ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) গবেষকরা সম্প্রতি সৌরজগতে নতুন একটি চাঁদের সন্ধান পেয়েছেন। গ্রহ তালিকা থেকে বাদ পড়া বামন প্লুটোর চারপাশে ঘুরছে নতুন আবিষ্কৃত এই চাঁদটি। জানা যায়া, হাবল স্পেস ব্যবহার করে নতুন এ চাঁদটির সন্ধান পেয়েছেন নাসার গবেষকরা। এটি প্লুটোর চতুর্থ চাঁদ। বামন হিসেবে প্লুটোতে কোনো ‘রিং’ আছে কি না সেটি পরীক্ষা করতে গিয়ে নতুন এ চাঁদের খোঁজ পেলেন জ্যোতির্বিদরা।
পৃথিবী থেকে প্লুটো ৩শ কোটি মাইল দূরে অবস্থিত। নতুন চাঁদটি ছাড়াও প্লুটোর তিনটি চাঁদ হচ্ছে-শ্যারন, নিক্স এবং হাইড্রা। নতুন চাঁদটি আকারে খুবই ছোট। এর ব্যাস মাত্র ২১ মাইল।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা এখনও এ চাঁদটির কোনো নাম দেননি। তবে পরিচিতি হিসেবে ‘পি ৪’ নামেই একে ডাকছেন তারা।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment