আমাদের বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়, বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে রাখতে হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমার এই পোস্ট। ব্রাউজারের কিছু সেটিংস পরিবর্তন করেই এটি করা সম্ভব। তাহলে আসুন জেনে নেই কিভাবে ব্লক করবেন যেকোনো ওয়েবসাইট?
Mozilla Firefox এ কোন সাইট ব্লক করতে নিচের পদ্ধতি অনুসরন করুন
Firefox এ কোন সাইট ব্লক করতে add-onর দরকার পড়ে, আপনি চাইলে Mozilla.org এ অনেক add-on পেতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি BlockSite নামের add-onটি ব্যাবহার করেন।
যা করতে হবেঃ
১. মজিল ফায়ারফক্স ওপেন করে Tools এ ক্লিক করুন।
২. Add-ons এ ক্লিক করুন।
৩.Get Add-ons এ ক্লিক করুন।
৪. Browse All Add-ons সিলেক্ট করে, search box এ blocksite লিখে সার্চ দিন।
৫. এই add-on দিয়ে আপনি যেকোনো সাইট ব্লক করতে পারেন।
Google Chromeএ কোন সাইট ব্লক করতে নিচের পদ্ধতি অনুসরন করুন
1. আপনার Chrome Web Browser ওপেন করুন।
2. ডানপাশে উপরে সবারকোনায় wrench চিহ্নতে ক্লিক করুন।
3. Tools সিলেক্ট করে , Under the Hood ট্যাবটি ক্লিক করুন।
5. Change Proxy Settings সিলেক্ট করুন ।
6. Security ক্লিক করে , Restricted Sites ক্লিক করুন।
7. Sitesএ ডাবল ক্লিক করে , যে সাইটটি ব্লক করতে চান সেটা add করুন।
সব ব্রাউজারে কোন ওয়েবসাইট ব্লক করে রাখতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ
মনে করুন, আপনি www.facebook.com ওয়েবসাইটটি ব্লক করে দিতে চান, যাতে কেউ এই সাইটটি ভিজিট করতে নাপারে, হোক সেটা Limited/administrator অ্যাকাউন্ট থেকে এমনকি যেকোনো ব্রাউজার দিয়ে ।
প্রথমে, windows host ফাইলটি খুঁজে বের করুন। এজন্য C:\Windows\System32\drivers\etc টি ওপেন করুন।
এখন hosts লেখা ফাইলটির উপর রাইট ক্লিক করে, notepad দিয়ে ওপেন করুন।
সাধারন অবস্থায় আপনার ফাইলটি দেখতে নিচের ছবির মত হবে।
উদাহরনস্বরূপ, আপনি যদি www.facebook.com সাইটটি ব্লক করতে চান, তাহলে নিচের ছবির মত 127.0.0.1 localhost লেখাটির নিচে 127.0.0.1 www.facebook.com লেখাটি লিখুন।
এখন, ফাইলটি cltr+s চেপে সেভ করুন।
এরপর, আপনি আরও সাইট যুক্ত করতে চাইলে, ঠিক একইভাবে 127.0.0.1+সাইটটির address লিখে সেভ করুন নিচের ছবির মত।
No comments:
Post a Comment