধারিত শুনানির দিনে কারা কর্তৃপক্ষ জামায়াতে ইসলামীর নেতা সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনেনি।

ট্রাইবুনালের নিবন্ধক শাহীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতার কারণে সাঈদীকে কারাগার থেকে আদালতে আনা যাচ্ছে না। তাই শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

জামায়াতের নায়েবে আমির সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আসামির হাজির হওয়ার নিয়ম। কিন্তু আসামি অনুপস্থিত থাকায় শুনানি পিছিয়েছে।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের মুখে থাকা সাঈদীকে গ্রেপ্তার করা হয়েছিলো ২০১০ সালের ২৯ জুন।

তিনিই প্রথম ব্যক্তি, যার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।

সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া।

এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...