সম্প্রতি অস্ট্রেলিয়ায় অসম বয়সীদের মধ্যে সম্পর্ক তৈরির প্রবণতা বেড়ে গেছে। বয়স্ক পুরুষের সঙ্গে তরুণী মেয়েদের এমন সম্পর্ক গড়ে ওঠার পেছনে ইন্টারনেট সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বলেই অস্ট্রেলিয় একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থা দাবী করেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
অস্ট্রেলিয়াতে বয়স্ক পুরুষ এবং কমবয়সী মেয়েদের মধ্যে সম্পর্ক তৈরির গড়পড়তা প্রায় ৮০টি কেস প্রতিবছর গোয়েন্দাদের কাছে আসছে। আর এসব ঘটনায় অসম সম্পর্ক তৈরির পর মেয়েরা প্রায়শই লাপাত্তা হয়ে যাচ্ছে।
লায়ন্সউড ইনভেস্টিগেশনস নামের একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থার পরিচালক ওয়ারেন ম্যালার্ড জানিয়েছেন, ‘গত দশক থেকেই অসম সম্পর্ক তৈরির ঘটনা বেড়ে গেছে। বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার বাড়ার কারণে অভিভাবকরা কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ছেন। আর এমন সমাজ ব্যবস্থায় কোনো কিছুই আর গোপন থাকছে না।’
ওয়ারেন ম্যালার্ড আরো জানিয়েছেন, ‘এখন বয়স্কদের সঙ্গে কমবয়সী মেয়েদের পালিয়ে যাবার ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তিই এ অসম সম্পর্ক তৈরির ঘটনা বাড়িয়ে দিয়েছে। এমনকি পালিয়ে যাবার পর শিশুদের বিক্রি করে দেয়া বা অর্থ হাতিয়ে নেবার ঘটনাও ঘটছে। আর ঘটনার তিন-চারদিন পর মেয়েরা ধোঁকা খেয়ে আবার বাড়িতে ফিরে আসছে।’
vai chalea jan amra ase......
ReplyDeletedhonnobad
ReplyDelete